"আমার বাংলা ব্লগ" প্রতিযোগীতা -৩৬ || " গাছের ক্যান্ডেল তৈরির "

in আমার বাংলা ব্লগlast year

1683701123947.jpg

1683701124262.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর গাছের ক্যান্ডেল। আর এই গাছের ক্যান্ডেল তৈরি করার অভিজ্ঞতা হয়েছে এবারের প্রতিযোগিতার আয়োজন থেকে। আমি সব সময় আমার বাংলা ব্লগের প্রতিযোগিতায় জয়েন করার চেষ্টা করি। এবারেও প্রতিযোগিতা দেখার সাথে সাথে জয়েন করার চিন্তা করলেন। আমার কাছে ডাই প্রজেক্ট গুলো দেখতে কিংবা তৈরি করতে ভীষণ ভালো লাগে।

কিন্তু এবারে যখন ক্যান্ডেল তৈরি করার প্রজেক্ট দেখেছি আমি একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। কারণ আসলে এই ধরনের কাজগুলো কখনো করিনি তো এজন্য। এইজন্য একটু কনফিউশনে ছিলাম তৈরি করতে পারব কিনা। তবে আমি যখন ভাবলাম তৈরি করব তখন আমার মাথায় একটা আইডিয়া আসলো। আইডিয়াটা হল আমি একটা গাছ তৈরি করব। গাছের ক্যান্ডেল হলে কি রকম হবে এটা আমি নিজেই ভেবে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে গাছের ক্যান্ডেল হলে দেখতে খুবই সুন্দর দেখাবে।

তবে এটা আমি কিভাবে তৈরি করব এটা বুঝতে পারছিলাম না। পরবর্তীতে ভাবলাম যদি গাছের ছাপ দিয়ে তৈরি করা যায় আর কি। কিন্তু আমার কাছে মনে হয়েছিল আমি যদি পারফেক্ট ভাবে তৈরি করতে পারি দেখতে ভীষণ ভালো লাগবে। পরবর্তীতে আমি খুবই সাবধানতা অবলম্বন করে পুরো কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করেছি। যদিও জানিনা কি রকম হয়েছে তা আপনারাই বলবেন। তবে এই পুরো কাজটা করতে আমার স্ত্রী আমাকে অনেক সাহায্য করেছে। আমি তো ভেবেছিলাম হয়তোবা ঠিকভাবে করতে পারব না। আশা করি আপনাদের ভালো লাগবে।

1683701124075.jpg

প্রয়োজনীয় উপকরণ

• মোম (১৮ টা)
• গাছের ডাল
• মোম রং
• বালু
• সুতা
• কাঠি

IMG_20230509_123447.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি অনেক বড় ডিসের মধ্যে বালু নিয়ে সমান করে নিলাম।

IMG_20230509_123736.jpg

ধাপ - ২ :

এরপরে আমি ছোট্ট একটা গাছের ডাল বালুর উপরে চাপ দিয়ে গাছের একটা ছাপ বসিয়ে নিলাম। এরপরে আমি চাপ দিয়ে আরও কিছুটা মোটা করে নিলাম গাছের ছাপটাকে।

IMG_20230510_114557.jpg

IMG_20230510_114607.jpg

ধাপ - ৩ :

এরপর আমি বড় মোমগুলোকে ভেঙ্গে ছোট করে নিলাম।

IMG_20230508_112813.jpg

ধাপ - ৪ :

তারপরে আমি গাছের ছাপের ভেতরে চিকনকাঠি এবং মোমের সুতা দিয়ে দিলাম।

IMG_20230510_114704.jpg

IMG_20230510_114636.jpg

ধাপ - ৫ :

এরপর আমি হালকা একটু কফি কালারের মোম রং দিয়ে কিছুটা পরিমাণে মোমের টুকরো একটা স্টিলের বাটিতে নিয়ে নিলাম। এরপর চুলায় বসিয়ে হালকা আঁচে গলিয়ে নিলাম।

IMG_20230509_124934.jpg

IMG_20230509_125034.jpg

ধাপ - ৬ :

তারপরে গলানো মোমটাকে গাছের নিচের অংশে ঢেলে দিলাম।

IMG_20230510_114727.jpg

IMG_20230509_130857.jpg

ধাপ - ৭ :

এরপরে আমি আকাশী কালারের মোম গলিয়ে গাছের ডালের কয়েকটা অংশে দিয়ে দিলাম।

IMG_20230509_131703.jpg

ধাপ - ৮ :

