জেনারেল রাইটিং:-অন্যের সাথে বন্ধুত্ব করার আগে নিজের সাথে বন্ধুত্ব করুন।

in আমার বাংলা ব্লগ4 months ago

IMG-20240303-WA0006.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করব শিক্ষনীয়।অন্যের সাথে বন্ধুত্ব করার আগে নিজের সাথে বন্ধুত্ব করুন। অন্যের সাথে বন্ধুত্ব করার আগে নিজের সাথে বন্ধুত্ব করা আমাদের সকলের দরকার। আমাদের জীবনে চলার পথে আমরা অনেক জনের সাথে বন্ধুত্ব করি। আসলে বন্ধুত্ব হচ্ছে এক ধরনের আত্মীয়তা। কিছু কিছু বন্ধুত্ব আছে যেগুলোর সাথে আমরা আমাদের সবকিছু শেয়ার করে থাকি। আর এই বন্ধুত্বগুলো আমাদের কতটুকু মূল্যায়ন করতে পারে।

আমরা যদি নিজের সাথে নিজের বন্ধুত্ব করি তাহলে ওখানে প্রতারণার কোন কিছু নেই। অন্য মানুষের সাথে বন্ধুত্ব করলে ওখানে প্রতারণা হওয়া সম্ভাবনা থাকে। বন্ধুত্ব শব্দটি অনেক ছোট কিন্তু এর গভীরতা অনেক বড়। তাই বন্ধুত্ব অন্যের সাথে করার আগে আমরা আমাদের মনের সাথে বন্ধুত্ব করলে সেটাই উত্তম হবে। বন্ধুত্ব এর আকার নির্ধারণ করা যায় না। বন্ধুত্ব হচ্ছে এক ধরনের জটিল সম্পর্ক। তবে বন্ধুত্ব করার চেয়ে বন্ধুত্ব নষ্ট করা অনেক সহজ।

তাই আমরা যদি নিজের সাথে বন্ধুত্ব করি ওই বন্ধুত্ব কখনো নষ্ট হয় না। নিজের সাথে বন্ধুত্ব করলে নিজের বন্ধুত্বের মূল্যায়ন করা যায়। কোন বন্ধু কত টুকু আপন সেটি বুঝা যায়। তাই অন্যের সাথে বন্ধুত্ব করার আগে নিজের মনকে জয় করা দরকার। বন্ধুত্ব করার পর যখন আমরা বন্ধুর কাছে প্রতারণা হয় তখন মন থেকে অনেক কষ্ট হয়। স্বার্থপর বন্ধুত্বের কারণে অনেক সময় মানুষ একদম নিঃস্ব হয়ে যায়। নিজের মনের সাথে বন্ধুত্ব করলে কখনো নিঃস্ব হওয়া সম্ভাবনা থাকে না।

তাই অন্য মানুষের সাথে বন্ধুত্ব করার আগে নিজের মন এবং বিবেকের সাথে বন্ধুত্ব করা বেশি দরকার। বন্ধুত্ব হচ্ছে বড় এক ধরনের সম্পর্ক। বন্ধুত্বের কোন আকার নেই ভেদাভেদ নেই। যখন এই বন্ধুত্বের কোন আকার বা ভেদাভেদ ভুলে মানুষ যখন স্বার্থপর করে তখন অনেক কষ্ট হয়। তাই কারো সাথে বন্ধুত্ব করার আগে চিন্তা করা দরকার নিজের মনের সাথে। নিজের মনের সাথে যদি বন্ধুত্ব করা যায় ওটাই উত্তম। আমি মনে করি কারো সাথে বন্ধুত্ব করে প্রতারণা হওয়ার চেয়ে নিজের সাথে বন্ধুত্ব করাই ভালো।

নিজের সাথে বন্ধুত্ব করলে কখনো হারানোর ভয় থাকে না। নিজের মন সবসময় ভালো উপদেশ দিয়ে থাকবে। এবং নিজে বারবার চিন্তাভাবনা করে কাজ করা যায় নিজের সাথে বন্ধুত্ব করলে। তাই অন্য মানুষের সাথে বন্ধুত্ব করার আগে নিজের সাথে বন্ধুত্ব করা বেশি জরুরী। নিজের মন এবং বিবেক যদি খরচ করে বন্ধুত্ব নিজের মনের সাথে করেন ।তাহলে কখনো হারানোর কিছু থাকে না। তাই আমার মতে নিজের সাথে বন্ধুত্ব করাই বেশি উত্তম। আশা করি আমার টপিক পড়ে আপনাদের সবার খুব ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 4 months ago 

