(এসো নিজে করি) আর্ট:- রং কলম দিয়ে আঁকা গাছের প্রাকৃতিক দৃশ্যের আর্ট
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি ভাবলাম একটি সুন্দর আর্ট করব। এরকম আর্টগুলো আঁকতে এখন আমার বেশ ভালই লাগে। এখন কিন্তু আমিও চেষ্টা করে বেশ সুন্দর কিছু আর্ট করতে পারি। ধীরে ধীরে কিন্তু আর্ট গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই আজকে একটি সুন্দর আর্ট করার চেষ্টা করলাম। এখন আমি প্রায় চেষ্টা করি ভিন্ন ধরনের আর্ট করার জন্য। কারণ যদি সব ধরনের আর্ট করার চেষ্টা করি তাহলেই সুন্দর আর্ট শিখতে পারবো। তাই আজকে রং কলম দিয়ে বড় একটি বটগাছের এবং চারপাশের প্রাকৃতিক পরিবেশের আর্ট করার চেষ্টা করলাম। মাঝেমধ্যে এখন এই ধরনের আর্ট করতে অনেক ভালো লাগে। আমি অনেক চেষ্টা করে এই আর্ট করলাম। আশাকরি আমার আজকের আর আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছ থেকে উৎসাহ পেলে সব সময় আর্ট করার চেষ্টা করব। তাই আজকে একটি প্রাকৃতিক পরিবেশের সুন্দর একটি আর্ট করলাম। আমি এটি কিভাবে আঁকলাম করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের আর্ট আর আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• আঁকার খাতা
• রং কলম
• কলম
• মার্কার কলম
• পেন্সিল
• স্কেল
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। এরপর মোটা মার্কার কলম দিয়ে একটি গাছ এবং চারপাশের নদী এবং আকাশ এঁকে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
এরপর বড় গাছের ডাল পালা কফি কালারের রং কলম দিয়ে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
এরপর বট গাছের মতো গাছের উপরে পাতাগুলোকে হালকা সবুজ রং কলম দিয়ে সুন্দর করে রং করে নিলাম।
ধাপ - ৪ :
এরপর গাছের একপাশে গোলাপি রঙের পাহাড় এবং সবুজ রঙের ছোট গাছ রং কলম দিয়ে রং করে নিলাম।
ধাপ - ৫ :
এরপর নিচের অংশে নীল রঙের একটি নদী সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
এরপর গাছের মধ্যে একটি দরজা হলুদ রং দিয়ে রং করে উপরে আকাশের মধ্যে কালো রঙের পাখি রং করে নিলাম।
শেষ ধাপ :
এভাবে বড় গাছ এবং চারপাশের প্রাকৃতিক দৃশ্যের আর্ট করে নিলাম। আশা করি আমার এই আর্ট আপনাদের সবার অনেক পছন্দ হবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
রঙিন কলম দিয়ে এত সুন্দর করে দৃশ্যটি অংকন করেছেন দেখে ভালো লাগলো। আর আপনার অংকন চিত্রটি বেশ সুন্দর হয়েছে। দারুন একটি আর্ট করেছেন ভাইয়া। অনেক সুন্দর করে কালারফুল একটি আর্ট করে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে আর্ট নিয়ে মন্তব্য করার জন্য।
https://twitter.com/Jamal7183151345/status/1787777337481941323?t=JefP58NfZGyCSkVYT7TIUA&s=19
আমরা সকলেই অবগত আছি যে, রং পেন্সিল দিয়ে প্রায় সব ধরনের আর্ট করা সম্ভব। আপনি আজকে রং পেন্সিল দিয়ে আঁকা গাছের প্রাকৃতিক দৃশ্যের আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার হাতের আর্ট টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।আর বিশেষ করে আমার কাছে প্রাকৃতিক দৃশ্যের আর্ট গুলো একটু বেশি ভালো লাগে। যাইহোক, আপনি দারুন একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন।
আমার হাতের আর্ট আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
