জেনারেল রাইটিং:-সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপাত হয়।

in আমার বাংলা ব্লগ6 months ago (edited)

Black Modern Minimalist Reminder Instagram Post_20240415_200414_0000.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি পোস্ট শেয়ার করব। আজকে আমার পোস্টটি হচ্ছে সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপাত হয়। আসলে পৃথিবীতে মানুষ বিভিন্ন ধরনের আছে। তার মধ্যে কিছু হচ্ছে সৎ লোক। আর কিছু হচ্ছে অসৎ লোক। মূলত আমরা এই দুই ধরনের লোককে চিনি। ভালো হলে এবং ভালো কর্ম হলে আমরা লোকগুলোকে সৎ বলি। আর যেই লোক গুলো পদে পদে মানুষকে ঠকাই এবং মানুষের সাথে চিটিং বাজী করে এই লোকগুলোকে আমরা অসৎ লোক বলে থাকি।

আর সৎ লোকগুলো এমনিতে বিপদে বেশি পড়ে। আপনি দেখবেন সৎ লোক যতবার বিপদে পড়ে ততবার তারা ঘুরে দাঁড়ায়। আর সৎ লোকের মনোবল থাকে বেশি। তারা বিপদের সাতবার পড়লে ও উঠে দাঁড়ায়। আর সৎ লোক কখনো একদম ভেঙ্গে পড়েনা। তারা চেষ্টা করে ঘুরে দাঁড়ানোর জন্য। এবং তারা কখনো হাল ছেড়ে দেয় না সৎ লোকগুলো। আর এই লোকগুলোকে অসৎ লোক সব সময় বিপদে ফেলতে চেষ্টা করে। এবং সৎ লোক যতবার বিপদে পড়ে ততই তারা আবার উঠতে চেষ্টা করে।

আর অসৎ লোক যারা তারা একবার বিপদে পড়লে নিপাত হয়ে যায়। কারণ অসৎ লোকের মুখের আওয়াজ থাকে বড়। আর ভিতরে মনোবল থাকে একদম ছোট। আর অসৎ লোক গুলো সব সময় সৎ লোক সাজার চেষ্টা করে। আর অসৎ লোক গুলোর মনোবল নেই বললেই চলে। আর এই লোকগুলো মানুষের ক্ষতি করার জন্য বেশি চেষ্টা করে। আর এই লোকগুলোর অন্তর নাই এমন ভাবে বোঝা যায় তাদের আচার ব্যবহার দেখলে। এই লোকগুলো যখন বিপদে পড়ে আর ঘুরে দাঁড়াতে পারে না।

অসৎ লোক কারো বন্ধু নয়। অসৎ লোক হচ্ছে সবার শত্রু। আর অসৎ লোক কোন সময় আপন পর সবাইকে বিপদে ফেলে। এই লোকগুলো চিন্তাভাবনা থাকে মানুষের ক্ষতি করার দিকে। তাই পুরো মানুষকে বিপদে ফেলতে গিয়ে নিজেই বিপদে পড়ে যায়। এবং বিপদে পড়লে তারা ঘুরে দাঁড়াতে আর পারে না। আর অসৎ লোক গুলো এক সময় না একসময় মানুষের চোখে খারাপ চিহ্নিত হয়ে যায়। তাই অসৎ লোক নিজের জন্য বিপদ। আর অসৎ লোক থেকে দূরে থাকাই উত্তম সবার জন্য।

আর সৎ লোক হচ্ছে মানুষের জন্য অনুপ্রেরণা। সব লোককে সবাই পছন্দ করে। যদিও সৎ লোক যতবার বিপদে পড়ে ততবার ঘুরে দাঁড়াতে চেষ্টা করে। অনেকে বলে সৎ লোক সাতবার বিপদে পড়ল উঠে দাঁড়ায়। আর অসৎ লোক একবার যদি পড়ে তাহলে নিপাত হয়ে যায়। তাই সৎ এবং অসৎ লোক গুলো চিনে রাখা ভালো। সৎ লোক নিজের জন্য এবং সমাজের জন্য মঙ্গল। আর অসৎ লোক কোন লোকের জন্য ভালো নয়। তাই সৎ লোক বিপদে পড়লে ও ঘুরে দাঁড়ায়। আশা করে আমার আজকে টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 6 months ago 

অসৎ লোকের আওয়াজ থাকে বড়। ভিতরে মনবল থাকে কম। এটা একদম ঠিক কথা সৎ লোক যত বিপদে পড়ে ততই তারা আবার সেই ভুলটা শুধরে ওঠার চেষ্টা করে।আমি খেয়াল করে দেখছি অনেক অসৎ লোক একবার যদি ভেঙ্গে পড়ে তাহলে তারা আর ঘুরে উঠতে পারে না। অসৎ লোককে সবার শত্রু। এরা সবার ক্ষতি করতে চায় ভালো মানুষের মুখোশ নিয়ে । অনেক সুন্দর আলোচনা করেছেন।

