কাগজের অরিগ্যামি গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি দুই রকমের কাগজ দিয়ে খুব সুন্দর স্টার বানিয়েছেন। তবে আপনার বানানো স্টার অসাধারণ হয়েছে। এবং এই স্টার ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগবে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত কাগজের স্টার তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
এ ধরনের অরিগ্যামি বানানোর কাজ আমার বেশ ভালো লাগে। তাই চেস্টা করি প্রতি সপ্তাহে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করতে। ধন্যবাদ ভাইয়া।