"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫০ || যেমন খুশি তেমন সাজো | বাঘের সাজ।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি শেয়ার করতে আসলাম আপনাদের মাঝে এবারের প্রতিযোগিতার বিষয়। আর আমাদের মাঝে এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। এই প্রতিযোগিতা টা আমাদেরকে আমাদের কয়েক বছর আগের স্কুলের স্মৃতি মনে করিয়ে দিয়েছে। এখনো অনেক স্কুলে এই প্রতিযোগিতার আয়োজন করতে দেখা গেছে। আসলে ছোট হলে যেকোনো কিছুই সাজতে খুবই ভালো লাগে।
এবারের প্রতিযোগিতা দেওয়ার সাথে সাথে আমি ভেবেছি জয়েন করব। কারণ বিষয়টা আমার কাছে খুবই মজার লেগেছে। তাছাড়া দেখলাম অনেকে খুব সুন্দর সুন্দর বিষয়গুলো শেয়ার করেছে। এমনকি প্রত্যেকের আইডিয়াগুলো দারুন লেগেছে। আসলে আমি কি করবো এটাই খুঁজে পাচ্ছিলাম না। আর কি করবো এটা খুঁজতে খুঁজতে অনেক সময় লেগে গেল। তাছাড়া কাকে সাজাবো এটাও খুঁজে পাচ্ছিলাম না। পরবর্তীতে কাউকে না পেয়ে ভাবলাম নিজেই সাজবো। কিন্তু নিজের সাজার সিদ্ধান্ত নিলেও কি সাজবো সেটাই খুজে পাচ্ছিলাম না।
এজন্য পরবর্তীতে অনেক খুঁজে বাঘের প্রতি ছবি আঁকার সিদ্ধান্ত নিলাম। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার পর আবার ভাবতে শুরু করলাম এটা আমি একা একা কিভাবে করব। তখন আমার স্ত্রী বলল সে আমাকে এটা তৈরি করতে সাহায্য করবে। এমনকি আমার পুরো কনসেপ্ট তৈরি করতে ও আমাকে সাহায্য করেছে। আসলে বাঘের মুখটা আমার মুখে আঁকার পর আমি যেন নিজেকে চিনতে পারছিলাম না। এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার ছিল। আমি চেষ্টা করি প্রত্যেকটা কাজ নিজে চেষ্টা করার। তাই জন্য নিজের মনের মত করে এই সাজটা সাজলাম। সত্যি বলতে আমার কাছে ভীষণ ভালোই লেগেছিল নতুন একটা অভিজ্ঞতা নিতে পেরে। আর আমি মনে করি শুধুমাত্র আমার বাংলা ব্লগের জন্য এরকম একটা অভিজ্ঞতা নিতে পেরেছি। আশা করবো আমার কনসেপ্ট আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• জল রং
• তুলি
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি আমার চোখের উপরে সাদা আর সবুজ রং দিয়ে দুটি চোখ রং করে নিলাম।
ধাপ - ২ :
এরপর মুখের দুপাশে এবং গালের আরো কিছু অংশের মধ্যে সাদা রং দিয়ে করে নিলাম।
ধাপ - ৩ :
এভাবে মুখের কিছু অংশের মধ্যে সাদা রং দিয়ে সুন্দর করে রং করে নিলাম।
ধাপ - ৪ :
এরপর কপালের উপরের অংশে হলুদ এবং কমলা কালার রং দিয়ে কিছু অংশ রং করে নিলাম।
ধাপ - ৫ :
এরপর মুখের নিচের অংশের খালি জায়গাগুলোর মধ্যেও আরো কিছু হলুদ এবং কমলা কালার রং দিয়ে রং করে নিলাম।
ধাপ - ৬ :
এরপর নাকের উপরে হালকা গোলাপি এবং ঠোঁটের মধ্যে কালো রং দিয়ে কিছুটা রং করে নিয়ে নিলাম। অ
ধাপ - ৭ :
এরপর চোখের উপরের অংশে সাদা রং গুলোর মধ্যে কালো রং দিয়ে কিছু দাগ টেনে নিলাম।
ধাপ - ৮ :
এরপর গলার এবং হাতের উপরের অংশে সাদা এবং কমলা কালার রং দিয়ে করে নিলাম।
ধাপ - ৯ :
তারপর গলার দুপাশে আরো কিছু কালো রং দিয়ে রং করে নিলাম।
শেষ ধাপ :
এভাবে মুখের মধ্যে একটি বাঘের প্রতিচ্ছবি তৈরি করে নিলাম। আশা করি আমার মুখের মধ্যে আঁকা বাঘের ছবি আপনাদের অনেক ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://twitter.com/Jamal7183151345/status/1739970951947903234?t=jhxQoTDHYjJrp2BykvHSMg&s=19
প্রথমে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনি এই কনটেস্টে অংশগ্রহণ করেছেন একদম বাঘের সাজ নিয়ে। আপনার এই সাজটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে যেখানে খুব সুন্দর ভাবে ডোরাকাটা আকৃতির রূপ ধারণ করার চেষ্টা করেছেন।
আপনি খুব সুন্দর করে আমার বাঘের সাজ নিয়ে সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
