"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫২ || ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য কার্ড তৈরি
রঙিন কাগজ দিয়ে তৈরি shy-fox abb-school
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি এবারের প্রতিযোগিতার জন্য পোস্ট নিয়ে আসলাম। এবারে আমাদের জন্য এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য আমাদের তানজিরা আপুকে জানাই অনেক অনেক অভিনন্দন। এবারের প্রতিযোগিতা টা দেখেই আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি সবসময় প্রতিযোগিতা গুলোতে জয়েন করার চেষ্টা করি। যেহেতু ভালোবাসা তাই জন্য ভাবলাম সুন্দর একটা ভালোবাসা দিবসের কার্ড তৈরি করব।
আসলে আমার ভালোবাসা আমার পরিবারের সবার জন্য। তবে যেহেতু ভ্যালেন্টাইনস ডে তাই জন্য ভাবলাম আমার স্ত্রী এর জন্যই এই ভালোবাসাটা অর্পণ করবো। সেই উদ্দেশ্যে আমি একটা রঙিন কাগজ এবং ভাতের চাল এসব কিছু ব্যবহার করে একটা কার্ড তৈরি করার চেষ্টা করলাম। আসলে এই কার্ড তৈরি করার পর আমার কাছে দেখেই ভীষণ ভালো লেগেছিল। যদিও এই কার্ড তৈরি করতে একটু বেশি কষ্ট হয়েছিল কিন্তু, আমার কাছে দেখতেও ভীষণ ভালো লেগেছে। চেষ্টা করেছি খুব সুন্দর ভাবে উপস্থাপন করার। আশা করবো আপনাদের সবার আমার তৈরি করা কার্ড আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• রঙিন কাগজ
• চাল
• জলরং
• রং করার তুলি
• গাম
• কাঁচি
• পেন্সিল
• স্কেল
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি গোলাপী কালারের রঙিন কাগজ নিলাম। তারপর সেই রঙিন কাগজ টাকে মাঝখান দিয়ে ভাঁজ করে তিন ইঞ্চি দাগ দিয়ে কিছু অংশ কেটে নিলাম।
ধাপ - ২ :
সেই রঙিন কাগজটার মাঝখানে আরো কিছু ভাঁজ দিয়ে আবারো তিন ইঞ্চি দাগ দিয়ে কিছু ডিজাইন কেটে কেকের মত করে তৈরি করে নিলাম।
ধাপ - ৩ :
এরপর উপরে নিচে গান দিয়ে ডিজাইন করার জন্য কিছু সাদা কাগজ জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৪ :
এরপর সাদা কাগজের মধ্যে লাভ কেটে তার মধ্যে অক্ষরে লাভ লিখলাম। এবং সাদা কাগজ গুলোর মধ্যে হ্যাপি ভ্যালেন্টাইনস ডে লিখে নিলাম।।
ধাপ - ৫ :
এরপর কিছু লাল রঙের রঙিন কাগজ এবং সাদা রঙের কাগজ কেটে একটার সাথে একটা জোড়া লাগিয়ে ভাঁজ করে কিছুটা পাখার মতো তৈরি করে নিলাম।
ধাপ - ৬ :
এরপর হ্যাপি ভ্যালেন্টাইনস ডে লেখার দুপাশে কার্ড এর মধ্যে ওই পাখা গুলোকে জোড়া লাগিয়ে নিলা।
ধাপ - ৭ :
এরপর উপরে ঘাম লাগিয়ে কিছু চাল দিয়ে ছোট ছোট ফুল এবং কিছু লাভ এর ডিজাইন করে নিলাম।
ধাপ - ৮ :
এরপর নিচে চাল দিয়ে আরও কিছু লাভ ডিজাইন করে নিলাম। এরপরে একেবারে শেষের অংশে চাউল দিয়ে আমার আর আমার ওয়াইফের নামের অক্ষর লিখে নিলাম।
ধাপ - ৯ :
তারপর উপরে ফুলগুলোকে জল রং দিয়ে রং করে নিলাম। এবং নিচেনর নামের অক্ষর গুলোকে রং করে নিলাম।
ধাপ - ১০ :
এরপর কার্ডটির উপরে কিছু রঙিন কাগজ দিয়ে লাভ কেটে বেলুনের মতো বসালাম। এবং চাল দিয়ে কিছু ডিজাইন করে রং করে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে চাল এবং রঙিন কাগজ দিয়ে একটি হ্যাপি ভ্যালেন্টাইনস ডের কার্ড তৈরি করে নিলাম। আশা করি আমার তৈরি করা এই কার্ড আপনাদের সবার অনেক পছন্দ হবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়তমা স্ত্রীর জন্য অনেক সুন্দর একটি কার্ড তৈরি করেছেন ভাইয়া।আপু এটি দেখে নিশ্চয়ই অনেক খুশি হয়েছিলো।কালার কম্বিনেশন এবং প্রত্যেকটা ধাপ খুব ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ প্রতিযোগিতার জন্য সুন্দর একটি কার্ড তৈরি করে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু সেই এই কার্ড দেখে সত্যি অনেক খুশি হয়েছে। আসলে প্রিয় মানুষ খুশি থাকলে নিজের কাছে ভালো লাগে। সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য সুন্দর একটি কার্ড তৈরি করেছে। কার্ডটি দেখতে খুব সুন্দর লাগছে। কার্ড টি দেখে বোঝা যাচ্ছে অনেক সময় ও ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন এত সুন্দর একটি কার্ড তৈরি করে আমাদের কে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার তৈরি করা কার্ডটি আপনার কাছে দেখতে ভালো লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
