"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৪ || আমার করা প্রাকৃতিক দৃশ্য অংকন।

in আমার বাংলা ব্লগ11 months ago

1695209283064.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে চলে এসেছি আপনাদের মাঝে আমাদের এ সপ্তাহের চলাকালীন প্রতিযোগিতায় জয়েন করতে। আসলে যখন থেকে আমি আমার বাংলা ব্লগে এসেছি, তখন থেকেই আমি প্রত্যেকটা প্রতিযোগিতায় জয়েন করার চেষ্টা করি। তাছাড়া আমি এখন সব ধরনের কাজ করার চেষ্টা করি। আসলে আমরা যদি কোন কাজ চেষ্টা না করি তাহলে কিন্তু সেটা কখনোই পারবো না ‌। দেখা গেছে আমরা কোন কাজ চেষ্টা করলেই সেটা করা সম্ভব হয়। তেমনি এবার আর প্রতিযোগিতার বিষয়টা দেখেও আমার কাছে ভীষণ ভালো লাগলো। আমার বাংলা ব্লগে আসার পর থেকে কম বেশি আর্ট করতে শিখেছি। তবে আমার আর্ট শেখার পেছনে আমার স্ত্রী খুবই সাহায্য করেছে। তাই জন্য প্রতিযোগিতা দেখামাত্রই আমি ঠিক করেছি জয়েন করব। সে অনুসারে আমি একটি দৃশ্য আঁকার চেষ্টা করলাম। আসলে এই ধরনের প্রাকৃতিক দৃশ্যগুলো আঁকা খুবই কঠিন। কিন্তু তারপরেও আমি চেষ্টা করেছি। তবে এই দৃশ্যটা আঁকতেও আমার স্ত্রী আমাকে খুবই সাহায্য করেছে। সেজন্য হয়তো বা পুরো দৃশ্যটা আঁকা সম্পূর্ণ করতে পেরেছি। আসলে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে আমি ছবিটা এঁকেছি। তবে সত্যি বলতে অন্যরকম একটা অনুভূতি হয়েছে আজকে। আমার বাংলা ব্লগ প্রতিযোগিতার জন্য সব সময় বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়। এজন্য আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে আমার করা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং।

1695209282998.jpg

প্রয়োজনীয় উপকরণ

• আঁকার খাতা
• জল রং
• ব্রাশ
• কলম
• মার্কার কলম
• পেন্সিল
• স্কেল

IMG_20211214_130850_mfnr.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। এরপর সেই আঁকার খাতার মধ্যে পেন্সিল দিয়ে ধীরে ধীরে একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট করে নিলাম।

IMG_20230920_173041.jpg

IMG_20230915_203931.jpg

ধাপ - ২ :

এরপর প্রথমে নীল রং এবং সাদা রং দিয়ে উপরে চারপাশের আকাশের মতো করে রং করে নিলাম।

IMG_20230920_173107.jpg

IMG_20230920_173120.jpg

ধাপ - ৩ :

এরপর হালকা হলুদ এবং হালকা কয়েকটি কালার দিয়ে একপাশের ঘর রং করে নিয়ে নিলাম।

IMG_20230920_173135.jpg

IMG_20230920_173154.jpg

ধাপ - ৪ :

এরপর লাল এবং হালকা কমলা রং দিয়ে সামনের বড় ঘরটাকেও কালারফুল করে রং করে নিলাম।

IMG_20230920_173548.jpg

IMG_20230918_202633.jpg

ধাপ - ৫ :

এরপর ঘরের সামনে জমিন গুলোকে সবুজ রং দিয়ে চারপাশ থেকে ধীরে ধীরে রং করে নিলাম।

IMG_20230920_173623.jpg

IMG_20230918_204655.jpg

ধাপ - ৬ :

এরপর ঘরের সামনে দুই কালার দিয়ে একটি ছোট রাস্তা ধীরে ধীরে রং করে নিয়ে নিলাম।

IMG_20230920_173705.jpg

IMG_20230920_173856.jpg

ধাপ - ৭ :

