জেনারেল রাইটিং:-একজন সফল ব্যাক্তি হিসেবে নয়, জীবনে একজন ভাল মানুষ হওয়ার চেষ্টা করুন।

in আমার বাংলা ব্লগ8 months ago

IMG-20231223-WA0000.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

আজকে আমিও একটি শিক্ষনীয় পোস্ট নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব।একজন সফল ব্যাক্তি হিসেবে নয়, জীবনে একজন ভাল মানুষ হওয়ার চেষ্টা করুন। আমরা অনেক মানুষ আছি নিজেকে সফল মনে করি। অনেক মানুষ কোন কাজে যদি একটু সফলতা পায় তাহলে সেই ব্যক্তি নিজেকে সফলভাবে। আর প্রত্যেক মানুষ কোন না কোন কাজে সফলতা অর্জন করে। আর সফল হওয়া মানে এই নয় যে আপনি অহংকার করবেন এবং মনের মধ্যে ভাব দেখাবেন। একজন সফল ব্যক্তি হিসেবে নয় ভালো মানুষ হওয়া দরকার বেশি।

পক্ষান্তরে অনেক মানুষ আছে সফলতা নিয়ে অনেক কিছু ভাবে। নিজের সফলতা নিজের কাছে কিন্তু মানুষের সাথে তার আন্তরিকতা কম থাকে। আমাদের সবার দরকার সফলতা চেয়ে ভাল মানুষ হিসেবে মানুষের কাছে বেঁচে থাকার। ভালো মানুষ হয়ে যদি মানুষের কাছে বেঁচে থাকা যায় তাহলে মানুষ আজীবন তাকে স্মরণ করে। পক্ষান্তরে আপনি সফলতা নিয়ে যদি নিজে অহংকার করেন কোন লাভ নেই। এমন কিছু করতে হবে যখন আপনাকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে।

সফলতা হচ্ছে এমন যা আপনার নিজের জন্য। নিজের কাজের কারণে আপনি সফল হয়েছেন কিন্তু তা অন্যের মাঝে শেয়ার করেন নাই। এমন কিছু করতে হবে মানুষের জন্য যা কর্মের কারণে মানুষ আপনাকে ভালোভাবে। জীবনে আমরা যদি ভালো মানুষ হওয়ার চেষ্টা করি মানুষের মাঝে সেটাই আমাদের জন্য উত্তম হবে। আর একজন ভালো মানুষ হয়ে যদি মানুষের কাছে চাহিদা থাকে ওটাই উত্তম। ভালো মানুষকে সবাই সম্মানের সাথে স্মরণ করে এবং ইজ্জত করে।

আপনি যদি ভালো মানুষ হয়ে মানুষের জন্য কিছু একটা করেন তাহলে আপনাকে মানুষ স্মরণ করবে। আমাদের বাড়ির এক চাচা আমেরিকায় থাকে। তার অনেক কিছু আছে তাকে মানুষ দেখলে সালাম দিয়ে কথা বলে ।এবং তার সফলতা তার কাছে। বিগত কয়েক বছরের মধ্যে এসে আমাদের এখানে একটি মাদ্রাসা করে দিলেন এবং গরিব-দুঃখীকে অনেক হেল্প করে। এখন তার মানসিকতা দেখে সবাই তাকে অনেক সম্মান করে। বলে সে মানুষের আপদে বিপদে পাশে থাকে।

তার সফলতা প্রথমে মানুষের সাথে দেখায় নাই। যখন সে ভালো মানুষ হিসেবে মানুষের সাথে মিশলেন তখন তাকে মানুষ সম্মানের সাথে ইজ্জত করে। আসলে সে মানুষ হিসাবে যখন মানুষের মধ্যে মিশে তখন তার ভালোটা সবাই মূল্যায়ন করে। আসলে ভালো মানুষ হিসেবে যদি কিছু করা যায় তাকে মানুষ আজীবন স্মরণ করে। তাই জ্ঞানীগুনির কথা হিসেবে সফলতার চেয়ে ভালো মানুষ হিসাবে মানুষের মধ্যে বেঁচে থাকাটাই উত্তম। আশা করি আমার আজকের পোস্টটি পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 8 months ago 

আপনি কিন্তু আজকে সত্যি অনেক বেশি শিক্ষনীয় একটা বিষয় নিয়ে পোস্ট লিখেছেন। আপনার লেখা আজকের এই পোস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। একজন মানুষকে সর্বপ্রথম ভালো হওয়ার চেষ্টা করতে হবে। একজন মানুষ যদি ভালো হয়, তাহলেই আমি মনে করি সে চেষ্টা করলে সফলতা পাবে। ভালো কাজের মাধ্যমেই আমরা মানুষের আপন হতে পারব, সফলতা দিয়ে আপন হতে পারব না। আসলে ভালো মানুষ হিসেবে গড়ে উঠলে এবং ভালো কিছু করলেই মানুষ আমাদেরকে শ্রদ্ধা করবে এবং সব সময় মনে রাখবে। খুব সুন্দর একটা টপিক নিয়ে পুরোটা লিখেছেন আপনি।

