কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। বিভিন্ন প্রকার রেনডম ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে অনেক ভালো লাগে আমার। তাই আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি রেনডম ফলের ফটোগ্রাফি নিয়ে। মনে করি, আমার এই ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ফটোগুলো দেখে আসি।
Photo Editing by college maker gridArt
প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছ পাকা বেল। এটা আমাদের নিজেদের গাছের বেল। এখন পর্যন্ত আমাদের গাছে বেল রয়েছে। গরমের দিন বেলের শরবত খেতে খুবই ভালো লাগে। আর এই বেল এর শরবত শরীরের জন্য খুবই উপকার। তাই আমাদের সকলের উচিত প্রচন্ড গরমের মুহূর্তে কমবেশি বেলের শরবত খাওয়া।
এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছে লেবুর ফটোগ্রাফি। আমাদের এই লেবু গাছটা এবার অনেক লেবু ধরেছিল। তবে দুর্ভাগ্যের বিষয় গাছটা রাস্তার পাশে থাকায় লেবুগুলো বেশির ভাগ চুরি হয়ে গেছে। প্রতিদিন খাবার খাওয়ার মুহূর্তে লেবু রাখা প্রয়োজন। লেবু আমাদের শরীরের জন্য অনেক উপকার। বিশেষ করে প্রেশারের সমস্যা নিয়ন্ত্রণে রাখে, রক্তের চাপ নিয়ন্ত্রণ রাখে।
এটা দেখতে পাচ্ছেন কাঁঠালের ফটোগ্রাফি। এখন সব গাছে গাছে আম প্রায় শেষের দিকে চলে এসেছে কিন্তু এখনো গাছে কাঁঠাল লক্ষণীয়। আমাদের গাছটাতেও বেশ অনেকগুলো কাঁঠাল এখনো রয়েছে। তবে এই মুহূর্তে কাঁঠালগুলো যেন তেমন একটা বেশি ভালো মনে হচ্ছে না। রান্না করে খেলে ভালো লাগে কিন্তু পাকা খাওয়ার সময় যেন কেন তেমন স্বাদ নেই। তবে যাই হোক সেই কাঁঠাল থেকে বেশ সুন্দর ফটো ধারণ করেছি।
এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডালিমের ফটোগ্রাফি। এটা আমাদের বাড়ির ডালিম গাছের ডালিমের ফটো ধারণ করা। এই ফলটা রক্তের জন্য খুবই উপকারী। রক্ত পরিষ্কার রাখতে রক্ত বৃদ্ধি করতে খুবই কাজে লাগে। তাই আমাদের বাড়িতে বেশ অনেকগুলো ডালিম গাছ লাগানো হয়েছে।
এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি আমের ফটোগ্রাফি। এই আমের ফটোটা রাতে ধারণ করেছিলাম আমাদের রান্নাঘরের পাশের আম গাছ থেকে। দিনের ফটোগ্রাফিতে রাতের ফটোগ্রাফি গুলো বেশ ভালই লাগে। তাই এই বিষয়টা জানার পর আমি ফটো ধারণ করেছিলাম।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুকুরপাড়ের কলাগাছের দুইটা পাকা কলার কাইন কাটার পরে রেখে দেওয়া হয়েছে কস ঝরার জন্য। এগুলো সব্রী কলা। এই কলা গুলোর খুবই চাহিদা রয়েছে আমাদের এলাকায়। আমাদের পুকুর সহ পাশের চাচাদের পুকুরগুলোর পাড়ে এই কলা গাছ লাগানো হয়েছে।
এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন তেতুলের ফটোগ্রাফি। এইতো তোদের ফটোটা আমাদের গাছের তেতুল। আমাদের একটা তেঁতুল গাছ এমনভাবে ডালপালা হয়েছে, একদম মাটির কাছ থেকে শুরু করে বড় নারিকেল গাছ পর্যন্ত। আর সবচেয়ে মজার বিষয় গাছের সর্বস্থানে কম বেশি তেঁতুল ধরে। সিজেনেও যেমন তেতুল থাকে অসিজেনে তেমন তেতুল থাকে।
মায়ের বাড়িতে যাওয়ার পথে একটি লিচু বাগান বাঁধলো। সেই বাগান থেকে এই ফটোটা ধারণ করেছিলাম। লিচু বাগানটা বেশি দারুণ। প্রত্যেকটা গাছের লক্ষ্য করে দেখলাম অনেক অনেক লিচু ধরছে। লিচু ফলটা শরীরের জন্য খুবই উপকার। এইজন্য আমাদের বাড়িতেও দুইটা গাছ লাগানো হয়েছে।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