ভালোবাসা দিবস উপলক্ষ্যে দারুন একটি কার্ড তৈরি করেছেন ভাইয়া।ডাই এর কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ লাগছে দেখতে।আপনার জন্য অনেক শুভকামনা রইল।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কার্ড তৈরি নিয়ে আপনি সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। প্রিয়জনের জন্য ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অনেক চমৎকার একটি কার্ড তৈরি করেছেন। কার্ডটি দেখে সত্যি ভীষণ ভালো লাগছে। তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আমি চেষ্টা করেছি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কার্ড সুন্দরভাবে তৈরি করতে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
ভ্যালেন্টাইন্স ডের নাম শুনলেই কেন যেন মনে হয় স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার জন্যই শুধু ভালোবাসা। এই দিনে কিন্তু সবার জন্যই ভালোবাসা। যাই হোক ভাইয়া আপুকে ভেবে খুব চমৎকার একটি ওয়ালমেট কার্ড তৈরি করেছেন। কার্ডটি তৈরি করতে যে অনেক সময় লেগেছিল বোঝা যাচ্ছে। প্রতিযোগিতার জন্য অনেক অনেক অভিনন্দন রইল।
হ্যাঁ আপু এই দিন সবার জন্য ভালোবাসা। তবে আপনার অসাধারণ মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।
ভালবাসা দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য বেশ সুন্দর একটি কার্ড বানিয়েছেন। প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। বেশ কালাফুল হয়েছে কার্ডটি। সেই সাথে ডিজাইনটিও বেশ সুন্দর হয়েছে। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো আপু। আশা করি সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকবেন।
https://twitter.com/Jamal7183151345/status/1754441900285915457?t=-M1h5YXSiwfRel4bDMUV0A&s=19
ভাইয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আপনি প্রতিযোগিতার জন্য খুবই সুন্দর ভাবে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কার্ড বানিয়েছেন। আপনার এই কার্ড আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে চাল দিয়ে ফুলগুলো দেখতে বেশ ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর কার্ড আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আমার কার্ড আপনার কাছে অনেক ভালো লেগেছে শুনে সত্যি অনেক খুশি হয়েছি। সুন্দর মন্তব্য করে সাপোর্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।
প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি খুব সুন্দর একটি ভ্যালেন্টাইন কার্ড তৈরি করলেন। এত সুন্দর ভাবে তৈরি করলেন আপনি বিভিন্ন ধাপে দেখতে খুবই ভালো লেগেছে। আপনার তৈরি করা ভ্যালেন্টাইন কার্ড আমার কাছে অনেক ইউনিক লেগেছে ভাইয়া।
আসলে আপু আমি চেষ্টা করেছি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কার্ড সুন্দরভাবে তৈরি করতে। আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।
আপনাকে ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বলে।আপনি বেশকিছু উপকরন দিয়ে চমৎকার একটি কার্ড তৈরি করলেন।কার্ডটি দারুন হয়েছে। আপনি ধাপগুলো তুলে ধরেছেন খুব চমৎকার ভাবে। অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর এই কার্ডটি আমাদের মাঝে তুলে ধরার জন্য।
আমার তৈরি করা কার্ডটি দারুন হয়েছে বলে খুব সুন্দর করে মন্তব্য করেছেন। আপনার উৎসাহিত মূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।