 8 months ago 

হ্যাঁ আপু এটি ঠিক বলেছেন একজন মানুষ সর্ব প্রথম চেষ্টা করতে হবে ভালো মানুষ হওয়ার। যাইহোক অনেক সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।আসলে ভাইয়া কথায় আছে এমন জীবন করিও গঠন, মরিলেও হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সত্যি একজন সফল মানুষ নয় একজন ভালো মানুষেরই প্রয়োজন সমাজে।ধন্যবাদ ভাই সুন্দর লিখেছেন।

 8 months ago 

হ্যাঁ একজন সফল মানুষ নয় বরং একজন ভালো মানুষ হয়ে সমাজে বেঁচে থাকা উত্তম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে মন্তব্য করার জন্য।

 8 months ago 

আপনার আজকের লেখার টপিকটা খুবই সুন্দর ও শিক্ষনীয়।তবে বর্তমানে সবাই সফলতার পিছনেই বেশি ছোটে, ভালো মানুষের সন্ধান পাওয়া খুবই কঠিন।ভালো মানুষ হলে সফলতা এমনিতেই তার গুণাবলী ও কাজ দ্বারা অর্জিত হবে এটা মানতে বর্তমান সমাজ নারাজ।ভালো লাগলো আপনার কথাগুলো পড়ে, ধন্যবাদ ভাইয়া।

 8 months ago 

কথাটি একদম ঠিক বলেছেন বর্তমান সময়ে সফলতার পিছনে বেশি ছুটে মানুষ। আর ভালো মানুষের সন্ধান পাওয়া খুব কঠিন। অস্বাভাবিক মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

 8 months ago (edited)

আজ আপনার পোস্ট পড়ে বেশ ভালো লাগলো ভাইয়া। আমাদের জীবনে ভালো মানুষের বেশ অভাব এখন। সবাই আজকাল চায় নিজের সাফল্য। ভালো মানুষের যে আজ কোন দাম নেই সমাজে। তাই ভালো মানুষ হওয়ার চেয়ে সফল মানুষ হওয়ার প্রবনতাই বেশী। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 8 months ago 

বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ এই নিজের সাফল্য চাই। আর সমাজে এখন ভালো মানুষের দাম নেই বললেই চলে। অনেক সুন্দর করে মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

আসলে ভালো মানুষের মূল্যায়ন সব জায়গায় হয়। আপনাদের ওই চাচা মানুষের জন্য অনেক কিছু করেছে জন্য সবাই এখন তাকে সম্মান করে এবং ভালোবাসে। আসলে আমাদের সকলেরই যার যার সামর্থ্য অনুযায়ী মানুষকে সাহায্য করা উচিত। এতে নিজের সম্মান বৃদ্ধি পায়। তাছাড়া ভালো কাজের মাধ্যমে মানুষের মাঝে অনেকদিন বেঁচে থাকা যায়।, ভালো লাগলো আপনার লেখাটি পড়ে।

 8 months ago 

আমাদের বাড়ির চাচাটি অনেক ভালো সে গরিব দুখীকে অনেক হেল্প করে। এবং আমাদের বাড়ির সামনে একটি মাদ্রাসাও করে দিলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে মন্তব্য করার জন্য।

 8 months ago 

খুবই চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই পোস্ট করে আমি কিছুটা অনুপ্রাণিত হলাম। একজন অহংকারী মানুষ যতই সফল হোক কেউ তাকে মনে রাখে না কিন্তু একজন ভালো মনের মানুষ যার ভদ্র আচরণ আছে সেই মানুষকে অনেকেই মনে রাখে। যেমনটা আপনার এক চাচার গল্প আপনি বললেন সে নিঃসন্দেহে একজন ভালো মনের মানুষ বোঝাই যায়। সফল তো সেই ব্যক্তি যার মধ্যে কোন অহংকার নেই এবং মানুষের সঙ্গে ভালো আচরণ করে মানুষের মন জয় করে নেয়। সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 8 months ago 

অহংকারী মানুষকে কেউ পছন্দ করে না আর ভালো মানুষকে সবাই পছন্দ করে এবং মনে রাখে। উৎসাহিতমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

সাধারণত আমরা জীবনে উন্নতি করতে পারলেই ভাবি যে আমরা সফল হয়েছি। তবে আমি মনে করি শুধুমাত্র অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কেউ সফল হতে পারে না। তার সাথে আমাদের মনমানসিকতা ভালো হতে হয়। সর্বোপরি আমাদের মন থেকে হিংসা এবং অহংকার দূর করতে হয়। তাহলেই একজন মানুষ সফল বলে আমি মনে করি। তবে বেশিরভাগ মানুষের মধ্যেই দেখা যায় যে, অর্থনৈতিকভাবে সফল হয়ে গেলে মনের মধ্যে অহংকার চলে আসে। এটা খুবই নিন্দনীয় একটি কাজ। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60596.21
ETH 2611.46
USDT 1.00
SBD 2.64