ভাই আমি আপনার সাজ দেখে অবাক হয়ে গেলাম। আপনার সাথে এই সাজটি বেশ মানিয়েছে। পুরাই আগুন ধরিয়ে দিয়েছেন ভাই। আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আপনার জন্য শুভকামনা রইল ভাই।
অসাধারণ মন্তব্য করেছেন ভাইয়া। দোয়া করবেন যেন সামনে আরো ভালো কিছু করতে পারি।
আসলে আমার বাংলা ব্লগকে অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। নাহলে আপনাকে এই অবস্থায় কখনো দেখতে পেতাম না। সত্যি দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দরভাবে আপনি বাঘ সেজেছেন। মনে হচ্ছে সত্যিকারে বাঘ। ভাই আপনাকে এভাবে দেখতে পাবো কখনোই কল্পনা করিনি।অসাধারণ হয়েছে।
আমি চেষ্টা করেছি সত্যিকারের বাঘের মত সাজতে। যাই হোক আপনার কাছে ভালো লাগছে শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
প্রথমেই কনটেস্ট -৫০ এর জন্য শুভকামনা জানাই আপনাকে ভাইয়া।বাঘের সাজটি জাস্ট ইউনিক লাগছে দেখতে।আপনার আইডিয়ার প্রশংসা করতে হয়।যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় নিজের প্রতিভা ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো খুব সুন্দর করে। প্রশংসা মূলক মন্তব্য করার ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আমি প্রথমে দেখে তো অবাক হয়ে গিয়েছি। আপনাকে দেখতে একবারে সত্যিকারের বাঘের মত লাগছে। আপনার আইডিয়াটি দারুন ছিল। আপনার আইডিয়া টি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার সাজটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার আইডিয়া দেখে আপনি মুগ্ধ হয়ে গেলেন শুনে সত্যি অনেক ভালো লাগলো। অসাধারণ মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
বাহ ভাইয়া দারুন একটি বিষয় নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ।দেখেই ভাল লাগল। তবে হাসি দেওয়া বাঘের ছবিটি দেখে তো আমি ভয় পেয়েছি। আবার কোন কোনটায় জিহ্বা বের করে আছেন। সত্যি দারুন হয়েছে আপনার বাঘের সাজ। ধন্যবাদ আপনাকে।
আমি চেষ্টা করেছি বাঘের মত করে সাজতে। তবে ভয় পাওয়ার কিছু নেই আপু। আপনার চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
ভাইয়ের প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুবই সুন্দর একটি কনসেপ্ট বেছে নিয়েছেন। আপনার এই আইডিয়াটা কিন্তু খুবই চমৎকার ছিল। সম্পূর্ণ সাজার পর আপনি যেমন নিজেকে চিনতে পারেননি ঠিক তেমনি আমরাও আপনাকে দেখে চিনতে পারিনি। আপনাকে দেখে কিন্তু একদম সত্যিকারের বাঘের মতোই দেখাচ্ছে। চোখ দুটো দারুণ হয়েছে। আপু আপনাকে এই সাজে হেল্প করেছে জেনে খুশি হলাম। এই ধরনের সাজ কখনোই একা করা সম্ভব নয়। আপনার এই সাজ আমার কাছে অনেক ইউনিক ও খুব সুন্দর লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।
আসলে আমি সম্পূর্ণ বাঘের মত সাজার চেষ্টা করেছি। চোখগুলো চেষ্টা করেছি বিভিন্ন রকম করে বাঘের মতো করতে। আর আপনাদের আপু অনেক হেল্প করেছে। সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
বাঘের সাজ দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি বাঘের হাসিটা কিন্তু দারুন হয়েছে ভাইয়া। সত্যি ভাইয়া খুব সুন্দর করে আপনি সেজেছেন। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আমার বাঘের সাজ আপনার কাছে ভীষণ ভালো লেগেছে শুনে সত্যি অনেক খুশি হলাম। আশা করি সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অভিনন্দন জানাই আপনাকে। আপনি চমৎকার ভাবে বাঘ সেজেছেন ভাইয়া।খুবই ভালো লাগলো।সত্যিকারের বাঘের মতোই দেখাচ্ছে আপনাকে।আপনার জন্য রইলো অনেক অভিনন্দন।
আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো। আমি চেষ্টা করেছি বাঘের মতো করে সাজতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।