গল্প :- বিয়ে বাড়িতে ঝগড়া।

in আমার বাংলা ব্লগ11 months ago

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।

IMG-20231115-WA0001.jpg

আজকে আমি খুব সুন্দর একটি বাস্তব ঘটনা গল্প আপনাদের মাঝে শেয়ার করব। আমাদের পাশের এলাকায় একটি মেয়ের বিয়ের ঘটনা। মেয়েটি পড়ালেখা করতেছে নাম হচ্ছে সাদিয়া। মেয়েটি সুন্দর এবং বাড়ির পরিবেশ অনেক ভালো। সৌদি আরব থেকে আসা এক ছেলের সাথে তার বিয়ে ঠিক হল। ছেলেটিও মোটামুটি সুন্দর এবং ছেলেটির টাকা পয়সা আছে। এই কারণে মেয়ের বাবা ওখানে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছে।

যদিও ছেলেটিকে বিয়ের আগে মেয়ের পরিবার এবং মেয়ে দেখেছে। ওই সময় তাদের কোন সমস্যা বলে নাই। বিয়ের দিন যখন ছেলেটি মেয়েদের বাড়িতে আসলো বিয়ে করার জন্য। এবং ছেলের পক্ষ লোকদেরকে খাওয়া-দাওয়া দিয়ে দিলেন এবং তারা খেয়ে ফেলেছেন। যখন জামাই খাওয়া-দাওয়া করতেছে মাথার টুপি খুলে খাওয়া খাইতেছে। এমন সময় মেয়েদের লোকগুলো দেখতেছে ছেলের মাথায় চুল নেই। টাক মাথা দেখে তারা বিয়ের মধ্যে ঝামেলা সৃষ্টি করে দিল।

এবং মেয়ের বাবা ও চাচা বলতেছে এই ছেলের কাছে তাদের মেয়ে বিয়ে দেবে না। ছেলের মাথায় চুল নেই তাদের মেয়ের সাথে ম্যাচিং হবে না। ছেলের পক্ষ লোক গুলো বলতেছে আপনারা আগে দেখেন নাই ছেলের মাথায় চুল নেই। তখন মেয়ের বাবা এবং চাচারা বলতেছে ওই সময় মাথায় চুল ছিল। মানে বর ছেলেটি ওই সময় মাথায় আলগা চুল লাগিয়ে তাদের সাথে দেখা করেছে। এবং আলগা চুলগুলো দেখে তারা বুঝতে পারে নাই এটি অরজিনাল নাকি ডুবলি।

যেদিন বিয়ে ঐদিন বর মাথায় আলগা চুলগুলো লাগাই নাই। হয়তো বা সেই খেয়াল করে নাই। এই কারণে দুই পক্ষে অনেক ঝগড়া লেগে গেল। সাদিয়ার ফ্যামিলি বলতেছে এই ছেলের কাছে তারা মেয়ে বিয়ে দেবে না। ছেলের পক্ষ লোক বলতেছে আমরা এখানে বিয়ে করাবো আমাদেরও মান ইজ্জত আছে। দুই পক্ষের অনেক ঝামেলার পর এক পর্যায়ে তারা হাতাহাতি পর্যন্ত চলে গেল। পরে দুই পক্ষের আবার বসে আলোচনা করতে লাগলো।

মেয়ের পক্ষে লোক গুলো দেখতেছে ছেলের টাকা পয়সা এবং সবকিছু ঠিক আছে শুধু মাথায় চুল নেই। এবং তারা বুঝতে পারল ওই সময় তারা ব্যাপারটি এত খেয়াল করো নাই কাউকে জিজ্ঞাসা করে নাই। আর বরের মাথায় চুল ছিল না সেই এ কথা লুকিয়ে আছে। এবং সে আলগা চুল ব্যবহার করেছে। এই কারণে দুই পক্ষেরই ভুল আছে। অনেক কষ্টের পর লাস্ট পর্যন্ত সাদিয়া এবং সৌদি আরব প্রবাসীর বিয়ে হয়েছে। আসলে এই ঘটনা এলাকায় অনেক হাসাহাসি করতেছে মানুষ। দুই পক্ষ সামান্য জিনিস নিয়ে ঝগড়া লেগে গেল। যাহোক আমার আজকের বাস্তব গল্পটি পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 11 months ago 

