ভর্তা খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি মজার রসুন ভর্তা রেসিপি করেছেন। আর রসুন ভর্তা খাওয়ার মজাই আলাদা। এ ধরনের ভর্তা দিয়ে গরম ভাত এবং পান্তা ভাত খেতে বেশ মজা লাগে। খুব সুন্দর করে রসুন ভর্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন শুধু থেকে শেষ পর্যন্ত।
পান্তা ভাত দিয়ে রসুন ভর্তা কখনো খাওয়া হয় নি তাই কেমন লাগবে জানা নেই।ধন্যবাদ আপনাকে।