আপু আপনার তোলা বিভিন্ন প্রকার ফলের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। আপনি ফটোগ্রাফিতে যেসব ফলের ছবি শেয়ার করেছেন এগুলো আমার ভীষণ পছন্দের। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার পছন্দের জেনে খুশি হলাম।
খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে আমার ফলের ফটোগ্রাফি গুলো বেশি ভালো লেগেছে।
অনেক অনেক ভালো লাগলো আপনার মন্তব্য।
বিভিন্ন ফলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার ভালো লেগেছে। বিশেষ করে আম কাঁঠাল ও লিচু ফল দেখতে পেয়ে ভালো লাগলো।
ভালো লেগেছে জেনে খুশি হলাম
গ্রীষ্মকাল হল ফলের সময়। এই সময়ে বিভিন্ন প্রকার ফল পাওয়া যায়। এই ফলের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে কাঠাল তাল লিচু আম। আপনি আজকে বেশ কিছু সময়ের উল্লেখযোগ্য ফলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া ঠিক বলেছেন
আপু আপনি গ্রীষ্মকালীন অনেকগুলো ফলের ফটোগ্রাফি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। এই গরমে বেলের শরবত আমার কাছে খুবই ভালো লাগে। ফটোগ্রাফি গুলোর মধ্যে আম এবং বেদনার ফটোগ্রাফি টা আমার কাছে অনেক ভালো লেগেছে। সবশেষে এত সুন্দর সুন্দর গ্রীষ্মকালীন ফলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
আমি চেষ্টা করেছি ভাইয়া সুন্দর ভাবে ফলগুলো তুলে ধরতে।
আপু আপনি বেশ কিছু ফলের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে ফটোগ্রাফি পোস্টগুলো দেখতে সব সময়ই ভালো লাগে। কিন্তু বিভিন্ন জিনিসের ফটোগ্রাফি পোস্ট করে শেয়ার করা এতটা সহজ নয়। আপনার সবগুলো ফটোগ্রাফি ই আমার কাছে ভালো লেগেছে, তবে আমের ফটোগ্রাফিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।
আমি অনেক খুশি হয়েছি ভাইয়া আপনার মন্তব্য দেখে
আপু আপনার তোলা প্রতিটা ফলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই প্লাটফর্মে জয়েন হওয়ার পর আমরা সবাই ফটোগ্রাফি করতে খুব পছন্দ করি। আপনার বেশির ভাগ ফলের ফটোগ্রাফি রাতে করেছেন বলে দেখতে বেশি ভালো লাগছে। বিশেষ করে লিচুর ফটোগ্রাফি বাদ দিয়ে বাকি সবগুলো ফল আপনাদের নিজেদের গাছের রয়েছে বলে বেশি ভালো লাগলো। ফটোগ্ৰাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
বেশ সুন্দরভাবে আপনি মন্তব্য করেছেন আপু
এই সময় বিভিন্ন রকমের ফল পাওয়া যায়। এখন ফলের সিজন চলছে। আর আপনি সেই সুযোগে দারুন সব ফলের ফটোগ্রাফি গুলো করেছিলেন জেনে ভালো লাগলো। আপনার শেয়ার করা ফলের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো আপু। আপনি অনেক দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো করেছেন আর শেয়ার করেছেন।
অনেক ভালো লাগলো ভাইয়া আপনার মন্তব্য।
বেশ কিছু সুন্দর সুন্দর ফলের ফটোগ্রাফি দেখলাম।লেবু, লিচু ও তেঁতুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। রাতের বেলা কিছু ফটোগ্রাফি করেছেন। সব মিলিয়ে দারুন উপস্থাপনা ছিল। ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া