পোষ্ট টি পড়ে তো আমারও হাসি পাচ্ছে ভাইয়া।ছেলের মাথায় টাক তাও আবার বিয়ের দিন দেখতে পেয়েছে জন্য বিয়ে ভেঙ্গে যাওয়ার উপক্রম। অবশেষে বিয়েটি হয়েছে জন্য ভালোই লাগলো।আসলে তুচ্ছ বিষয় নিয়ে বিয়ে না ভেঙ্গে ঠিক করেছে তবে বিয়ের আগে ছেলে পক্ষের উচিত হয়নি পরচুলা ব্যাবহার করা।পোষ্ট টি পড়ে শিক্ষা ও পেলাম ভাইয়া।এখন থেকে নিজেদের কারো বিয়ের জন্য ছেলে দেখতে গেলে টেনে দেখতে হবে চুল নকল না কি আসল😄।

 11 months ago 

অনেক সময় বিয়েতে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া লেগে যায় এবং বিয়ে ভেঙে দেয়। তারা নকল চুলগুলো আগে খেয়াল করে নাই। সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 11 months ago 

এই ধরনের সমস্যাগুলো অনেক জায়গায় দেখা যায়। তবে বিয়ের বিষয়ে কোন কিছুর ঢেকে রাখা উচিত নয়। নিজের যেমন তেমন ভাবে উপস্থাপন করলে এই সমস্যাটা কখনোই হতো না। যখন দেখাশোনা হয়েছে তখন যদি তার নিজের বাস্তব চেহারাটা তাদের সামনে তুলে ধরত তা যেটা খুব স্বাভাবিকভাবে নিত। আমি বলব এক একটা ছেলের দোষটায় বেশি। যাক শেষ পর্যন্ত বিয়ে হয়েছে শুনে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ঠিক বলেছেন এই ধরনের সমস্যাগুলো অনেক জায়গায় দেখা যায়। অনেক সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

সাদিয়া তো আমার স্ত্রীর নাম 😅😅😅।বর্তমান সময়ে মেয়ের বাবা মা টাকা দেখেই মেয়ের বিয়ে দিচ্ছে কিন্তু মানুষটা ভালো কিনা সেটা দেখছে না। এটা লাস্টে বুঝতে পারে যখন মেয়েটা অত্যাচারিত হয় প্রতারিত হয় বারবার। মানুষটা ভালো কিনা সেটা দেখতে হবে। যে আগে কি ভালো করে খোঁজ নেয়নি যে জামাইয়ের মাথায় চুল আছে কিনা। আসলে আমাদের দৃষ্টিভঙ্গি এতটা খারাপ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। সংসার করবো আমরা মানুষটার সাথে চুলের সাথে না। একটা সময় দেখবেন চেহারা সুন্দর্য এসব কিছু আর কাজে আসবে না। যদি মানুষটি চরিত্র ব্যবহার গুন ভালো থাকে তাহলে সংসারটি অনেক সুন্দর ভাবে গড়ে উঠবে। খুবই দুঃখজনক লাগল যে একপর্যায়ে হাতাহাতি পর্যন্ত চলে গেল। আসলে মানুষ তো এখনকার
সময় মনুষত্ব দিন দিন হারিয়ে ফেলছে।যাইহোক গল্পটি পড়ে খারাপ লাগলো ও হাসিও পেল লাস্টে কিন্তু টাকার কারনেই সবকিছু ঠিকঠাক হলো অযথা ঝগড়া করা ।

 11 months ago 

আপনার ওয়াইফের নাম সাদিয়া তা আমি জানি। আপনি খুব সুন্দর করে আমার পোস্ট নিয়ে মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

