গল্প:- দুই ভাইয়ের এক প্রেমিকা।
ক্যানভা দিয়ে তৈরি,
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।
আজকে আমি খুব মজার একটি বাস্তব গল্প আপনাদের মাঝে শেয়ার করব। আমার দূর সম্পর্কে দুই চাচাতো ভাইয়ের প্রেমের মজার ঘটনা। চাচাতো ভাই দুটো নাম হচ্ছে সোহেল এবং তৌহিদ। সোহেল বড় এবং তৌহিদ ছোট ভাই। দুইজনে পড়ালেখা শেষ করে মোটামুটি ছোটখাটো চাকরি করতেছে। দুই ভাই সম্পর্কে অনেক ভালো। তারা দুইজন একই মেয়েকে ভালোবাসে। মেয়েটি হচ্ছে তার আপন মামাতো বোন। মামাতো বোন দেখতে বেশ সুন্দর।
তার নাম হচ্ছে সালমা। সালমা বর্তমানে পড়ালেখা করে। সালমার প্রথমে সোহেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। সোহেল দীর্ঘদিন যাবত মামাতো বোন সালমার সাথে প্রেম করেছে। এটি মোটামুটি তাদের পরিবার ও আত্মীয়-স্বজন সবাই কম বেশি জানে। কোন কারনে সোহেল এবং সালমার প্রেমের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই সুবিধাতে তৌহিদ কিভাবে আস্তে আস্তে সালমার সাথে সম্পর্ক করে ফেলেছে। যদিও প্রথমে সালমা তৌহিদের সাথে প্রেম করতে রাজি হয়নি।
পরে তৌহিদের সাথে সালমার প্রেমের সম্পর্ক হয়ে যায়। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে মোটামুটি ছোটখাটো ঝগড়া হয়ে গেল। সোহেল বলে সালমা ভালো মেয়ে নয়। তৌহিদ বলে সালমা ভালো নাকি খারাপ সেটা আপনার থেকে জানতে হবে না। এদিকে সোহেল এবং তৌহিদের মা বাবা সাইলো সালমাকে সোহেলকে বিয়ে করাতে। এদিকে সোহেল সালমাকে বিয়ে করতে রাজি না। সেই সালমাকে বিয়ে করবে না। অন্যদিকে তৌহিদ বলতেছে সে সালমাকে বিয়ে করবে।
তবে তৌহিদের মা-বাবা তৌহিদকে সালমাকে বিয়ে করাবে না। তারা আগ থেকে চিন্তা ভাবনা করেছে সোহেলকে তৌহিদকে বিয়ে করাবে। এদিকে সালমার মা-বাবাও তৌহিদের কাছে সালমাকে বিয়ে দিতে রাজি না। তবে সালমাও সোহেলের কাছে বিয়ে বসতে রাজি নেই। এই নিয়ে দুই ফ্যামিলির মধ্যে মোটামুটি হালকা ঝগড়া লেগে গেল। সালমার বাবা বলে সোহেলের মাকে তোমার ছেলে ভালো না। এবং সোহেলের মা বলতেছে তোমার মেয়ে এতই ভালো আমার দুই ছেলের সাথে প্রেম করে।
এই নিয়ে তারা অনেক কথা নিয়ে বাড়াবাড়ি করলেন ভাই-বোনে। তবে সহেল এবং সালমার প্রেমের মধ্যে কোন বড় ধরনের ঝামেলা হয়েছে। এই কারনে সালমা এবং সোহেল একে অন্যকে বিয়ে করতে রাজি না। সালমার জন্য বাহির থেকে একটি ভালো সম্পর্ক আসলো। সাথে সাথে সালমার মা-বাবা ওই ছেলের সাথে তার বিয়ে দিল। যদিও ছেলেটি বিদেশ থাকে এই কারণে সালমার বাবা বিয়ে দিলেন। কিন্তু এক প্রেমিকার কারণে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগে এখনো একজনের সাথে একজন কথা বলে না। এই হল দুই ভাইয়ের এক প্রেমিকার ঘটনা। আশা করি আমার গল্পটি পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
দুই ভাইয়ের এক প্রেমিকা গল্পটি আসলে আমার কাছে পড়ে বেশ ভালো লেগেছে। তারপরে আরো বেশি ভালো লাগলো যে তাদের দুজনের একজনের সাথে বিয়ে না হয়ে অন্য একজনের সাথে সালমার বিয়ে হয়ে গেল। এ বিষয়টি আমার কাছে ভালো লাগেনি মে মেয়েটি তাদের দুই ভাইকে ঘুরিয়ে এখন বেশ ভালোই সংসার করছে। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
আসলে দুই ভাইয়ের ঝামেলার কারণে মেয়েটিকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল। সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