এরপর সেই রাস্তার মধ্যে কলস নিয়ে হেঁটে যাওয়া একটি মেয়েকে লাল এবং কয়েক কালার দিয়ে রং করে নিলাম।

IMG_20230920_173909.jpg

IMG_20230918_212302.jpg

ধাপ - ৮ :

এরপর ঘরের অন্য পাশে আরেকটি গাছের নিচের অংশ রং করে নিলাম। এরপর সবুজ রং দিয়ে গাছের পাতা রং করে নিলাম।

IMG_20230920_173930.jpg

IMG_20230918_214039.jpg

শেষ ধাপ :

এভাবে আমি অনেক চেষ্টার মাধ্যমে আজকে একটি প্রাকৃতিক দৃশ্য আঁকলাম। এই প্রাকৃতিক দৃশ্য আঁকতে আমাকে অনেক সময় দিতে হয়েছে। আশা করি আপনাদের সবার অনেক পছন্দ হবে।

1695209283049.jpg

1695209283064.jpg

1695209283034.jpg

1695209282998.jpg

1695209283017.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন গ্রামের রাস্তা দিয়ে একটা মহিলা হেটে যাচ্ছে। এই দৃশ্য আর্ট করেছেন যা খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি আর্ট করার শেয়ার করার জন্য।

 11 months ago 

আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো ।তাই আপনাকে ধন্যবাদ।

ভাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছেন। গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য দেখতে ঠিক যতটা সুন্দর হয়, ঠিক ততটাই আকর্ষণীয় করে চিত্রটি ফুটিয়ে তুলেছেন। সত্যি ভাই আপনার অঙ্কিত প্রাকৃতিক দৃশ্য অসাধারণ হয়েছে। তাই প্রতিযোগিতায় অংশগ্রহণ সফল হোক এই প্রত্যাশা করছি।

 11 months ago 

আমার প্রাকৃতিক দৃশ্য অসাধারণ হয়েছে বলে মন্তব্য করেছেন শুনে খুব ভালো লাগলো ।তাই ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আর্ট শেখার ক্ষেত্রে আপনার স্ত্রী আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করেছে এটা জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। আসলে আমিও আপুর কাছ থেকেই চিত্র করার অনুপ্রেরণা পেয়েছি। আপনার অংকন করা চিত্রের মাধ্যমে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যটা আপনি খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।

 11 months ago 

আমার স্ত্রী হেল্প না করলে হয়তোবা আমি এই অংকনটির সম্পূর্ণ করতে পারতাম না। খুব সুন্দর করে মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে আমার কাছে এমনিতে খুব ভালো লাগে। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। আর আপনার স্ত্রী আপনাকে সাহায্য করেছেন জেনে ভালো লাগলো। অঙ্কনের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল ।

 11 months ago 

আসলে কিছু কিছু কাজে অনেক সময় অনেক জনের হেল্প লাগে। আজকের অংকনটিতে আমার স্ত্রীর অনেক হেল্প লেগেছে আমার। সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

প্রথমেই আপনাকে কনটেস্ট - ৪৪ এর জন্য শুভকামনা জানায় ভাইয়া।আপনি খুব সুন্দর একটি প্রকৃতির দৃশ্যের আর্ট শেয়ার করেছেন আমাদের মাঝে।আর্ট এর ধাপগুলো উপস্থাপনা চমৎকার ছিল।আর্ট তৈরির ধাপগুলো অনুসরণ করে যে কেউ আর্টটি করে নিতে পারবেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 11 months ago 

সত্যি বলতে আপনার মন্তব্য শুনে আমার কাছে অনেক ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 11 months ago 

গ্রামের প্রকৃতির অপরূপ সুন্দরসয় দৃশ্য আপনি ফুটিয়ে তুলেছেন। আসলে গ্রামের এই প্রকৃতি গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনার প্রকৃতির এই দৃশ্যের চিত্র অংকনটি অসাধারণ হয়েছে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আমার প্রাকৃতিক দৃশ্যের অংকন নিয়ে স্বাভাবিক মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59834.01
ETH 2665.66
USDT 1.00
SBD 2.46