একই রকম ভাবে আমি আবারো লাল রংয়ের মোম গলিয়ে নিলাম। তারপর আরো কিছুটা অংশে ঢেলে নিলাম।

IMG_20230509_131949.jpg

IMG_20230510_114750.jpg

ধাপ - ৯ :

এরপরে আমি গাছের একদম উপরের অংশে হলুদ রঙের মোম গলিয়ে তারপর ঢেলে দিলাম।

IMG_20230509_132827.jpg

IMG_20230509_133230.jpg

ধাপ - ১০ :

এভাবে আমি গাছটাকে শুকিয়ে নেব। গাছটা একদম শুকিয়ে গেলে এরপর ভালো থেকে উঠিয়ে পরিষ্কার করে নিব।

IMG_20230510_114808.jpg

শেষ ধাপ :

সবশেষে আমি গাছটাকে দাঁড় করিয়ে এরপর ক্যান্ডেল গুলো জ্বালিয়ে ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে।

1683701123947.jpg

1683701124199.jpg

1683701123989.jpg

1683701124262.jpg

1683701124151.jpg

1683701124035.jpg

1683701124113.jpg

1683701124075.jpg

1683701124307.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 last year 

প্রথমে আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ জানাই। আপনি আজ খুব সুন্দর ক্যান্ডেল বানিয়েছেন। গাছের ক্যান্ডেল দেখতে অসাধারণ হয়েছে। আপনার এই ডাই প্রজেক্ট খুবই ইউনিক হয়েছে। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আপনি আমার ডাইপ্রজেক্ট নিয়ে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মন্তব্য করায় আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই।

 last year 

মোম দিয়ে গাছের ক্যান্ডেল তৈরি, দারুন একটি কনসেপ্ট ছিল ভাই। খুবই সুন্দর লাগছে আপনার তৈরি গাছের ক্যান্ডেলটি। ক্যান্ডেল তৈরি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

বাপরে বাপ একেবারে এত ক্রেয়েটিভ একটি পোস্ট নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলেন। পুরুস্কার আর যায় কার ঘরে। মোম দিয়ে এত সুন্দর করে গাছ বানানো। আবার সেই গাছ দিয়ে ক্যান্ডেল নাইট। অনেক ভেবে চিন্তে অনেক সুন্দর একটি থিম নিয়েছেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার মন্তব্য সুনে সত্যি অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। তুমি চমৎকার একটা গাছের ক্যান্ডেল তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ক্যান্ডেল তৈরি করার এই পদ্ধতি দেখে আমার খুবই ভালো লাগলো।

 last year 

আপনার কাছে আমার ক্যান্ডেল তৈরি ভালো লাগলো শুনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন থেকে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। খুবই সুন্দর একটা গাছের ক্যান্ডেল তৈরি করেছেন আপনি প্রতিযোগিতা উপলক্ষে। অনেক সময় লেগেছিল এটি তৈরি করতে দেখে বোঝা যাচ্ছে। উপস্থাপনাও খুবই সুন্দর ছিল।

 last year 

ঠিক বলেছেন এটি তৈরি করতে অনেক সময় লেগেছে। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

বাহ খুবই চমৎকার ইউনিক এবং আলোকসজ্জা পূণ্য একটি ক্যান্ডেলা প্রস্তুত করেছেন।।
মাঝে মাঝে আপনার প্রতিভা গুলো দেখে আমি অবাক হয়ে যাই ভাই।।
আজকের প্রস্তুত করা ক্যান্ডেলা টি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে।।

 last year 

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমার ক্যান্ডেল তৈরি নিয়ে মন্তব্য করার জন্য।

 last year 

যেকোনো ধরনের প্রতিযোগিতা মানেই প্রতিভাবান লোকদের প্রতিভার বহিঃপ্রকাশ ঘটানোর ভালো একটা সুযোগ। চলমান প্রতিযোগিতায় খুব সুন্দর সুন্দর দৃশ্য ক্যান্ডেল তৈরি করে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে চলেছে। আপনার দক্ষতা সত্যি মুগ্ধ করেছে আমাকে।

 last year 

ঠিক বলেছেন প্রতিযোগিতা অংশগ্রহণ করলে প্রতিভার একটা সুযোগ হয়। আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

অনেক সুন্দর করে গাছের ক্যান্ডেল তৈরি করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।

 last year 

আমি প্রতিযোগিতায় আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য চেষ্টা করি। আপনার মন্তব্য শুনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 62261.29
ETH 2614.53
USDT 1.00
SBD 2.56