Posted using SteemPro Mobile

 6 months ago 

হ্যাঁ অসৎ লোক একবারে ভেঙে পড়ে। সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 6 months ago 

আসলে ভাইয়া সৎ লোকের তুলনা হয় না। সৎ লোক বিপদে পড়লেও আবার উঠে দাঁড়াতে পারে কিন্তু অসৎ লোক তা পারে না। আপনি আমাদের সমাজ বাস্তব চিত্র তুলে ধরেছেন। সত্যি বাস্তবতা বড়ই কঠিন। ধন্যবাদ ভাইয়া সুন্দর লিখেছেন।

 6 months ago 

এটি একদম ঠিক বলেছেন সৎ লোকের তুলনা হয় না। আপনার চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

অনেক সুন্দর একটি টপিকস নিয়ে চমৎকার একটি পোস্ট লিখে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্টের লেখাগুলো পড়ে আমার অনেক অনেক ভালো লেগেছে। আসলে সৎ লোকের সাথে সবসময় সৃষ্টিকর্তার একটি বিশেষ রহমত থাকে। যার পরিপ্রেক্ষিতে সৎ লোক বিপদে পড়লেও সৃষ্টিকর্তার সাহায্যে সে বিপদ মুক্ত হয়।

Posted using SteemPro Mobile

 6 months ago 

তবে সৎ লোকের জয় সব সময় থাকে। সুন্দর মন্তব্য করে সাপোর্ট করার জন্য ধন্যবাদ।

 6 months ago 

পৃথিবীতে যারা সৎ মানুষ তাদের বিপদ বেশি থাকলেও এ বিপদ থেকে তারা সহজে উদ্ধার হতে পারে। আর অসৎ মানুষ গুলো বিপদে কম পড়ে কিন্তু যদি পড়ে তাহলে ধ্বংস হয়ে যায়। সৎ মানুষ গুলো সব সময় সত্যের পথে থাকে। আর সত্যের পথে থাকলে মানুষ মানুষকে ভালোবাসে। আর মানুষ মানুষকে ভালোবাসলে সে মানুষকে আল্লাহ ভালবাসে। আর এই কারণে আল্লাহ তাকে সাহায্য করে। আর অসৎ মানুষ গুলোকে মানুষের ঘৃণা করে, আল্লাহ অপছন্দ করে। আপনি সুন্দর লিখেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

 6 months ago 

সৎ লোকের বিপদ হলে তারা সহজে উদ্ধার হতে পারে। আর অসৎ লোক সেটি পারেনা। অনেক সুন্দর মন্তব্য করেছেন।

 6 months ago 

নৃপাত নাকি নিপাত?

 6 months ago 

নিপাত হবে আপু। লেখাটা ভুল হয়ে গেছে। আমি ঠিক করে নিয়েছি। বিষয়টা বলার জন্য ধন্যবাদ। এরপর থেকে ভালোভাবে দেখে পোস্ট করবো।

 6 months ago 

আসলে সৎ মানুষরা অনেক বেশি পরিমাণে বিপদে পড়ে এবং প্রতিনিয়ত তারা বিপদের সম্মুখীন হতে হয়। এভাবে বিপদের সম্মুখীন হতে হতে তারা একটা সময় অনেক শক্ত হয়ে যায়৷ তারা বিপদের সম্মুখীন করতে করতে বিপদের সাথে যেন তাদের সম্পর্ক হয়ে যায়। তবে অসৎ মানুষ তেমন একটা বিপদে পড়েনা এবং তারা যদি একবার বিপদে পড়ে তাহলে তাদের জীবনটা একেবারে শেষ হয়ে যায়৷ কারণ তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অসত কাজ করে যাচ্ছে৷ তারা যদি একবার বিপদে পড়ে তাহলে তাদের সবকিছুই বের হয়ে আসে৷ ধন্যবাদ এরকম সুন্দর পোস্ট শেয়ার করার জন্য৷

 6 months ago 

বাহ্! দারুণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন ভাই। সৃষ্টিকর্তা সৎ মানুষদেরকে পরীক্ষা করার জন্য বারবার বিপদে ফেলেন এবং তিনিই আবার বিপদ থেকে রক্ষা করেন। তাই সৎ মানুষ বারবার বিপদে পরলেও,বিপদ থেকে রক্ষা পায়। কিন্তু অসৎ মানুষ একবার বিপদে পরলেই, সেই বিপদ থেকে রক্ষা পায় না। চোখের সামনে এমন অসংখ্য ঘটনা দেখেছি। তাই যেকোনো পরিস্থিতিতে আমাদেরকে সবসময় সৎ পথে চলতে হবে। তাহলে সেটা আমাদের জন্যই ভালো হবে ইহকাল এবং পরকালে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 64866.50
ETH 2555.14
USDT 1.00
SBD 2.65