DIY-"গোলাপ ফুলের তোড়া বানাই"

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামুআলাইকুম/আদাব

প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @jannat0499
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জে অবস্থান করছি ।

IMG_20241009_081822.jpg

ফুল সুন্দর্যের চিহ্ন বহন করে।আমরা প্রত্যেকেই প্রায় ফুল পছন্দ করি।ফুল ভালোবাসে না এমন মানুষ এখন পাওয়া প্রায় বিরল।ফুল দিয়ে আমরা অনেক কিছু প্রকাশ করি।সেটা যদি হয় গোলাপ তাহলে তো কোন কথায় নেই।গোলাপ আমাদের ফুলের রাণী। লাল গোলাপ দিয়ে আমারা ভালোবাসা প্রকাশ করি।হলুদ দিয়ে বন্ধুত্ব প্রকাশ করি।আর সাদা হলো শুভ্রতার প্রতীক।আজকে কি পোস্ট করব ভেবে পাচ্ছিলাম না। অনেক ভাবার পর মাথায় আসলো ফুলের তোড়া বানানো যাক।অনেক কবি যেমন, রফিক আজাদ আর প্রমথ চৌধুরী গোলাপ নিয়ে কবিতা লিখেছেন।আরও অনেকেই কবিতা লিখেছেন এই ফুল কে নিয়ে।আমারা সাধারণত লাল গোলাপ বেশি পছন্দ করি।তাই ভাবলাম লাল গোলাপের তোড়া বানাই।এভাবে বানিয়ে প্রিয় মানুষকে উপহার দিলে, প্রিয় মানুষটি খুশি হয়ে যাবে।গাছের গোলাপ সহজেই নষ্ট হয়ে যায়।কিন্তু এভাবে নিজ হাতে বানিয়ে দিলে সারাজীবন থেকে যাবে।আর নিজ হাতে বানানো গিফট এর মধ্যে রয়েছে আলাদা সৌন্দর্য, ভালোবাসা,আর দক্ষতা। আর কথা না বলে চলুন কিভাবে আমি এটা বানিয়েছি আপনাদের দেখাই।

IMG_20241009_075755.jpg

প্রয়োজনীয় উপকরণ :

১. আঠা
২. সবুজ রঙ
৩. পেপার
৪.সাদা কাগজ
৫.লাল কাগজ
৬.কাঁচি

বিবরণ :

ধাপ -১

IMG_20241009_075406.jpg

প্রথমে লাল কাগজটা সমান ৪ ভাগ করে নিব।ভাগগুলোর মাঝে আবার কোণ বরাবর ভাজ করে নিব।

ধাপ -২

IMG_20241009_075446.jpg

ভাজগুলোর মাঝে আবার ২ ভাজ দিয়ে নিব।এখন গোল করে ফুলের পাপড়ি মতো করে কেটে নিব।এখন ভাজ খুললেই ফুলের মতো হয়ে যাবে।

ধাপ-৩

IMG_20241009_075514.jpg

এখন পাপড়িগুলো আসল বুঝাতে ফুলের পাপড়ি গুলো একটু বাঁকা করে নিব কলম দিয়ে। এবার কলি বানানোর পালা। একটা ফুল নিয়ে সুন্দর করে পাপড়িগুলো একসাথে লাগিয়ে কলির মত বানিয়ে নেব।

ধাপ-৪

IMG_20241009_075536.jpg

কলিটা ফুলের উপর বসিয়ে নিব। এভাবে একটার উপর আরেকটা বসিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিলেই গোলাপ ফুল হয়ে যাবে।

ধাপ-৫

IMG_20241009_075624.jpg

এভাবে আস্তে আস্তে সবগুলো ফুল করে নেব। এবার ডাল বানানোর পালা। ডাল বানানোর জন্য সাদা কাগজ নিয়ে পেঁচিয়ে লম্বা লম্বা কয়েকটা কাঠি বানিয়ে নেব।

ধাপ-৬

IMG_20241009_075656.jpg

এবার কাঠিগুলোকে সবুজ রং করে নিব। ফুলগুলোর সাথে লাগিয়ে দেবো। এমন ভাবে লাগাবো যেন আসল গোলাপ ফুলের মত লাগে।

ধাপ-৭

IMG_20241009_075831.jpg

এখন একটা পেপার নিয়ে এক সাইট গোল করে কেটে নেব। তিনটা ভাজ দিয়ে নেব।

ধাপ-৮

IMG_20241009_075956.jpg

ফুলগুলো পেপারের ভিতরে দিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিব।

শেষ ধাপ-

IMG_20241009_080039.jpg

IMG_20241009_080240.jpg

এখন আর একটা ছোট পেপার নিয়ে,তিনটা ভাজ দিয়ে ফুলের তোড়ার সামনের অংশে আঠা দিয়ে লাগিয়ে দিব। একটা সুন্দর দড়ি দিয়ে তোড়া টা বেঁধে দিব। তৈরি হয়ে গেল সুন্দর একটা গোলাপ ফুলের তোড়া। এটা বানানোর পর আমার মন অনেক আনন্দে ভরে ওঠে। কারণ এটা একদম বাস্তব ফুলের তোড়ার মতোই লাগছিল। আসলে নিজে যখন কোন কিছু উদ্ভাবন করি তখন সেই উদ্ভাবনটা নিজের কাছে অনেক আনন্দের, গর্বের।
আজ এখানেই শেষ করছি। আবার আপনাদের সামনে নতুন কোন কিছু নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

banner-abbVD-1.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi note 9
ধরণডাই পোস্ট ✨
মডেলnote-9
ক্যাপচার@jannat0499
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztsmhqXECFWhnYScssX21XdqSgM3oVAxxx35K4bsUQXRKwwCsw9GRePhwFW6wnPkumnwFzjxJ7cZ8QEN9.gif