রং কলম দিয়ে অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট করেছেন ভাইয়া। যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। প্রত্যেকটা দৃশ্য খুবই সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এই আর্টে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার আজকের আর্ট দেখে আপনার কাছে ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
রং কলম দিয়ে আপনি খুব সুন্দর একটি আর্ট করেছেন ভাইয়া। তবে গাছের ছবি আঁকা কিন্তু আমার কাছে অসাধারণ মনে হয়েছে। অনেক সুন্দর ছবি অঙ্কন করে আমাদের দেখিয়েছেন। বেশ ভালো লাগলো আপনার এত সুন্দর ছবি আঁকতে দেখে
ভাই আপনার মন্তব্য শুনে আমার কাছে অনেক ভালো লাগলো। আশা করি সুন্দর মন্তব্য করে সাপোর্ট করবেন।
এক কথায় অসাধারণ ছবি এঁকেছেন ভাইয়া। এমন প্রাকৃতিক পরিবেশের চিত্র অঙ্কন করলে আমার দেখতে খুবই ভালো লাগে। আমারও ইচ্ছে জাগে এমন সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করতে থাকি। তবে আমিও খুব শীঘ্রই এমন ছবি আঁকার চেষ্টা করব। বাবু একটু বড় হোক। খুব ভালো লাগলো ভাইয়া, দেখে।
চেষ্টা করিয়েন খুব ভালো আর্ট করতে পারবেন। আসলে ছোট বাবু থাকলে আর্ট করতে একটু সমস্যা হয়। ভালো থাকবেন।
আপনার চিত্রের মাধ্যমে দারুন একটি প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন দেখে সত্যি অনেক ভালো লাগলো।
বিশেষ করে গ্রাম্য রাস্তাঘাট আর গ্রাম্য ঘর অসাধারণ দেখাচ্ছে।
কালার কম্বিনেশন টা দারুন করেছেন।
সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।
আমি চেষ্টা করেছি গ্রামীন পরিবেশ তুলে ধরতে প্রাকৃতিক দৃশ্যের আর্টের মধ্যে। আপনার মন্তব্য শুনে খুব ভালো লাগলো।
ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন। আজকে আপনার শেয়ার করা আটটি ছিল প্রাকৃতিক দৃশ্যের অসাধারণ একটি আর্ট। কি আর বলব ভাইয়া, খুবই ভালো লাগলো আপনার এই আর্টটি দেখতে পেয়ে। প্রাকৃতিক দৃশ্যের মাঝে যে পাখিগুলো উড়ে যাচ্ছে যা আপনার আর্টের মধ্যে লক্ষ্য করছে সত্যি এটি যেন এ দৃশ্যটি আরো আকর্ষণীয় করেছে। অসংখ্য ধন্যবাদ পোস্টটি ধাপে ধাপে শেয়ার করার জন্য।
আসলে আমি চেষ্টা করেছি প্রাকৃতিক দৃশ্যের মধ্যে ভিন্ন ভিন্ন রকম কিছু তুলে ধরতে। এ কারণে পাখিগুলো আর্ট করলাম। তবে মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।
রং কলম দিয়ে আঁকা গাছের দৃশ্যের আর্ট অনেক চমৎকার লাগছে ভাই। আপনার ভিতরে সত্যিই অনেক দক্ষতা রয়েছে না হলে এমন আর্ট করা মুখের কথা নয়। প্রাকৃতিক দৃশ্য দেখতে সবসময়ই অনেক বেশি ভালো লাগে। অনেক সুন্দর একটি আর্ট আমাদের মাঝে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আমি চেষ্টা করেছি সুন্দরভাবে আর্ট করার জন্য প্রাকৃতিক দৃশ্যের। আপনার মন্তব্য শুনে ভালো লাগলো।
প্রাকৃতিক দৃশ্যের এই চিত্রটি আপনি যেভাবে রং কলম দিয়ে অঙ্কন করেছেন, তা সত্যিই অসাধারণ। আপনার এই শিল্পকর্ম দেখে আমারও আর্ট করার প্রেরণা জাগছে। আপনার প্রতিভা এবং সৃজনশীলতা অব্যাহত থাকুক। আরও এমন সুন্দর আর্টের কাজ দেখার আশায় রইলাম, ভাইয়া।
আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো। আসলে আমি চেষ্টা করব সামনে আরো সুন্দর আর্ট করার জন্য।