ভাই কথায় বলে না যে অনেক বন্ধুর দরকার নেই ৷ দিনশেষে একজন ভালো বন্ধুই দরকার ৷ আর বন্ধু অনেক থাকবে তবে বন্ধুত্ব একজন যে সুখে দুঃখে পাশে থাকে ৷ যা হোক তবে এটা ঠিক বলেছেন যে অন্যের সঙ্গে বন্ধত্ব করার আগে নিজের সাথে বন্ধত্ব হওয়া দরকার ৷ অনেক সুন্দর একটি টপিক তুলে ধরেছেন ৷ অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভাই ৷

 4 months ago 

অনেক বন্ধুর সেয়ে ভালো মানে একটি বন্ধু থাকলে যথেষ্ট। আর নিজের সাথে বন্ধুত্ব করাটাই উত্তম। আপনার মন্তব্য শুনে খুব ভালো লাগলো।

 4 months ago 

ঠিক বলেছেন অন্যের সাথে বন্ধুত্ব করলে সব সময় কষ্ট পেতে হয় কিংবা প্রতারণার শিকার হতে হয় । আর এখনকার দিনে মানুষ সবাই স্বার্থলোভী । নিজের সাথে বন্ধুত্ব করাটাই ভালো এখানে স্বার্থ বলতে কিছু থাকে না এবং প্রতারিত হওয়ার কোন সম্ভাবনাই থাকে না । আগে নিজেকে ভালোভাবে চিনতেও জানতে পারলে অপর সম্বন্ধে কোন কিছু জানা ও বোঝা যায় ।

 4 months ago 

হ্যাঁ আপু নিজের সাথে বন্ধুত্ব করাটাই ভালো। আপনার সুন্দর মন্তব্য শুনে খুব ভালো লাগলো।

 4 months ago 

ঠিক কথা বলেছেন, আমরা যদি নিজের সাথে বন্ধুত্ব করি তাহলে কোন প্রতারণা শিকার হতে হয় না কিন্তু আমরা যখন বন্ধু নির্বাচন করতে চাই সব সময় ভুল বন্ধু নির্বাচন করি কারণ বন্ধু নির্বাচন একটা ব্যক্তির জীবনে ব্যাপক্য ভূমিকা রাখে।একটা খারাপ বন্ধুর সংস্পর্শে জীবনটা শেষ হয়ে যেতেও পারে কিন্তু একটা ভালো বন্ধুর সংস্পর্শে জীবনটা অনেক সুন্দর হয়ে গড়ে ওঠে। ঠিক কথা বলেছেন বন্ধুত্বের কোন আকার নেই কিন্তু বর্তমানে বন্ধুত্ব শুধু স্বার্থ আর স্বার্থ। নিজের মনের সাথেই বন্ধুত্ব করা উচিত তাহলে জীবনটা অনেক সুন্দর ভাবে গড়ে উঠবে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

হ্যাঁ আমরা অনেক সময় বন্ধুত্ব করতে ঠিকমত বন্ধুত্ব চিনি না এই কারণে প্রতারণার শিকার হয়। আপনার সুন্দর মন্তব্য শুনে খুব ভালো লাগলো।

 4 months ago 

জীবনে প্রতিটা মানুষের চলার পথে বন্ধু প্রয়োজন। জীবনে এমন কিছু বন্ধু পেয়েছি যাদের সাথে আজীবন চলা যায় । যে সম্পর্কটা এখনো টিকে আছে। হয়তো এক সময় অনেক জায়গায় বসে আড্ডা দিয়েছি এখন কর্মব্যস্ততার কারণে সবাই আলাদা হয়ে গিয়েছি। নিজের জীবনটা এখন নিজের মতই উপভোগ করছি। যেটা নিজের বন্ধনে আবদ্ধ । বন্ধুত্ব শব্দটি নিয়ে ভালই আলোচনা করেছেন ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 4 months ago 

জীবনে ভালো বন্ধুত্ব পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার। আপনার সুন্দর মন্তব্য জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

অন্যর সাথে বন্ধুত্ব করার পূর্বে নিজের মন বিবেকের সঙ্গে বন্ধুত্ব করা দরকার এ কথাটা একদম সঠিক বলেছেন ভাই আপনার সাথে আমি একমত। খুবই জ্ঞানী কথা আপনার পোস্ট থেকে জানতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

