"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪২ || ডাই কন্টেস্ট কাগজ দিয়ে পদ্মফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ11 months ago

shy-fox

1692522712922.jpg

1692522713048.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। এবারের প্রতিযোগিতাটা দেখি আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ভীষণ ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে ইতিমধ্যে আমি নিজেই অনেক কিছু তৈরি করেছি। তাই জন্য মূলত এখন রঙিন কাগজের তৈরি করার একটা অভ্যেস হয়েছে। এজন্যই এবার প্রতিযোগিতা আমার বেশ পছন্দ হয়েছে। তাই জন্যই তো আমি রঙিন কাগজ দিয়ে তৈরি করতে বসে পড়ি। কিন্তু যেহেতু এটা একটা প্রতিযোগিতা তার জন্য কি তৈরি করব এটা ভাবতে শুরু করলাম। আসলে প্রতিযোগিতায় একটু ইউনিক এবং সুন্দর কিছু না হলে ভালো লাগবে না। আমি আর আমার স্ত্রী দুজনে মিলে ঠিক করলাম আমি পদ্ম ফুল তৈরি করব। রহিম কাগজের তৈরি খুব সুন্দর সুন্দর পদ্ম ফুল দেখেছিলাম। সে অনুসারে পদ্ম ফুলগুলো তৈরি করা শুরু করি। আসলে এই পদ্মফুলগুলো তৈরি করতে আমার অনেক বেশি সময় লেগে গিয়েছিল। সত্যি বলতে এগুলো তৈরি করার সময় আমার স্ত্রীও অনেক সাহায্য করেছে। তবে পুরো ফুল গুলো তৈরি করার পর দেখতে খুবই ভালো লেগেছে। আসলে এগুলো তৈরি করার পর এত বেশি চমৎকার লেগেছিল, এরপর আর কোন কষ্টই মনে হয়নি। বিশেষ করে ফটোগ্রাফি করার পর আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এবারের প্রতিযোগিতায় আসলে ভিন্ন রকমের একটা অভিজ্ঞতা হয়েছে। আশাকরি আমার পদ্ম ফুলগুলো তৈরি করা আপনাদের খুবই ভালো লাগবে।

1692522712986.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• জলরং
• রং করার তুলি
• গাম
• কাঁচি
• পেন্সিল
• স্কেল

IMG_20230819_233040.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর কয়েকটি হালকা আর গারো গোলাপি রঙিন কাগজ চারকোনা করে ছোট করে কেটে নিলাম।

IMG_20230819_233341.jpg

ধাপ - ২ :

এরপর সেই সেই গোলাপি রঙিন কাগজগুলোকে বিভিন্ন রকম ভাবে কয়েকটি ভাজ দিয়ে নিলাম।

IMG_20230819_233404.jpg

ধাপ - ৩ :

এরপর সেই ভাঁজ করা রঙিন কাগজ গুলোকে পাতার মতো করে কেটে কয়েকটি বিভিন্ন রকমের ছোট বড় ফুল তৈরি করে নিলাম।

IMG_20230819_233458.jpg

ধাপ - ৪ :

এরপর ঘাম দিয়ে বড় থেকে ছোট ফুলগুলোকে জোড়া লাগিয়ে পদ্মফুল তৈরি করে নিলাম।

IMG_20230819_233521.jpg

ধাপ - ৫ :

এরপর আরো কয়েকটি ছোট পদ্ম ফুল কেটে নিয়ে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20230819_233550.jpg

ধাপ - ৬ :

এরপর কয়েকটি সবুজ কাগজ ভাজ করে গোল করে কেটে পদ্মফুলের পাতার মত তৈরি করে নিলাম।

IMG_20230819_233816.jpg

ধাপ - ৭ :

এরপর ওই পদ্ম ফুলের পাতাগুলোর মধ্যে জল রং দিয়ে মাঝখানে সুন্দরভাবে ফুলের পাতার আকৃতির মত তৈরি করে নিলাম।

IMG_20230819_233835.jpg

ধাপ - ৮ :

এরপর পুরনো মোবাইলের বক্সের চারপাশে কালো রঙিন কাগজ দিয়ে ঘাম লাগিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20230819_233853.jpg

ধাপ - ৯ :

এরপর সবুজ রঙিন কাগজ গুলোকে ছোট বড় করে কেটে নিয়ে ছোট ছোট কয়েকটি লাঠি তৈরি করে নিলাম।

IMG_20230819_233258.jpg

ধাপ - ১০ :

এর পর ছোট বড় পদ্ম ফুল গুলোকে লাঠির সাথে ঘাম লাগিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20230819_233931.jpg

ধাপ - ১১ :

এরপর ফুলের পাতাগুলো কেউ সুন্দর করে ঘাম গিয়ে লাঠির সাথে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20230819_233952.jpg

ধাপ - ১২ :

এরপর মোবাইলের পুরনো বাক্সের উপরে ঘাম লাগিয়ে পদ্ম ফুল গুলোকে এক এক করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20230819_234101.jpg

ধাপ - ১৩ :

এরপর পদ্মা ফুলগুলো চারপাশে পদ্ম ফুলের পাতাগুলো কেউ ছোট বড় করে সুন্দর করে ফুলের চারপাশে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20230819_234156.jpg

শেষ ধাপ :

এভাবে আমি অনেক চেষ্টার পরে পদ্ম ফুল তৈরি করে নিলাম। আশা করি আমার তৈরি করা এই পদ্মফুল আপনাদের সবার অনেক পছন্দ হবে। ধন্যবাদ সবাইকে সবাই অনেক ভালো থাকবেন।

