"নদীর পাড়ের কাল্পনিক দৃশ্য "
আসসালামুআলাইকুম/আদাব
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জে অবস্থান করছি ।
আজকে আমি আপনাদের সামনে অন্য রকম কিছু নিয়ে হাজির হয়েছি।কয়েকদিন হলো একটানা বৃষ্টি হচ্ছে। যার কারনে বাইরে বের হওয়া যাচ্ছে না।বৃষ্টি হলে মনটা ভালো হয়ে যায়।তাই ভাবলাম রঙ,তুলি নিয়ে বসে পড়ি।আজকে আমি নদী,নৌকার দৃশ্য আঁকাব। চলেন তাহলে আমি দৃশ্যটি কিভাবে আঁকাই আপনাদের দেখাই।
প্রয়োজনীয় উপকরণ :
১. জল রং
২. পেন্সিল
৩. তুলি
৪.কাগজ
বিবরণ :
ধাপ -১
প্রথমে কাগজে পেন্সিল দিয়ে নৌকা আঁকালাম। নৌকার ২ পাশে নদীর পাড় আঁকাব।
ধাপ -২
তারপরে আকাশে রঙ করে নিলাম আকাশী কালার দিয়ে।নদীতে হলুদ রঙ দিলাম।
ধাপ-৩
নদীতে আকাশী রঙ করে নিলাম।সাথে লাল রঙ দিয়ে সুর্য আভার মতো দেখায়।
ধাপ-৪
এখন নৌকার রঙ করে নিলাম এবং নৌকার ছায়া পানিতে পড়েছে এমঅন আঁকাতে নীল রঙ দিয়ে ছায়া আঁকালাম।
ধাপ-৫
নদীর ২ পাড়ের রং করে নিলাম কালো এবং সাদা রঙ মিশিয়ে।
ধাপ-৬
নদীর ২ পাড়ে তালগাছ আঁকালাম।
ধাপ-৭
নদীর পাড়ের ওই পাশদিয়ে গাছ আছে এমন বুঝাতে আঁকালাম সবুজ এবং টিয়া রঙ দিয়ে।তালগাছের নিচে ছোটছোট ঘাস আঁকালাম। তালগাছের ছায়া পরেছে এমন আঁকালাম কালো রঙ দিয়ে।
শেষ ধাপ-
অবশেষে কালো রঙ দিয়ে নৌকার বর্ডার দিলাম।তালগাছের ছায়া আঁকাতে কালো রঙ দিয়ে সুন্দর করে আঁকালাম।এভাবে শেষ হয়ে গেল আমার দৃশ্য।আশা করি আপনাদের ভালো লাগবে।
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
---|---|
ধরণ | আর্ট পোস্ট 🖼️ |
মডেল | note-9 |
ক্যাপচার | @jannat0499 |
অবস্থান | সিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ। |
প্রথমেই বলব আপনার পেইন্টিং দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি।রং তুলির মাধ্যমে অসম্ভব সুন্দর নদীর পাড়ের কাল্পনিক দৃশ্য পেইন্টিং করেছেন।নিখুঁত হাতে এত সুন্দর একটি পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনি মুগ্ধ হয়েছেন শুনে অনেক ভালো লাগলো। আপনাকেও ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।
নদী পাড়ের খুবই সুন্দর একটা কাল্পনিক দৃশ্য অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। চিত্র অংকন করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর চিত্র অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো। আপনাকেও ধন্যবাদ।
নদীর পাড়ের কাল্পনিক দৃশ্য অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করেছেন, দেখে খুবি ভালো লেগেছে আমার।
ধন্যবাদ ভাইয়া।
বৃষ্টি হলে আকাশের মন ভারী থাকে কিন্তু আমার মনটাও ভালো হয়ে যায়। নদীর পাড়ের সৌন্দর্যের চমৎকার একটা দৃশ্য আর্ট করেছেন আপু। দেখে মনে হচ্ছে বাংলার কোন গ্রামের নদীর ঘাটের দৃশ্য। আপনি খুব ভালো আর্ট করেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার আর্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর মন্তব্য করার জন্য।
খুবই সুন্দর একটি নদীর পাড়ে দৃশ্য আর্ট করেছেন আপনি। আপনার আর্ট দুর্দান্ত হয়েছে। আপনার আজকের এই আর্ট টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর্ট করার প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।
বৃষ্টি হলে কমবেশি সবার মন ভালো হয়ে যায়। আজকে আপনি নদীর পাড়ের খুব চমৎকার কাল্পনিক দৃশ্য পেইন্টিং করেছেন। সত্যি বলতে আপনার পেইন্টিং দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এ ধরনের পেইন্টিং গুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলেও দেখতে বেশ ভালো লাগে। ধৈর্য ধরে চমৎকার একটি পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
ধন্যবাদ ভাইয়া।
অসম্ভব সুন্দর পেইন্টিং করেছেন। জল রঙের কাজ আমার ব্যক্তিগত ভাবে দারুণ লাগে৷ সন্ধের আকাশের শেডটাও চমৎকার হয়েছে। আর পাড়টাও। তীরে একটা নারকেল গাছ এঁকেছেন সন্ধের কারণে কালো রঙ দিয়েছেন। সঠিক চয়েস রঙের৷ সব মিলিয়ে এক কথায় চমৎকার।
নদীর পাড়ের বেশ সুন্দর একটি দৃশ্য পেইন্টিং করেছেন আপু। এত সুন্দর ভাবে পেইন্টিংটি উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
বাহ্! একেবারে চোখ ধাঁধানো একটি পেইন্টিং শেয়ার করেছেন,যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে নৌকাটি দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। তাছাড়া কালার কম্বিনেশনটা একেবারে পারফেক্ট হয়েছে। সবমিলিয়ে বেশ ভালো লাগলো পেইন্টিংটা দেখে। যাইহোক এতো চমৎকার একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।