হিহিহি। হাসতে হাসতে শেষ। এমন গল্প কেউ লেখে। পেটের ভাত তো ধুয়ে দিলেন। আহারে বেচারা। কেন যেন সেদিন আলগা চুল গুলো পড়ে আসেননি। তাহলে এমন ঝগড়া আর হয় না। দারুন লিখেছেন আজ। পড়তে পড়তে মনটাই ভালো হয়ে গেল। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

আমি লিখেছি এই গল্প কেউ না লেখলেও নাই। গল্প পড়ে হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাচ্ছে। যাহোক সুন্দর করে মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আপনার পোস্ট পড়ে তো আমি হাসতে হাসতে একেবারে ক্লান্ত। ভেবেছিলাম কিনা কি বিষয় নিয়ে দুই ফ্যামিলির মধ্যে ঝগড়া হচ্ছে। এখন তো দেখলাম ছেলের চুল না থাকার কারণে ঝগড়া হচ্ছে। হা হা হা। সত্যি অনেক বেশি হাসি পেয়েছে আমার। এখানে কিন্তু দুই পক্ষের দোষ রয়েছে। যাইহোক পরবর্তীতে সমস্যাটার সমাধান হয়েছিল এবং তাদের বিয়েটা হয়েছিল দেখছি। তবে এই ঝগড়া হাতাহাতি পর্যন্ত গিয়েছিল এটা ভাবতেই খারাপ লাগছে।

 11 months ago 

হ্যাঁ আপু চুল নিয়ে অনেক বড় ঝগড়া লেগে গেল। লাস্ট পর্যন্ত ঝগড়া সমাধা হয়ে বিয়ে হল । অনেক সুন্দর করে মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আসলে এরকম সম্বন্ধ ঠিক করার আগে একটা মানুষের সম্পর্কে সবকিছু জেনে নেওয়া উচিত। এমনকি সব বিষয় তার খোঁজখবর নেওয়া উচিত। আসলে একটা মেয়ে বিয়ে করার আগে ছেলের সব দিক চিন্তা করে। কিন্তু অনেক সময় দেখা যায় বাবা-মা ছেলের টাকা দেখে বিয়ে দিয়ে দেয়। যাইহোক এত ঝামেলার পর দেখছি তাদের বিয়েটা হয়েছিল।

 11 months ago 

ঠিক বলেছেন বিয়ে ঠিক করার আগে এইসব জিনিসগুলো ভালোভাবে দেখা করা দরকার। অনেক সুন্দর করে মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আসলে এ ধরনের কিছু কিছু ঘটনা খুব অহরহই হচ্ছে।খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। আপনার শেয়ার করা গল্পটি পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে আমি মনে করি বিয়ে শাদির ব্যাপারে সবাই সবাইকে সবগুলো বিষয়ে খোলামেলাভাবে বলাই উত্তম। যাইহোক সর্বশেষ বিয়েটা ভেঙ্গে যায় নাই এবং বিয়ে সম্পন্ন হয়েছে জেনে ভালো লাগলো। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 11 months ago 

বিয়েটি ভেঙ্গে যাওয়া সম্ভাবনা অনেক বেশি ছিল লাস্ট পর্যন্ত মেয়ের বাবা এবং চাচার জন্য বিয়ে টি হল। সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

গল্পটি ভালো লেগেছে ভাইয়া অনেক।কিন্তু বিয়ের ব্যপারে সত্যিই কথা জানিয়েই বিয়ে করা ভালো কেননা এটা একধরনের প্রতারণা হয়।ইসলামে এটা সমর্থন করেনা।হাসির ছিল বেশ গল্পটি ভালো লাগলো ।বিয়ে বাড়ীতে এসকল বিষয় অহরহ দেখা যায়।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 11 months ago 

আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো সুন্দর মন্তব্য করার জন্য গল্প নিয়ে তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 60767.58
ETH 2376.67
USDT 1.00
SBD 2.57