বিভিন্ন সময়ে নিজেদের মাছের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 months ago


আসসালামু আলাইকুম



কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। পোস্টের টাইটেল পড়ে বুঝে গেছেন মাছের খাবার দেওয়ার অনুভূতি,আর খাবার দেওয়া দেখার অনুভূতিটা কেমন লাগে। ঠিক তেমনি সুন্দর সুন্দর কিছু ফটো নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আর সুযোগ করে দিলাম মাছের খাবার দেওয়ার মুহূর্ত দেখার পাশাপাশি বিভিন্ন সময়ের মাছের ফটোগ্রাফি দেখার।



IMG_20240309_144852_4.jpg


এ মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছের খাবার দেওয়ার মুহূর্তে ধারণ করা কিছু ফটোগ্রাফি। পুকুরে মাছের খাবার দেওয়া দেখতে আমার খুবই ভালো লাগে। তাই মাঝেমধ্যে চেষ্টা করে থাকি পুকুরে মাছের খাবার দেওয়ার মুহূর্তে উপস্থিত থাকার। মাঝেমধ্যে শাকসবজি তোলার উদ্দেশ্যে পুকুরে যেমন উপস্থিত হয়ে ঠিক তেমনি মাছ ধরার মুহূর্তে খোটার জন্য উপস্থিত হয়। তবে এই মুহূর্তে আপনারা যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এটা মাছের খাবার দেওয়ার মুহূর্ত। এখানে পাঙ্গাস মাছ থেকে শুরু করে তেলাপিয়া সহ আরো অনেক মাছ খাবার খেতে আসে। আর এই পর্যায়ে ভাসমান খাবার দেয়ার পাশাপাশি ডুবন্ত খাবার দেওয়া হচ্ছিল। অর্থাৎ একই সাথে দুই রকমের খাবার দেওয়া হয় পুকুরে। প্রথমে ভাসমান খাবার গুলো দেওয়া হয় মাছে ধরে ধরে খেয়ে ফেলে। এরপর ডুবন্ত খাবার দেওয়া হয় পাঙ্গাসের পাশাপাশি অন্যান্য মাছরা যেন খেতে পারে।


IMG_20240215_150910_8.jpg

IMG_20240215_150900_8.jpg

IMG_20240215_150856_2.jpg

IMG_20240215_150854_5.jpg

IMG_20240215_150828_2.jpg



এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আরো কিছু মাছের খাবার খাওয়ার মুহূর্তের ফটোগ্রাফি। আসলে মাছের খাবার যখন দেওয়া হয় তখন মাছ খেতে খেতে কোন সময় একদম ডাঙ্গায় চলে আসে। আবার গোল হয়ে খেতে খেতে মাঝখানের দিকে চলে যায়। অর্থাৎ মাছ খাবার খেতে খেতে একদিক থেকে আরেক দিকে গোল হয়ে ঘুরতে ঘুরতে চলে যায়। তবে এমন সুন্দর দৃশ্য গুলো দেখতে আমার খুবই ভালো লাগে। মাঝে মাঝে মন চায় যেন মাছের উপরে লাফ দিয়ে সব ধরে আনি। এমন মুহূর্তগুলো যারা উপভোগ করেছেন তারাই জানেন কতটা ভালো লাগার সময় এটা।


IMG_20240215_150826_7.jpg

IMG_20240215_150824_0.jpg

IMG_20240215_151138_5.jpg

IMG_20240215_151131_0.jpg

IMG_20240215_150945_6.jpg



ঠিক তেমনি এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ধরে আনা কিছু মাছের ফটোগ্রাফি। এগুলো সবই আমাদের পুকুরের মাছ ছিল। মাঝেমধ্যে জাল ফেলে মাছ ধরা হয় আর আমার দায়িত্ব থাকে খুঁটে এনে কুটতে থাকা। তবে নিজেদের পুকুরের টাটকা মাছ বলে কথা। আশা করি আমার এই সুন্দর সুন্দর মাছের ফটোগ্রাফি গুলো আপনাদের মন মুগ্ধ করেছে। তবে সব সময় চেষ্টা করবেন টাটকা মাছ খাওয়ার জন্য এগুলো শরীরের জন্য খুবই উপকার। তবে আলহামদুলিল্লাহ এখন বৃষ্টি হয়েছে আবারও অনেক অনেক মাছ হবে আশা করি।