আমরা যদি নিজের সাথে বন্ধুত্ব করি তাহলে প্রতারণা হওয়ার কোন সম্ভাবনা নেই। আমার পোস্ট নিয়ে সুন্দর মন্তব্য করেছেন।

 4 months ago 

নিজের সঙ্গে বন্ধুত্ব করাটা সবারই জরুরী। তবে মাঝে মাঝে অন্য বন্ধুদেরও প্রয়োজন হয় ।তবে এখনকার সমাজে স্বার্থপর বন্ধুর সংখ্যাই বেশি ।তারপরেও মানুষ সামাজিক জীব বন্ধু ছাড়া চলতে পারে না ।বন্ধুত্ব মানুষকে করতেই হয়। তবে বন্ধুদের সঙ্গে কাটানোর সময় সত্যি অনেক মধুর হয়ে থাকে ।একটা সময় মানুষ বন্ধু ছাড়া যখন একাকী হয়ে পড়ে তখন নিজের সঙ্গেই বন্ধুত্ব করে তাকে টিকে থাকতে হয়। যাইহোক ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

হ্যাঁ আপু নিজের সঙ্গে বন্ধুত্ব করাটাই সবাই জরুরী আমিও মনে করি। অসাধারণ মন্তব্য করেছেন আমার পোস্ট নিয়ে।

 4 months ago 

আপনি আজকে বেশ চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট লিখেছেন। আসলেই আমাদের নিজেদের সাথে বন্ধুত্ব করা উত্তম। তবে জীবনে চলার পথে মাঝে মাঝে কিছু বন্ধ প্রয়োজন হয়। তবে বন্ধুত্ব করার আগে সঠিক মানুষ বেছে বন্ধুত্ব করতে পারলে প্রতারনার শীকার হাতে হয় না। কিন্তু সবার আগে নিজেকে ভালোবাসতে হবে এবং নিজের মনের সাথে বন্ধুত্ব করা বেশি জরুরি। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 4 months ago 

আমার টপিক পড়ে অনেক সুন্দর মন্তব্য করেছেন। আপনার উচ্চতা মুলক মন্তব্য শুনে খুব ভালো লাগলো।

 4 months ago 

এখন তো প্রতারণা টা বেশিরভাগ সময় দেখা যায়। কারো সাথে যদি আমরা বন্ধুত্ব করি, তাহলে সেই মানুষটা আমাদের সাথে শেষ পর্যন্ত প্রতারণা করে, আমাদেরকে ঠকায়। এর থেকে ভালো আমরা যদি অন্যের সাথে বন্ধুত্ব না করে নিজের সাথে বন্ধুত্ব করি, তাহলে সেখানে প্রতারণা থেকে শুরু করে কোন কিছুই থাকবে না। আপনি আজকে বাস্তবতাকে অনেক সুন্দর করে তুলে ধরেছেন এই পোষ্টের মধ্যে। নিজের সাথে যদি আমরা বন্ধুত্ব করি, তাহলে নিজের প্রতি আত্মবিশ্বাসটা আমাদের আরো অনেক বেশি বেড়ে যাবে। তখন আর কোন কনফিউশন থাকবে না আমাদের মধ্যে।

 4 months ago 

হ্যাঁ আপু এখন বেশিরভাগ সময় দেখা যায় বন্ধুত্বের মধ্যে প্রতারণা হয়। আমার পোস্ট নিয়ে অসাধারণ মন্তব্য করেছেন ।তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

একজন মানুষ সবচেয়ে বেশি ভালবাসে সেই নিজেকে। নিজেকে প্রাধান্য দেওয়া নিজের মনের কথা গুলো বোঝা আমাদের সকলেরই উচিত। আমি কার সাথে বন্ধুত্ব করব কিংবা কার সাথে চলাফেরা করব সেটা আমার মন থেকে সাই দিতে হবে। ঠিক বলছেন আপনি একজন বন্ধুর সাথে সম্পর্ক তৈরি করার আগে নিজের অনুভূতিটা বোঝা দরকার। সেটা আপনার ক্ষেত্রে নয় প্রতিটি মানুষের হওয়া উচিত। অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ লেখা গুলো শেয়ার করার জন্য।

 4 months ago 

একজন মানুষ সবচেয়ে বেশি ভালবাসে তার নিজেকে কথাটা একদম সত্য। আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57062.81
ETH 3068.42
USDT 1.00
SBD 2.43