"আমার বাংলা ব্লগ"প্রতিযোগিতা - ২৯|-নতুন বছরের নতুন ব্যানার

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। বাংলা ব্লগে আসার পর থেকে দেখেছি খুব সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমার কাছে ভীষণ ভালো লাগে প্রতিযোগিতা গুলো জয়েন করতে। এর আগেও আমি প্রতিযোগিতায় জয়েন করেছিলাম। যদিও এর আগে আমি কখনোই আর্ট করি নাই। কিন্তু আমার বাংলা ব্লগে আসার পর থেকে আমার স্ত্রী এর কাছ থেকে আর্ট করা শিখেছি। কিছুদিন ধরে আমি খুব সুন্দর সুন্দরভাবে মেন্ডেলা আর্ট করেছি । জল রং দিয়ে এর আগে কখনো আর্ট করা হয়নি। যেহেতু এবার প্রতিযোগিতা এইজন্য ভাবলাম জল রং দিয়ে পেইন্টিং করব। আমি পেইন্টিং করার আগেই ভাবছিলাম কিরকম হবে। তারপরেও সাহস নিয়ে করতে বসলাম। অবশ্যই আমার স্ত্রী এর সহযোগিতা নিয়েছি এই পেইন্টিংটা করতে। কারণ প্রথমবার করেছি এইজন্য। তবে শেষ পর্যন্ত আঁকাটা সম্পূর্ণ করতে পেরেছি এজন্য ভীষণ ভালো লাগলো। আশা করি আমার আজকের পেইন্টিংটা আপনাদেরও ভালো লাগবে।

20230125_183249 (1).jpg

প্রয়োজনীয় উপকরণ

• আঁকার খাতা
• পোস্টার রং
• রং করার তুলি
• মার্কার কলম
• রাবার
• পেন্সিল
• স্কেল

IMG_20211214_130850_mfnr.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। খাতার মাঝখানে পেন্সিল দিয়ে আমার বাংলা ব্লগ আর একটি লোগো এঁকে নিলাম।

20230124_191054_mfnr.jpg

20230124_192500_mfnr.jpg

ধাপ - ২ :

তারপর খাতার নিচের হালকা আকাশে কালার রং দিয়ে কিছুটা জায়গা রং করে নিয়ে নিলাম।

20230124_193009_mfnr.jpg

20230124_193216_mfnr.jpg

ধাপ - ৩ :

তারপর হালকা আকাশি কালারের মাঝখানে আর উপরের অংশে গারো নীল রং দিয়ে আরো কিছুটা অংশ রং করে নিলাম।

20230124_193650_mfnr.jpg

20230124_194150_mfnr.jpg

ধাপ - ৪ :

তারপর নীল রঙের একপাশে সবুজ রং দিয়ে আমার বাংলা ব্লগের লোগোটি রং করে নিয়ে নিলাম।

20230124_195110_mfnr.jpg

20230124_195540_mfnr.jpg

ধাপ - ৫ :

তারপর সেই লোগো মাঝখানে লাল রং দিয়ে আমার বাংলা ব্লগ রং করে নিয়ে নিলাম।

20230124_200035_mfnr.jpg

20230124_200114_mfnr.jpg

ধাপ - ৬ :

তারপর উপরের চিকন খালি জায়গার মাঝখানে আমার বাংলা ব্লগ জুরি কালার রং দিয়ে রং করে নিয়ে নিলাম।

20230124_201630_mfnr.jpg

20230124_201649_mfnr.jpg

ধাপ - ৭ :

তারপর নীল রঙের আরেক পাশে বিভিন্ন কালার রং দিয়ে কিছু বিভিন্ন কালারের ফুল রং করে নিয়ে নিলাম।

20230124_202154_mfnr.jpg

20230124_202319_mfnr.jpg

ধাপ - ৮ :

তারপর সেই ফুলের চারপাশ হলুদ আর সবুজ রং দিয়ে কিছু পাতা আর ফুলের লতা রং করে নিয়ে নিলাম।

