নিজের লেখা কবিতা: কষ্ট
ক্যানভা দিয়ে তৈরি,
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা একটি কবিতা শেয়ার করব। এর আগে আমি কখনো কবিতা লেখার চেষ্টা করিনি। এই কবিতাটি আমার প্রথম লেখা কবিতা। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার পর থেকে এখন প্রতিনিয়ত কবিতা লেখার চেষ্টা করি। আমি আশা করি আস্তে আস্তে খুব সুন্দর সুন্দর কবিতা আপনাদের
আসলে আমি এই কবিতাটি লিখেছি কষ্টকে নিয়ে। কষ্ট এমন একটা শব্দ তা বলে শেষ করা যাবেনা। কষ্টের কারণে সুখের এত মূল্যায়ন। কষ্ট না থাকলে সুখের কোন দাম থাকতো না। আসলে আমি কবিতাটি অনেক চিন্তা ভাবনা করে বাস্তবতা নিয়ে কবিতাটি লেখেছি। কবিতা লিখতে হলে অনেক চিন্তাভাবনা করে লেখতে হয়। কবিতার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। তবে কবিতা লেখা এত সহজ নয়। কবিতা পড়তে যেমন ভাল লাগে দেখতে কিন্তু অনেক কঠিন লাগে। আসলে আজকে আমি কবিতাটি নিজের বাস্তবতা নিয়ে লিখেছি। হয়তো কবিতাটি আপনাদের কারো কাছে ভালো লাগবে আমার কারো কাছে খারাপ লাগতে পারে। যদি আমার কবিতাটি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তাহলে সামনে আরো নতুন নতুন কবিতা লেখা আগ্রহ জন্মাবে।
কবিতার নাম :: কষ্ট
কষ্ট এমন একটা শব্দ
যা বলে যাবে না শেষ করা ,
কষ্ট মানুষকে ভিতর থেকে
অনেক দুঃখ দিয়ে থাকে।
মানুষ কষ্টকে অনেক ঘৃণা করে,
তারপরও কষ্ট মানুষের সাথে
নিত্যদিনের মতো বসবাস করে।
কষ্টের কারণে মানুষ অনেক সময়।
অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করে।
মানুষ যেমন ভালোবাসে মানুষকে
না পেলে অনেক কষ্ট পায়।
তারপরও মানুষ মানুষকে
ভালোবেসে যায়।
ভালোবাসার কারনে অনেক সময়
সবচেয়ে আপন মা-বাবাকে ছেড়ে
প্রিয় মানুষের হাত ধরে দূরে চলে যায়
সারা জীবন মা বাবা কষ্ট পায়।
অথচ সেই প্রিয় মানুষটি
এত বড় কষ্ট দিয়ে থাকে।
তা বলে বোঝানো যাবে না।
তাই কষ্টকে আলিঙ্গন করে
মানুষ বাঁচতে হবে।
কষ্টকে বাদ দিয়ে
সুখ আশা করা যাবে না।
তেমন কষ্টই আমাদের নিত্য সঙ্গী।
কষ্টকে বুকে নিয়ে সুখের খোঁজে পথ চলি।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://twitter.com/Jamal7183151345/status/1666443550857232384?s=20
অসাধারণ কবিতা লিখেছেন, আপনার কবিতা পড়ে খুবি ভালো লেগেছে আমার। বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ ছিলো।
আমার কবিতা পড়ে আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
ভাই আপনি আজকে আমাদের মাঝে আপনার নিজের লেখা স্বরচিত কবিতা শেয়ার করেছেন। কবিতার টাইটেল দেখে বোঝা যাচ্ছে কবিতাটি খুব কষ্টদায়ক। ঠিক বলেছেন ভাই আপনি কষ্ট মানুষের ভেতর থেকে খুবই দুঃখ দিয়ে থাকে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।
আপনি দেখছি টাইটেল দেখে অনেকটা বুঝে গেলেন। কবিতা নিয়ে সুন্দর মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।
দারুন কবিতা লিখলেন ভাইয়া কষ্ট নিয়ে পড়ে অনেক ভালো লাগলো। আসলে আমাদের জীবনের চলার পথে সুখ এবং কষ্ট দুইটি পার্ট আছে। কষ্ট ছাড়া যেমন সুখ মিলে না তেমনি সুখ পেতে হলে কষ্ট করতে হয়। সেই কষ্টকে নিয়ে আপনি অসাধারণ একটি কবিতা লিখে নিলেন পড়ে অনেক ভালো লেগেছে কবিতার কথা গুলো।
ঠিক বলেছেন আপু চলার পথে আমাদের দুঃখ কষ্ট থাকে। তাই নিয়ে আমাদের জীবন যাপন করতে হয়। আপনাকে অনেক ধন্যবাদ খুব সুন্দর মন্তব্য করার জন্য।
খুবই ভালো লেগেছে আপনার এত সুন্দর একটি কবিতা পড়ে। কবিতাটা আমার কাছে খুবই ভালো লাগলো এই জন্য যে কবিতার মধ্যে খুব সুন্দর কিছু কথা উপস্থাপন করেছেন প্রত্যেকটা লাইনে। আর লাইন যেন ছিল অসাধারণ।
সুন্দর মন্তব্য করায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।