মোবাইলের ক্যামেরা জুম করে অতিথি পাখির ফটো ধারণ

in আমার বাংলা ব্লগlast month (edited)


আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম

অতিথি পাখি


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। শীতকাল শেষে বেশ কিছু জায়গায় অতিথি পাখি দেখেছিলাম তবে এই গরমে এখনো যেন অতিথি পাখির দেখা মেলে আমাদের নিকটস্থ নুনার বিলে। কিছুদিন আগে এই বিষয়ে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করেছিলাম। তবে আজকে উপস্থিত হলাম সে মুহূর্তের বিশেষ কিছু ফটোগ্রাফি নিয়ে। অতিথি পাখি সহ সুন্দর নুনার বিলের প্রাকৃতিক পরিবেশ জুম করে ফটো ধারণ করেছিলাম। সে ফটোগুলো নিয়ে উপস্থিত হয়ে গেলাম আজকে। আশাকরি প্রত্যেকটা ফটোগ্রাফি আপনাদের অনেক অনেক ভালো লাগবে।


IMG_20240518_115906_1.jpg

Camera: Huawei P30 Pro-40mp
What3words location Gangni



নুনারবিল স্থানটা আমাদের এখানকার স্থানীয় মানুষের অনেক পরিচিত স্থান। আমাদের গাংনী থানার অধিকাংশ মানুষ এই জায়গাটা চিনবে। বিশেষ করে ঈদের সময় এছাড়া অন্যান্য মুহূর্তে মানুষজন এখানে উপস্থিত হয়। কিছুটা স্বস্তির আশায় এটা ঘুরে দেখার জন্য, আবার অনেকেই রয়েছে এখানে এসে বসে থাকে আবার পিকনিকের উদ্দেশ্যে উপস্থিত হয়। তবে মানুষের কথা বাদ রাখলাম। শীতের সময় যতদিন এই পথ দিয়ে মায়ের বাসায় চলাচল করেছি শুধু লক্ষ্য করেছি শত শত অতিথি পাখি। তাই বেশ আশা ছিল ভেরিফাইড হওয়ার পর চেষ্টা করব এই জায়গা থেকে সুন্দর সুন্দর ফটো ধারণ করার। তবে যেন অনেক দিন পর সে আশা পূরণ হয়েছিল আজ থেকে এক মাস আগে। বেশ সময় করে আমরা সব বের হয়েছিলাম। আর সেখানে গিয়ে বেশ অনেক ছবি ভিডিও ধারণ করেছিলাম। প্রথমে খোঁজ করে দেখলাম অতিথি পাখি আছে কিনা। এপারে পাখির দেখা মিল ছিল না। ভেবেছিলাম হয়তো শীতকাল তো কবেই চলে গেছে পাখিগুলো। তবে কিছুটা পথ এগিয়ে যেতে লক্ষ্য করে দেখলাম পাখিগুলো পশ্চিম সাইডের কর্নারে এক পুকুরের মধ্যে রয়েছে। আমরাও এগিয়ে গেলাম খুব নিরবে। সামনেই পুকুর ঠেকানো একটি ঘর বাঁধলো। একদম রাস্তার সাথেই ঘরটা। রাস্তা থেকে কয়েক পা নেমে যেতেই এই ঘর।


IMG_20240518_115720.jpg

IMG_20240518_115745.jpg

Camera: Huawei P30 Pro-40mp
What3words location Gangni



ঘর অতিক্রম করে লক্ষ্য করে দেখলাম অনেকগুলো অতিথি পাখি এখনো পুকুরের মধ্যে রয়েছে। আর তাই দেরি না করে দ্রুত মোবাইলের ভিডিও অন করলাম আর এরই সাথে ফটো উদাহরণ করতে থাকলাম। পাখিগুলো যখন আমাদের লক্ষ্য করছিল তখন দূর থেকে শুধু গলা উঁচু করছিল। তাই মনে হচ্ছিল হয়তো উড়ে চলে যেতে পারে। দূর থেকে জুম করে যতটা সম্ভব হয়েছিল সুন্দর সুন্দর ভাবে ফটো ধারণ করার চেষ্টা করছিলাম আর ভিডিও ধারণ করেছিলাম।