IMG_20240309_144913_7.jpg

IMG_20240309_144936_8.jpg

IMG_20240309_144957_0.jpg



এখন আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের পানির মধ্যে চলন্ত বা ঘুরন্ত কিছু তেলাপিয়া মাছ। মাছের খাবার দেওয়ার সময় হলে খাবার ফেলার আগে মাছ এভাবে ঘুরতে ঘুরতে সামনে এসে উপস্থিত হয়। আবার এমনিতেই দেখা যায় এভাবে ঝাঁক বেঁধে উপরে ঘুরে বেড়ায় তেলাপিয়া মাছগুলো। মাছের এমন সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে খুবই ভালো লাগে। যখন একটু হালকা শীতল বাতাস হয় ওই মুহূর্তে পুকুর পাড়ে এসে এ জাতীয় দৃশ্য দেখার পাশাপাশি ক্যামেরা বন্দি করতে আমি খুবই পছন্দ করি। তাই চেষ্টা করলাম বিভিন্ন সময়ে মাছের খাবার দেয়ার মুহূর্ত বা মাছ ধরার মুহুর্তের বা মাছের চলাচলের মুহূর্তের ফটো শেয়ার করতে। আশা করি এই সমস্ত ফটো গুলো আপনাদের অনেক ভালো লেগেছে।


IMG_20231102_170846_8.jpg

IMG_20231102_170847_6.jpg

IMG_20231102_170846_0.jpg

IMG_20231102_170845_2.jpg


ধন্যবাদ সকলকে


পোস্ট এর বিবরণ


বিষয়মাছ
স্থানজুগীরগোফা
লোকেশনজুগীরগোফা,গাংনী-মেহেরপুর
মোবাইলInfinix Hot 11s
ক্রেডিট@jannatul01
ব্লগারআমার বাংলা ব্লগ কমিউনিটি
দেশবাংলাদেশ


আমার পরিচয়



আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeJJwaZsefPk1zN6fEAs7MdkdJfudjGmTTgEGoGzxsz4JfVM6eKjD5LC9K3xQyuVYFwkWACxsp.png

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

Sort:  
 3 months ago 

সবসময় ভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগে। আপনি আজকে মাছের ফটোগ্রাফি করেছেন। এর পাশাপাশি অন্য কোন কিছু ফটোগ্রাফি থাকলে আরো বেশ ভালো লাগতো। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার দেওয়ার জন্য।

 3 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে পুকুরের মধ্যে মাছ লাফালাফি করার মুহূর্তটা সুন্দর লাগে।

 3 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

আপনার বিভিন্ন সময়ের ধারণ করা মাছের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লেগেছে। যেখানে মাছের খাবার দেওয়ার মুহূর্তের সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন। এদিকে মাছ পুকুরে ঘুরে বেড়ানোর মুহূর্ত দেখতে পারলাম। আবার মাছ ধরার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন এই পোস্টে। সব মিলে কিন্তু বেশ দারুন ছিল।

 3 months ago 

অনেক অনেক ভালো লাগলো আপনার মন্তব্য দেখে।

 3 months ago 

ওয়াও, পুকুরের মাছগুলো দেখে কি যে দারুন লাগতেছে। আমি এইরকম মাছ দেখতে খুবই পছন্দ করি। তবে অনেক আগে একবার দেখেছিলাম। আপনার ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লেগেছে। তাছাড়া ঠিক বলেছেন টাটকা মাছ খাবার মজাই আলাদা। আপনাদের পুকুরের মাছ গুলো খুবই সুন্দর হয়েছে। নিশ্চয়ই এগুলো রান্না করলেও ভালো লাগবে।

 3 months ago 

খুব সুন্দর মন্তব্য করেছেন আপনি।

 3 months ago 

বেশ দারুন দারুন মাছের ফটোগ্রাফি আমাদের শেয়ার করেছেন দেখতে বেশ সুন্দর লাগছে। পুকুরের ভিতরে মাছগুলো যে সুন্দর করে ভেসে বেড়াচ্ছে দেখতে বেশ সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

হ্যাঁ ভাইয়া ভাসমান মাছগুলো দেখতে ভালো লাগছিল

 3 months ago 

জ্বি আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57393.77
ETH 2439.11
USDT 1.00
SBD 2.33