আমার পরিচয়

IMG_20211011_092535.jpg
আমি মোছা: জান্নাতুল ফেরদৌস। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার সদরে বসবাস করি। আমি একজন সৃজনশীল মানুষ ।ছবি আঁকতে, নতুন কিছু বানাতে আর সময় পেলে ঘোরাফেরা করতে আমি খুবই ভালোবাসি।সুযোগ পেলেই পরিবার নিয়ে ঘুরতে বের হই।ভ্রমণ করার পাশাপাশি আমি বাগান করতে খুব ভালোবাসি।অবসর সময়ে আমি রঙ তুলি নিয়ে বসে যাই নতুন উদ্ভাবনায়।বই পড়তে আমার খুবই ভালো লাগে বিশেষ করে উপন্যাস।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাইআমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।🌼💖🌼
Sort:  
 11 months ago 

এই ধরনের ফুলের তোড়া গুলো তৈরি করার জন্য প্রচুর ধৈর্য লাগে। ধৈর্য নিয়ে এরকম সুন্দর ফুলের তোড়া তৈরি করতে হয়। আর ফুল তৈরি করার পর এই ধরনের ফুলের তোড়া গুলো তৈরি করার জন্য অনেক সময়ও লেগে যায়। বিশেষ করে তৈরি করার পর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরাটা একটু বেশি মুশকিল। কারণ ভালোভাবে বলে বোঝানো যায় না। তবুও সুন্দর করে শেয়ার করলেন দেখে ভালো লাগলো।

 11 months ago 

জ্বী ভাইয়া একদম ঠিক বলেছেন। আপনার গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ।

 11 months ago 

বাহ্! আপনার ক্রিয়েটিভিটি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। আপনি আর্ট যেমন ভালো করেন,তেমনি ডাই পোস্ট দারুণভাবে তৈরি করতে পারেন। সত্যি বলতে হঠাৎ করে দেখে মনে হয়েছিল সত্যিকারের লাল গোলাপ ফুলের তোড়া। আপনার দক্ষতার প্রশংসা করতেই হয়। যাইহোক এতো সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

জি ভাইয়া আমি ভালো কিছু করার চেষ্টা করি সব সময়। ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

আপু আপনি খুব সুন্দর ভাবে গোলাপ ফুলের তোড়া বানিয়েছেন। গোলাপ ফুল গুলো দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। তবে তোরা তৈরিতে খবরের কাগজ না ব্যবহার করে রঙিন পেপার ব্যবহার করলে আরো বেশি ভালো হতো। এরকম সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 11 months ago 

ঠিক আছে আপু আমি রঙিন কাগজে চেষ্টা করবো পরবর্তীতে। ধন্যবাদ আপু।

 11 months ago 

আপনি কিন্তু চমৎকার ডায়ে পোস্ট নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যেখানে আপনার তোড়া তৈরি করাটা চির চমৎকার। গোলাপ ফুল গুলো অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন। আসলে মাঝেমধ্যে এমন ক্রিয়েটিভিটি গুলো দেখলে খুব ভালো লাগে।

 11 months ago 

ধন্যবাদ আপু।

 11 months ago 

গোলাপ ফুলের তোড়া বানানোর প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। একই সাথে প্রত্যেকটি ধাপের বিবরণ গুলো পড়ে বেশ ভালো লেগেছে আমার। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

আপনি অনেক সময় নিয়ে এবং ধৈর্য সহকারে সুন্দর একটি গোলাপ ফুলের তোড়া তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে আপনার প্রথমে তোড়াটি দেখে মনে হচ্ছিল এটা বাস্তব ফুল দিয়ে তৈরি করেছিলেন। তাছাড়া তোরাটির কালার কম্বিনেশনটা ছিল অনেক সুন্দর দেখার মত। সবশেষে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে অনেক সুন্দর একটি গোলাপ ফুলের তোড়া তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 11 months ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য।

 11 months ago 

আপনার তৈরি করা গোলাপ ফুলের তোড়া অনেক সুন্দর হয়েছে। এরকম ফুলের তোড়া গুলো নিজের হাতে তৈরি করে প্রিয় মানুষকে উপহার দিলে তো অনেক খুশি হয়ে যাবে। লাল কালারের গোলাপ ফুল তৈরি করেছেন আপনি নিজের হাতে এটা দেখে অনেক ভালো লাগলো। আর সেই গোলাপ ফুলেরই তোড়া তৈরি করে নিলেন অনেক সুন্দর করে। পুরোটা আমার সত্যি খুব পছন্দ হয়েছে।

 11 months ago 

আপু আপনাকেও ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 110448.16
ETH 4414.59
USDT 1.00
SBD 0.83