IMG_20240518_115409.jpg

IMG_20240518_115515.jpg

IMG_20240518_115556.jpg

Camera: Huawei P30 Pro-40mp
What3words location Gangni



জুম করে ফটো ধারণ করার মজা আলাদা। অনেক দূরের পাখি গুলো খুব সুন্দর ভাবে দেখতে পাওয়া যায় এবং ফটো ধারণ করা যায়। তবে আমাদেরকে মোবাইলটা ফটো নষ্ট হয় না আবার ক্লিয়ার থাকে না। কেমন জানি সাদাতে হয়ে যায়। তবুও ভালো লাগে সুন্দর সুন্দরভাবে দূরের কোন কিছু ফটো ধারণ করতে। যখন আমরা সব একত্রে এখানে উপস্থিত হয়ে পটো ধারণ করছিলাম তখন প্রচন্ড গরম। তবে মাঝেমধ্যে হালকা হালকা বাতাস আমাদের গায়ে লাগছিল। তবে সবাই মিলে কথায় কথায় যেন ফটো আর ভিডিও ধারণ করার মধ্যে হারিয়েছিলাম।


IMG_20240518_115617.jpg

IMG_20240518_120026.jpg

Camera: Huawei P30 Pro-40mp
What3words location Gangni



সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে একটানা দীর্ঘ পুকুর রয়েছে। তার অপজিট পাশেই রয়েছে বেশ কিছু গাছের নার্সারি ও ফলের বাগান। আর দীর্ঘ পথ কোন ঘরবাড়ি নেই। এই সমস্ত কারণে নুনার বিল টা অনেক মানুষের কাছে বেশ ভালো লাগার স্থান। এখানে বেশ বড় দুইটা আমের বাগান রয়েছে। হয়তো সেই আমের বাগান গুলো আপনাদের পরে দেখাবো। তবে এমন সুন্দর দেখার মত জায়গায় যদি অতিথি পাখি এসে উপস্থিত থাকে তাহলে সৌন্দর্য যেন আরো বৃদ্ধি করে। শীতের সময় যদি সুন্দর সুন্দর ফটো ধারণ করে আপনাদের দেখাতে পারতাম তাহলে আরো ভালো কিছু ফটো উপভোগ করতে পারতেন। তবে সেই সময় তো আমি সেভাবে উপস্থিত ছিলাম না।



IMG_20240518_115902.jpg

IMG_20240518_115856.jpg

Camera: Huawei P30 Pro-40mp
What3words location Gangni



পরবর্তীতে আমি যখন এই জায়গার ভিডিও নিয়ে উপস্থিত হব, হয়তো সেই ভিডিও দেখলে আরো বেশি ভালো লাগবে আপনাদের। কারণ ভিডিওতে আনন্দের কিছু দৃশ্য দেখতে পারবেন যে এই মুহূর্তে ফটোতে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, পাখিগুলো আমাদের বেশ নজরে রাখছিল। মাঝে মাঝে তারা তাদের কাজে ব্যতিব্যস্ত আবার লক্ষ্য করে দেখেছিলাম মাঝেমধ্যে মাথা উঁচু করে আমাদের দেখছে উড়ে চলে যাওয়ার জন্য। এমন মুহূর্তে অনেক পাখি উড়ে গেছে কিছু কিছু পাখি পানির মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত চলে যাচ্ছে। এমন সুন্দর দৃশ্য স্বচক্ষে না দেখলে পরিপূর্ণ ভালোলাগা বুঝে নেওয়া সম্ভব নয়। তবে মাঝেমধ্যে যদি এমন সুন্দর দৃশ্য দেখতে যাওয়া যায় দূরে কোথাও তাহলে বেশ ভালো লাগে। ঠিক তেমনি সুন্দর এক মুহূর্ত ছিল আমাদের জন্য নুনার বিলের এই ফটো ধারণের মুহূর্ত।