20230124_203012_mfnr.jpg

20230124_203122_mfnr.jpg

ধাপ - ৯ :

তারপর উপরের আমার বাংলা ব্লগের চারপাশে লাল রঙ দিয়ে কিছুটা জায়গা সুন্দরভাবে ডেকোরেশন করে রং করে নিলাম।

20230124_204629_mfnr.jpg

20230124_204645_mfnr.jpg

শেষ ধাপ :

এইভাবে আমি প্রথমবারের মতো পোস্টার রং দিয়ে ব্যানারের পেইন্টিং তৈরি করে নিলাম। আশা করি আমার এই পেইন্টিং আপনাদের সবার অনেকটাই পছন্দ হবে।

20230125_183411.jpg

20230125_183249.jpg

20230125_183306.jpg

20230125_183327.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনি প্রথমবার হিসেবে রং তুলি ব্যবহার করে অনেক সুন্দর একটি ব্যানার বানিয়েছেন। আমার কাছে অনেক ভাল লেগেছে। বোঝা যাচ্ছে অনেক সময় লেগেছে। এই ধরনের পেইন্টিং এ দক্ষতার দরকার হয়। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমার পেইন্টিং নিয়ে সুন্দর মন্তব্য করাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনি আপনার স্ত্রীর সহযোগিতা নিয়ে অনেক সুন্দর ভাবে এই চিত্রটি আর্ট করেছেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে সত্যিই ভালো লাগলো। ব্যানারটি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে আপনি ব্যানার তৈরীর পদ্ধতি তুলে ধরেছেন ভাইয়া।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আমার ব্যানার নিয়ে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাইয়া লেভেল -৩ থেকেও দেখছি আপনি অনেক একটিভ পারসন। প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন। অনেক সুন্দর আর্ট করেছেন। আশা করি আগামীতে আরও ‍সুন্দর সুন্দর আর্ট আমাদের কে উপহার দিবেন।

 2 years ago 

আমার পেইন্টিং নিয়ে অনেক সুন্দর মন্তব্য করায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুন্দর মন্তব্য শুনলে খুব ভালো লাগে।

 2 years ago 

নতুন বছরের নতুন ব্যানার দেখে মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার চমৎকার পোস্ট পেরেছে এবার প্রতিযোগিতায়। আপনি অংশগ্রহণ করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। ইউনিক আইডিয়া শেয়ার করেছেন। পেইন্টিং দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

আমার ব্যানার দেখে মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এজন্য অভিনন্দন জানাই। আপনি আপুর সহযোগিতায় দারুন একটি ব্যানার এঁকে আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।ব্যানারটি প্রথমবার হিসেবে সুন্দর হয়েছে।রঙতুলি দিয়ে খুব সময় নিয়ে আপনি এঁকেছেন, ধৈর্য ছাড়া আঁকা যায় না আসলে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পেইন্টিং নিয়ে খুব অসাধারণ মন্তব্য করায়।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে প্রথমে জানাই অভিনন্দন। এর আগে আপনার ম্যান্ডেলা আর্ট গুলো আমি দেখেছি খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন। এবার আপনি জল রং দিয়ে খুব সুন্দর একটি ব্যানার চিত্র অঙ্কন করেছেন। যদিও কোন কাজ করতে সাহস পেলে কাজগুলো করতে অনেক ভালো লাগে। আপনার স্ত্রীর আপনাকে হেল্প করেছে এবং অনেক সাহস দেওয়ার কারণে খুব সুন্দর
ব্যানার অঙ্কন করলেন। আমিতো আপনার পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম।

 2 years ago 

সত্যি যেকোনো কাজে সাহস ফেলে কাজগুলো করতে অনেক ইজি হয়ে যায়। আপনার মন্তব্য শুনে অনেক ভালই লাগলো ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62647.29
ETH 2439.61
USDT 1.00
SBD 2.66