1692522713048.jpg

1692522712906.jpg

1692522712922.jpg

1692522712971.jpg

1692522712986.jpg

1692522712890.jpg

1692522712873.jpg

1692522713002.jpg

1692522712955.jpg

1692522712938.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 11 months ago 

আপনি যেভাবে রঙিন কাগজ দিয়ে পদ্ম ফুল তৈরি করেছেন তা দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া। ফুলের সাথে সাথে পাতা তৈরি করার কারণে এটা আরো বেশি সুন্দর হয়েছে। আশা করি এই প্রতিযোগিতায় আপনি একটা ভালো অবস্থান অর্জন করতে পারবেন।

 11 months ago 

আপনার উৎসাহ মূলক মন্তব্য করে আরো অনেক অনেক খুশি হলাম।

 11 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। খুব সুন্দর রঙ্গিন কাগজ দিয়ে পদ্ম ফুল তৈরি করেছেন। ফুল গুলো দেখতে খুব সুন্দর লাগছে। কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। দেখে বোঝা যাচ্ছে অনেক সময় ও ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 11 months ago 

চেষ্টা করেছি সুন্দরভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আমার ফুল আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 11 months ago 

আপনি আমার বাংলা ব্লগের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন জেনে ভালো লাগলো। কাগজ দিয়ে তৈরি পদ্মফুলটি অসম্ভব সুন্দর হয়েছে। কাগজের পদ্ম ফুলটি দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে খুবই নিখুঁতভাবে ফুলগুলো তৈরি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 11 months ago 

সব সময় এভাবে চেষ্টা করে যাব যাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

ঠিক তাই এবারের প্রতিযোগিতার বিষয়টি বেশ পছন্দের সকল ইউজারের । আর রঙ্গিন কাগজ দিয়ে যে কোন জিনিস বানানো হোক না কেন তা দেখতে বেশ সুন্দর লাগে। আপনি রঙ্গিন কাগজ দিয়ে বেশ সুন্দর পদ্মফুল বানিয়েছেন। দেখতে বেশ সুন্দর হয়েছে। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 11 months ago 

আমার কাছেও এবারের প্রতিযোগিতার বিষয়টি অনেক ভালো লেগেছে। সবাই অনেক সুন্দর সুন্দর ফুল তৈরি করতেছে।

 11 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন শুনে বেশ ভালো লাগলো ভাইয়া। কাগজের পদ্ম ফুল গুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। মনে হচ্ছে আপনি প্রতিযোগিতায় প্রথম হবেন। পদ্মফুলগুলো দেখে একদম সত্যি মনে হচ্ছে। খুবই ভালো লাগলো আপনার পোস্ট দেখে ওপরে। ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

আমার তৈরি করা পদ্মফুল আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 11 months ago 

সত্যি বলেছেন ভাইয়া প্রতিযোগিতায় একটু ইউনিক না হলে ভালো লাগেনা। আপনার পদ্মফুলগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ফুলগুলো তৈরি করতে আপনার ওয়াইফ আপনাকে সাহায্য করছে জেনে আরো ভালো লাগলো। ফুল কিভাবে তৈরি করেছেন তার প্রতিটি তাপ আমাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ শুধু একটি ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

আসলেই আমিও চাই সবাই এই প্রতিযোগিতায় খুব ভালোভাবে অংশগ্রহণ করুক। আপনার ভালো লেগেছে জেনে আরো খুশি হতাম।

 11 months ago 

এই প্রতিযোগিতার টি খুবই সুন্দর হয়েছে, আমরা অনেক ক্রিয়েটিভ কিছু জিনিস দেখতে পারবো, আপনার তৈরি করা কাগজের পদ্ম ফুলটাও দেখার মত সুন্দর।

 11 months ago 

ঠিক বলেছেন সবার ক্রিয়েটিভিটি টা এবারের প্রতিযোগিতায় অনেক সুন্দরভাবে ফুটে উঠবে।

 11 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে শুভকামনা। আপনি এই পদ্মফুল অনেক সময় এবং ধৈর্য সহকারে তৈরি করেছেন। দেখে বোঝাই যাচ্ছে আপনার অনেক পরিশ্রম হয়েছে কাগজ দিয়ে পদ্মফুল তৈরি করতে। আপনার পদ্ম ফুল তৈরি করাটা অনেক নিখুঁত হয়েছে এবং সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আপনার শুভ কামনা পেয়ে আমি নিজেও অনেক অনেক আনন্দিত।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ দক্ষতার সাথে পদ্মফুল তৈরি করেছেন। এই পদ্মফুল তৈরি করার উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। ধাপে ধাপেও তৈরি করার উপস্থাপন থেকে শিখতে পারলাম।

 11 months ago 

আমার তৈরি করা ফুল আপনার কাছে ভালো লেগেছে জেনে শুনে খুশি হলাম।

 11 months ago 

মনে হচ্ছে যে আপনি গাছ থেকে তরতাজা ফুল গুলো নিয়ে আসলেন। এত সুন্দর হয়েছে আমি দেখে মুগ্ধ হয়ে গেছি চোখ ফেরানো যাচ্ছে না। এত সুন্দর ভাবে আপনি তৈরি করলেন পদ্মফুলে প্রজেক্ট। অনেক সুন্দর হয়েছে ভাই আপনার তৈরি করা ফুলগুলো। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 11 months ago 

চেষ্টা করেছি আপু সুন্দরভাবে ফুলগুলো সাজিয়ে আপনাদের মাঝে তুলে ধরার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67024.68
ETH 3312.25
USDT 1.00
SBD 2.74