IMG_20240518_115841.jpg

IMG_20240518_115821.jpg

Camera: Huawei P30 Pro-40mp
What3words location Gangni

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


ডিভাইসHuawei P30 Pro-40mp
বিষয়অতিথি পাখির ফটোগ্রাফি
লোকেশনগাংনী- মেহেরপুর
ক্রেডিট@jannatul01
দেশবাংলাদেশ ‌


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png

Sort:  
 last month 

আপনার পোস্টটি পড়ে মনে হলো আপনি অতিথি পাখিদের প্রতি অসাধারণ এক ভালোবাসা রাখেন এবং নুনার বিলের প্রাকৃতিক সৌন্দর্য আপনার ক্যামেরায় ধারণ করার মাধ্যমে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। আপনার ফটোগ্রাফির প্রতিটি ছবি এবং ভিডিও ধারণের বর্ণনার মাধ্যমে আপনি বিলের এবং অতিথি পাখিদের সৌন্দর্যকে আমাদের কাছে আরো কাছের করে তুলেছেন। আপনার এই সুন্দর পোস্টের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই।

 last month 

সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ

 last month 

আমি লক্ষ্য করে দেখেছি প্রত্যেক বছরের শীতকালে এখানে অতিথি পাখি এসে জমা হয়। যেহেতু জায়গাটা আমার বাড়ির খুব কাছে তাই এটা দেখার সুযোগ আমি ছোটবেলা থেকেই পেয়েছি। অনেকদিন পরে আপনার পোষ্টের মাধ্যমে এটা দেখতে পেরে আরো ভালো লাগলো।

 last month 

আপনার মন্তব্য দেখে খুশি হয়েছি।

 last month 

বেশ ভালো লাগলো নুনার বিলের সেই সুন্দর চিত্র দেখে। হয়তো এতদিন বাড়ি থাকলে আবারো এই সমস্ত জায়গা গুলো ঘুরতে যেতে পারতাম। সেদিনের স্মৃতি গুলো দেখেছি খুবই ভালো লাগলো আমার। এই জায়গাটা আমার আর ইমনের খুবই প্রিয়। বিকেল বেলায় মাছের খাবার দেওয়া শেষ করে আমরা দুজন হাঁটতে হাঁটতে প্রাকৃতিক পরিবেশ ফটো ধারণ করতে করতে এখানে চলে আসতাম। খুব সুন্দর হয়েছে আমাদের দুজন আর এই জায়গায়। অনেক ভালো লেগেছে আপনার সুন্দর এই পোস্টটি দেখে।

 last month 

অনেক সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া

 last month 

মোবাইলের ক্যামেরা জুম করে অতিথি পাখির ফটো ধারণ করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো আপু। এই জায়গাটাতে প্রত্যেক বছরই অতিথি পাখি আসে এবং এই জায়গার সৌন্দর্য আরো বৃদ্ধি করে দেয়। খুবই ভালো লাগলো অতিথি পাখিগুলোকে পোস্টের মাধ্যমে দেখতে পেরে।

 last month 

ভালো লেগেছে যেন খুশি হলাম।

 last month 

কাছে গিয়ে পাখির ছবি তোলা অনেক কঠিন ব্যাপার। ছবি তুলতে গেলে তারা উড়ে চলে যায়। আপু আপনি মোবাইলের ক্যামেরা জুম করে চমৎকার ভাবে ছবিগুলো তুলেছেন। দৃশ্যগুলো দেখে অনেক ভালো লাগছে। আর নদীর পাড়ের দৃশ্যগুলো অসাধারণ হয়েছে আপু। আপনার দারুন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

অতিথি পাখি শীতকালে আসে জানতাম কিন্তু গরমকালেও যে আসে এই প্রথম শুনলাম। অতিথি পাখির খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। এরকম বাগানের পাশে মেয়ে যদি বিল থাকে তাহলে সেগুলো আরো বেশি ভালো লাগে দেখতে। এজন্যই তো সেখানে এই পাখিগুলো আসে হয়তো। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65128.68
ETH 3442.23
USDT 1.00
SBD 2.52