জটিল এবং গাদ্দারি প্রেম
ক্যানভা দিয়ে তৈরি,
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।
আজকে আমি আপনাদের মাঝে একটি প্রেমের বাস্তব গল্প শেয়ার করব। আমাদের পাশে দেলোয়ার ভাইয়ের দুটি মেয়ে আছে। দেলোয়ার ভাইয়ের কোন ছেলে নেই। এই কারণে সেই মেয়ে দুটিকে অনেক আদর করে। মেয়ে দুটি নাম হচ্ছে রুমকি এবং চুমকি। চুমকি রুমকির সেয়ে দুই বছরের বড়। ছোট থেকে দুই বোন খুব মিলেমিশে চলত। চুমকি রুমকি কে অনেক আদর করে। এবং রুমকির চেয়ে চুমকি দুই ক্লাস উপরে লেখাপড়া করে। রুমকি যখন এসএসসি পরীক্ষা দিতেছে। তখন চুমকি ইন্টার পরীক্ষার্থী। বলতে গেলে দেলোয়ার ভাই মেয়ে দুটিকে অনেক আদর করে বড় করলেন।
যখন মেয়েগুলো যা চাইত সে সঙ্গে সঙ্গে তা জোগাড় করার চেষ্টা করত। দেলোয়ার ভাই একটি সরকারি চাকরি করেন। দেলোয়ার ভাইয়ের আচার ব্যবহারও অনেক ভালো। রুমকি যখন দশম শ্রেণীতে পড়তেছে তখন তার সাথে একটি ছেলে ভালো সম্পর্ক হয়ে গেল। আস্তে আস্তে রুমকির সাথে প্রেমের সম্পর্ক হয়ে গেল। ছেলেটি রুমকিদের বাড়ির পাশে। যখন রুমকি স্কুলে যায় তখন ছেলেটি তার সাথে সাথে স্কুলের গেট পর্যন্ত যায়। এবং চুমকি যখন স্কুল থেকে আসে তখন ছেলেটি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে। রুমকি ও ছেলেটিকে অনেক পছন্দ করে।
এবং ছেলেটির লেখাপড়া করে। এই কারণে মাঝেমধ্যে ছেলেটি রুমকিদের বাড়িতে আসে। এবং রুমকির সাথে ছেলেটির সম্পর্ক আছে এটি দেলোয়ার ভাইয়ের ওয়াইফ এবং তার বড় মেয়ে জানে। তবে ভিতরে ভিতরে দেলোয়ার ভাইয়ের ওয়াইফ ছেলেটিকে মোটামুটি পছন্দ করে। মাঝেমধ্যে মেয়েটি চুমকির সাথে কথা বলে এবং আপু বলে সম্বোধন করে। এবং চুমকি ও মাঝেমধ্যে দেখলে তাকে ভালো-মন্দ জিজ্ঞেস করে। তবে এতে বোঝা যায় দেলোয়ার ভাইয়ের ফ্যামিলি মোটামুটি ছেলেটিকে পছন্দ করে।
তবে ছেলেটি গরিব ফ্যামিলির ছেলে। তবে দেলোয়ার ভাই সরকারি চাকরি করলেও তার জায়গা সম্পত্তি আছে। আমাদের এলাকায় রুমকির সাথে ছেলেটির সম্পর্ক মোটামুটি সবাই কম বেশি জানে। আবার চুমকিকে বাড়ির সবাই অনেক ভালো জানে। চুমকির আচার ব্যবহার অনেক ভালো। হঠাৎ করে একদিন রাতে চুমকিকে পাওয়া যাচ্ছে না। এবং এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করলেন। কোন দিকে পাওয়া যাচ্ছে না। সবাই বলতেছে চুমকি তার ভালোবাসার মানুষের সাথে পালিয়ে গেছেন। এবং দুইদিন পর খবর পাওয়া গেল ছোট বোনের প্রেমিকের সাথে বড় বোন চুমকি পালিয়ে গেলেন।
এই কথা শুনে কেউ বিশ্বাস করতে পারছে না। এবং রুমকি ও কথাটি শুনে বিশ্বাস করতে পারতেছে না। এরপর রুমকি তার লাভারের কাছে কল দিলেন। কিন্তু তার মোবাইল বন্ধ ছিল। এরপর রুমকি তার প্রেমিকের বন্ধুদের সাথে যোগাযোগ করতে লাগলো সেই কোথায় আছে। পরে তার বন্ধুরা বলতে লাগলো সে তোমার বড় বোনকে নিয়ে পালিয়ে গেছে। এদিকে কথাটি শুনে একদম পাগলের মত হয়ে গেল। কারণ ছোট বোন রুমকির প্রেমিকের সাথে কিভাবে বড় বোন চুমকি পালিয়ে গেল এটি মানতে পারতেছে না।
এবং রুমকি বলতে লাগলো তার সাথে এতদিনের প্রেম সেই কিভাবে ভুলে গিয়ে আমার বড় বোনকে নিয়ে পালিয়ে গেলেন। এবং রুমকি বলতে লাগলো সে অন্য কোন মেয়ে নিয়ে পালিয়ে গেলে তার এত কষ্ট হতো না। কিভাবে তার বড় বোনকে নিয়ে পালিয়ে গেলেন। এবং রুমকি আরো বলতে লাগলেন এই ছেলেটির সাথে আমার সম্পর্ক আছে আমার বড় বোন জানে ।তারপরও আমার বড় বোন কিভাবে আমার প্রেমিকের সাথে গেলেন। রুমকি অনেক চেষ্টা করলে তার হিসাব মিলাতে পারছে না। তবে রুমকির ছেলেটিকে দোষারপ না করে তার বড় বোনকে বেশি দোষারোপ করতেছে। এই হচ্ছে জটিল এবং গাদ্দারী প্রেম।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/Jamal7183151345/status/1662829265422016516?s=20
কিছু কিছু প্রেম আছে যেগুলোর কারণে মানুষ আত্মহত্যা করে। চুমকি নিজেই জানে তার ছোট বোন রুমকি কার সাথে প্রেম করে। এবং তার ছোট বোনের এতদিনের প্রেমের সম্পর্কের মধ্যে চুমকি কিভাবে হাত দিলেন। এবং ছোট বোনের লাভারের সাথে পালিয়ে বিয়ে করে ফেললেন। এই কষ্ট রুমকি সহজে ভুলতে পারবে না। আমার মতে রুমকি এই ব্যাপার নিয়ে আর কথা না বললেই ভালো। কারণ ছোট বোনের সাথে বড় বোন এভাবে গাদ্দারি করবে তা মেনে নেওয়া খুব কষ্টকর।
ঠিক বলেছেন বড় বোন ছোট বোনের কথা চিন্তা করলেন না। তার ভালোবাসার মানুষটিকে নিয়ে পালিয়ে গেলেন। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
কি বলবো ভাইয়া সেম কাহিনী আমার বাসার সামনে দুইটা মেয়ের সাথে ঘটে গেছে। তবে তারা অবশ্য চাচাতো বোন ছিল। একজনের সাথে প্রেম করে আর একজনকে নিয়ে চলে গেছে। ঠিক বলেছেন ভাইয়া বাস্তবে যে ঘটনাগুলো ঘটে সেগুলো থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে। ধন্যবাদ সুন্দর একটি বাস্তব ঘটনা তুলে ধরার জন্য।
আসলে এখন ভালোবাসার মধ্যে কোন আন্তরিকতা নেই। এই কারণে একজনের সাথে প্রেম করে অন্যজনকে নিয়ে পালিয়ে যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।