জেনারেল রাইটিং: ভালো হতে পয়সাও লাগে না, খারাপ হতে টাকা লাগে

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। সুমন ভাইয়ার একটি কথা সর্বদাই মনে লালন করি "যে যত সচেতন, সেই তত জ্ঞানী"। তারই ধারাবাহিকতা বজায় রেখে আপনাদের মাঝে সুন্দর একটি পোস্ট নিয়ে উপস্থিত হলাম। পোস্টের টাইটেল পড়ে বুঝে গেছেন কি বিষয়ে আলোচনা করব।


IMG-20240422-WA0002.jpg


ভালো মানুষ হতে পয়সাও লাগেনা,
খারাপ মানুষ হতে টাকা লাগে



ভালো মানুষ হতে পয়সাও লাগে না। কিন্তু খারাপ মানুষ হতে টাকা লাগে। কথাটা কতটা যুক্তিসংগত সকলের জানা নেই। হয়তো আমরা সকলেই একথা বিশ্বাস করি না। তবে আমি মনেপ্রাণে বিশ্বাস করি এই কথা। কে কতটা এই কথার মূল্যায়ন করে তা আমার জানা নেই। তবে আমি মনে প্রাণে মূল্যায়ন করে থাকি। প্রথমে ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুরু করি। যে সিগারেট খায় তাকে আমরা অনেকেই খারাপ দৃষ্টিতে দেখে থাকি। যে সিগারেট খায় না আমরা তাকে ভালো নজরে দেখে থাকি। যে মদ গাঁজা খায় তাকে আমরা ঘৃণা করি। যে মদ গাঁজা খায় না আমরা তাকে ভালো বলি। তাহলে বন্ধুরা এখানে লক্ষ্য করে দেখুন যারা সিগারেট মদ গাঁজা খায় তাদের কিন্তু শুধু পয়সা না টাকা খরচ হয়। অথচ তারা আমাদের সমাজে সকলের নজরে খারাপ বলে গণ্য হয়। হয়তো খারাপ হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে কিন্তু এক্ষেত্রে সেটা বড় বিষয় না। যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম। নেশাখোর ব্যক্তির জায়গায় যে নেশা করে না বা মদ গাঁজা সিগারেট খায় না তার কোন টাকা খরচ তো দূরে থাক সামান্য পয়সাও খরচ হয় না বরঞ্চ সমাজের দৃষ্টিতে সে ভালো পাত্র।


IMG-20240422-WA0004.jpg



আসুন এই বিষয়টা বিশ্লেষণ করতে করতে একটু গভীরে প্রবেশ করি। সমাজে অনেক মানুষ রয়েছে যারা পর উপকারী, মানুষের মাঝে দান খয়রাত করে থাকেন। তারাও কিন্তু একটি মুহূর্তে সামান্য ভুলের কারণে মানুষের দৃষ্টিতে খারাপ হয়ে যায়। দেখা যাচ্ছে লাখ লাখ টাকা খরচ করেছে নিজের পরিশ্রমের টাকা, সমাজে কিছু হত দরিদ্র মানুষের সহায়তা প্রদান করার জন্য এরপরেও কিন্তু খারাপ পাত্র হয়ে যায়। আর যারা সরকারি টাকা বা অন্যান্য টাকা মেরে খায়, মানুষের মাঝে বিলি করে, এক কথায় হারাম পথের টাকা মানুষের মাঝে খরচ করেও ভালো বলে গণ্য হয় না। ঠিক সেই জায়গায় লক্ষ্য করে দেখুন একজন হত দরিদ্র মানুষ দিন আই দিন খায় কারোর উপকারে টাকা খরচের সাধ্য নাই। বিশেষ প্রয়োজনে সমাজে এসে মানুষের একটু হাতের সহায়তা করে থাকে, তাকে কিন্তু অনেক মানুষ ভালো বলে থাকে। ঠিক এমনি ভাবে সম্বোধন করে "মানুষটা খুবই ভালো" প্রয়োজনে কাজে লাগে। তাহলে আমারা কি বুঝলাম ভালো মানুষ হতে কিন্তু পয়সাও লাগেনা কিন্তু খারাপ মানুষ হতে টাকা খরচ হয়।