দুই ভাইয়ের এক প্রেমিকা শুনে অবাক হয়ে গেলাম। সোহেল এবং তৌহিদ দুইজনে মামাতো বোন সালমার সাথে প্রেম করেছে। যদিও সালমা প্রথম সোহেলের সাথে প্রেম করেছে এই কারণে তৌহিদ সালমার সাথে প্রেমের সম্পর্ক করা ঠিক হয়নি। তবে মামাতো বোন এক পরিবারের দুই ফুফাতো ভাইয়ের সাথে প্রেম করা হচ্ছে বোকামি। তবে সোহেলের জন্য বিয়ের কথা বলেও সোহেল এবং মামাতো বোন সালমা দুইজন রাজি নেই বিয়েতে। এবং দুই ভাই প্রেম করে লাভ হলো না লাস্ট পর্যন্ত মামাতো বোনকে অন্য জায়গা বিয়ে দিয়ে দিল। আসলে গল্পটি বেশ মজার ছিল। যাইহোক সুন্দর গল্প শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আসলে দুই ভাইয়ে প্রেম করে কোন লাভই হলো না। সালমাকে তার ফ্যামিলি অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল। সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
https://twitter.com/Jamal7183151345/status/1727245410790769074?t=4bBskymh2sPolDbiJwV6gA&s=19
খুবই চমৎকার এবং হাসি রশিক একটি গল্প আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার এই গল্পটা পড়ে আমি হাসতে হাসতে প্রায় পাগল করা হয়ে গিয়েছে দুই ভাই একটা মেয়ের সঙ্গে প্রেম করে এখন দুজন দুজনের সঙ্গে কথা বলে না। এরকম গল্পর নাটক সিনেমায় বাস্তবিকভাবে দেখেছি আর এই প্রথমবার আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম যে এরকম সত্যি সত্যিই হয়। শেষমেষ মেয়েটার তো অন্য কোথাও বিয়ে হয়ে গেল তাহলে এখন আর তারা কথা বলে না কেন..!! ধন্যবাদ সুন্দর একটি পোস্ট তুলে ধরার জন্য।
আসলে এটি বাস্তব ঘটনা দুই ভাইয়ের সাথে মামাতো বোন সালমা প্রেম করেছে। এখন সালমার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলো। আপনার মন্তব্য শুনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
এরকম ঘটনা প্রায় ঘটতে থাকে। দুই ভাই একটা মেয়েকে পছন্দ করে। প্রেম এমন একটা জিনিস বলে কয়ে হয় না। কখন যে হয়ে যায় কেউ জানতে পারে না। দুজন দেখছি বেশ ঝগড়া লাগিয়ে দিয়েছে ভালো নাকি খারাপ এর জন্য। দুজন দেখছি বিয়ে করার জন্য মারামারি লাগায় দিচ্ছে 😅😅।খুবই খারাপ লাগছে একটা মেয়ের জন্য ভাই ভাইয়ের সাথে কথা বলে না। মেয়েটা কিন্তু ঠিকই বিয়ে করে সংসার করতেছে কিন্তু ভাই ভাই দ্বন্দ্ব পরিবারে পরিবারে দ্বন্দ্ব এটা কিন্তু লেগেই থাকলো। আমাদের সকলের শিক্ষা নেয়া উচিত যেন একটা মেয়ের জন্য যেন আমরা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব না ঘটায়
আসলে ঠিক বলেছেন মামাতো বোন সালমার কারণে দুই ভাইয়ের কথা বলে না। আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দুই ভাইয়ের এক প্রেমিকা গল্পটি পড়ে বেশ মজা পেলাম ভাই। আসলে দুজন ভাইয়ের যদি একজন প্রেমিকা থাকে তাহলে ঝামেলা একটু হতেই পারে। প্রথমদিকে সালমা তৌহিদের সাথে প্রেম করতে রাজি হয়েছিল না কিন্তু অবশেষে প্রেমের ফাঁদে পড়ে যায়। এভাবেই দুই ফ্যামিলির মধ্যে হালকা ঝগড়া লেগে গিয়েছিল। আসলে ভাই দুই ভাই যদি এক মেয়ের সাথে প্রেম করে তাহলে কি আবার দুই ভাইয়ের মধ্যে কোন মিল থাকে। ধন্যবাদ এত সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য।
আসলে আত্মীয়র মাঝে প্রেম করলে সব জায়গাতে কম বেশি ঝগড়া হয়। লাস্ট পর্যন্ত ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নষ্ট। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
কথায় আছে ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও ছিন্ন হয় নারীরও কারণ। আমার কাছেও মনে হচ্ছে সালমা মেয়েটা ভালো না। ভালো হলে দুই ভাইয়ের সাথে প্রেম করতো না। সোহেল হয়তোবা সালমার খারাপ কোনো দিক সম্পর্কে জানতে পেরেছিল,আর সেজন্য তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। যাইহোক সালমার বিয়ে তো হলো অন্য কারো সাথে, কিন্তু তাদের দুই ভাইয়ের দ্বন্দ্ব রয়ে গেল। আশা করি তাদের দ্বন্দ্ব মিটে যাবে। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন সালমার বিয়ে হয়ে গেল অন্য জায়গাতে কিন্তু ভাই ভাই দ্বন্দ্ব রয়ে গেলো। আপনার অসাধারণ মন্তব্য শুনে ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।