IMG-20240422-WA0001.jpg



আসুন সুন্দর করে আরেকটু বোঝাই। আপনার টাকার গরম রয়েছে, আমার টাকার গরম নেই। আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন ধুমধাম করে। ৫০ জন বরযাত্রী খাওয়াচ্ছেন আর আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী ১০০ জন খাওয়ালেন। আপনার এই অনুষ্ঠানের মাংস একটু ঝাল বেশি ছিল বা লবণ বেশি ছিল, খাওয়া-দাওয়া শেষ করে আপনার আত্মীয়র মধ্যে কয়েকজন দুর্নাম রটানো শুরু করে দিবে, ঝাল বেশি হয়েছে লবণ বেশি হয়েছে অথচ আপনি কিন্তু মানুষকে খুশি করার জন্য অনেক টাকা খরচ করেছেন সেদিকে কারো সহায়তা নেই। কিন্তু আপনি যদি অল্প কিছু টাকা খরচ করে ১০ কুড়িজন মানুষকে খাওয়ানোর মধ্য দিয়ে কাজ সম্পন্ন করতেন, তাহলে এমন গীবত সৃষ্টি হতো না। এতে আপনার অত বেশি খরচ হতো না। তাহলে বন্ধুরা সমাজের মানুষের চোখে খারাপ হচ্ছেন নিজেও মন মেজাজ কথাবাত্রা খারাপ হচ্ছেন টাকা খরচের মধ্য দিয়ে। আর তার বিপরীত হলে মানুষের দৃষ্টিতে ভালো হচ্ছেন, নিজেও ভালো মানুষ রূপে নিজেকে প্রতিষ্ঠিত করছেন, সেখানে টাকা খরচ নেই। তাই আমাদের নিজেদের ভালো মানুষ রুপে গড়ে তুলতে হবে এটাই সব সময় নিজের মধ্যে লালন করতে হবে, তবে মানুষকে দেখিয়ে টাকার খরচ করে ভালো মানুষ হওয়া যায় না। টাকা সেখানেই খরচ করুন বুঝেশুনে খরচ করুন যেটা ভালো কাজে আসবে। আর প্রকৃতপক্ষে যারা ভালোমন্দ নির্ণয় করতে জানে তারাই আপনাকে ভালো বলবে। তাই সর্বদা আমাদের ভালো মানুষ হওয়ার চেষ্টা চালাতে হবে এতে আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার কোন ভয় থাকে না, থাকে না পরনিন্দা। জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা যদি ভালো মন্দের দিক নির্ণয় করি, তাহলে লক্ষ্য করা যায় মন্দের পেছনে বেশি টাকা খরচ হয়।


IMG-20240422-WA0003.jpg


ডিভাইসHuawei P30 Pro-40mp
লোকেশনগাংনী- মেহেরপুর
ক্রেডিট@jannatul01


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png

Sort:  
 3 months ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি পোষ্ট লিখে শেয়ার করেছেন। আসলে আমিও এটা বিশ্বাস করি মনে প্রাণে ভালো হতে কখনো টাকা পয়সা লাগে না। তবে আপনি যখনই খারাপ মানুষের সঙ্গ দিবেন তবে নিজেকে খারাপের দিকে কিছুটা হলেও সঙ্গ দিতে হয়। তবে খারাপ মানুষের সাথে চলাফেরা করতে হলে উঠাবসা করতে হলে আমি মনে করি টাকা পয়সার প্রয়োজন আছে। কেননা একজন নেশাখোর মানুষ এর সাথে থাকতে হলে আপনি একসময় নেশাখোর হতে পারেন এজন্য নেশার সকল জিনিসগুলো কেনার জন্য টাকার প্রয়োজন আছে তাই খারাপ মানুষ হতে পয়সা লাগে আমি মনে করি। অবার আমি মনে করি ভাল মানুষ হতে কোন পয়সা লাগে না।

 3 months ago 

আমার পোস্টটি পড়ে গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

হ্যাঁ ভালো হতে পয়সা লাগে না কারণ মানুষের টাকা পয়সা হয়ে গেলে অহংকারী হয়‌।সেই টাকার অপচয় করার জন্য বিভিন্ন নেশাদ্রব্য পান করে থাকে যেটা নিজেকে খারাপ দিকে নিপতিত করে ধ্বংসের পথে ঠেলে নিয়ে যায়। আপনি আজকের যে উদাহরণগুলো দিলেন বর্তমান যুগের সাথে সেই বাস্তবতা মিলে যায় । সেজন্য নিজের ভেতর থেকে ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার উপলব্ধি করতে হবে ভালো লাগলো।

 3 months ago 

হ্যাঁ ভাই ভালো হওয়ার জন্য আগে নিজের মনোবল ভালো করতে হবে।

 3 months ago 

একদম ঠিক বলেছেন আপু সমাজে এমন কিছু লোকই থাকে যারা সব সময় মানুষের দুর্নাম নিয়ে পড়ে থাকে। বেশ ভালো একটি বিষয় নিয়ে পোস্ট লিখেছেন। ভালো কাজে কোন পয়সা লাগে না কিন্তু খারাপ যে কোনো কাজে পদে পদে টাকা খরচ হয়। দিনশেষে আমাদের চেষ্টা করে যেতে হবে যাতে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মদের ভালো শিক্ষা দিতে পারি।

 2 months ago 

আমার পোস্ট আপনার ভালো লেগেছে যেন খুশি হয়েছি আপু

 2 months ago 

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে মানুষ পরিবর্তন হতে কোন সময় লাগে না৷ যেকোন সময় যেকোন মানুষ পরিবর্তিত হতে পারে এবং খারাপ পথে চলে যেতে পারে৷ আসলে আপনি একেবারে ঠিক বলেছেন৷ ভালো হতে পয়সা লাগে না আর খারাপ হতে টাকাই যথেষ্ট। কারণ এই টাকা যখন সে অতিরিক্ত পরিমাণে পেয়ে যায় এবং সে কোন ধরনের খারাপ কাজ করার চিন্তা-ভাবনা করে তখন তার মনের মধ্যে একটুও বাধা সৃষ্টি হয় না যে, এটি খারাপ কাজ৷ সে যা ইচ্ছে তাই করে ফেলে এবং সে থেকেই সে একেবারে খারাপ হয়ে যায়৷ এই খারাপ খাওয়ার পরে যখন সে টাকা না পায় তখন সে আরো খারাপ হয়ে যায়৷ ধন্যবাদ এই পোস্ট শেয়ার করার জন্য৷

 2 months ago 

হ্যাঁ আপনি ঠিক বলেছেন

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 58522.98
ETH 3089.61
USDT 1.00
SBD 2.41