জেনারেল রাইটিং:-দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই।

in আমার বাংলা ব্লগ7 months ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

IMG-20231217-WA0007.jpg

আজকে আমি খুব মূল্যবান একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আমরা মানুষ তাই আমাদের চলার পথে অনেক ধরনের বন্ধু এবং পরিচিত লোক থাকে। এই চলার পথে কয়জন আমাদের ভালো বন্ধু হয়েছে। এবং কতটুক আন্তরিকতা আছে বন্ধু হওয়ার জন্য। চলার পথে অনেকজনই অনেক রকমের কথা বলে আন্তরিকতা দেখায়। বাস্তব অর্থে এই লোকগুলো আমাদের কতটুকু বন্ধু হয়েছে বুঝতে হবে। বন্ধু এমন একটি শব্দ যার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না।

এমন এমন বন্ধু আছে বিপদের সময় তারা পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করে। আবার অনেক বন্ধু আছে সু সময়ে খুব সুন্দর সুন্দর কথা বলে। বিপদের সময়ে এই বন্ধুগুলো পাওয়া যায় না। দুর্ভাগাবান তারা যাদের প্রকৃত বন্ধু নেই। অনেক মানুষ আছে বন্ধুর চেয়ে শত্রু বেশি বানায়। বিশেষ করে মুখের ব্যবহারের কারণে এরকম বন্ধুর চেয়ে শত্রু বেশি হয়। বন্ধুত্ব এমন যে আপনি তার জন্য আন্তরিকতা দেখাতে হবে সে আপনার জন্য আন্তরিকতা দেখাতে হবে। কারো বিপদ দেখলে হাসি ঠাট্টা করাও ঠিক না।

যদি আপনি ভাল বন্ধু তৈরি করতে পারেন আপনার জন্য ভালো। আর যদি আপনি বন্ধু না বানাতে পারেন তাহলে দুর্ভাগা আপনি। কারণ বন্ধুর মধ্যেও অনেক ধরনের পার্থক্য আছে। কিছু বন্ধু সুবিধা নেওয়ার জন্য বন্ধুত্ব করে। আর কিছু প্রকৃতি বন্ধু আছে আপনার পাশে এসে দাঁড়াবে আপদে বিপদে। আর সঠিক বন্ধু তৈরি করাই হচ্ছে নিজের বড় গুণ। কিছু কিছু বন্ধু আছে মীরজাফরের চেয়েও ভয়ংকর। এইসব বন্ধুগুলো নিজে বুঝতে হবে এবং তাদের কাছে গোপন কিছু শেয়ার করা যাবে না।

আর আপনি যদি ভালো বন্ধু বানাতে পারেন সেটা আপনার জন্য মঙ্গল। আর বন্ধু যদি একদম না বানাতে পারেন তাহলে আপনি মনে করতে হবে দুর্ভাগ্যবান। মানুষ চলার পথে অনেকজনের সাথে চলাফেরা করে। আর এই চলাফেরা মধ্যে মানুষের সাথে মানুষের সম্পর্ক হয় এবং বন্ধুত্ব হয়। বন্ধুত্ব এই নয় যে দোকানে বসে চা খেয়ে কথা বলে চলে যাবে। কিছু কিছু বন্ধুত্ব আছে রক্তের সম্পর্ক সেও গভীর। এরকম বন্ধু যদি না বানাতে পারেন তাহলে মনে করতে হবে আপনার জীবনে ব্যর্থতা আছে এবং আপনি দুর্ভাগ্যবান।

আমার এক বন্ধু আছে সজীব প্রাইমারি স্কুলের বন্ধু। এখনো পর্যন্ত আমি মাঝেমধ্যে তাদের বাড়িতে যাই সেও আমাদের বাড়িতে আসে এবং সব সময় যোগাযোগ হয়। আমাদের রক্তের সম্পর্ক সেও গভীর বন্ধুত্ব। আসলে যে বন্ধুত্ব বানাতে না পারে সে হতে পারে দুর্ভাগ্যবান। বন্ধু এমন যে নিজের ভালো-মন্দ আপদে-বিপদে সব সময় পাশে থাকবে। আর যদি বন্ধু না থাকে তাহলে তার জীবনেও অনেক ধরনের বিপদ আসলে পাশে কাউকে পাবেনা। সত্যি দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত কোন বন্ধু নেই। আশা করে আজকে আমার টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 7 months ago 

আসলে বেঁচে থাকতে হলে আমাদের অবশ্যই প্রকৃত বন্ধু থাকা প্রয়োজন। কারণ প্রকৃত বন্ধুরা যে কোন মুহূর্তে উপকারে আসে। আর এমন বন্ধু যা রয়েছে সেই সৌভাগ্যবান। জার নেই কিন্তু সেই সৌভাগ্যটা অর্জন করতে পারে না। যাইহোক সজিব নামে আপনার এমন বন্ধু রয়েছে জেনে খুশি হলাম আমারও রয়েছে বন্ধু।

 7 months ago 

হ্যাঁ ঠিক বলেছেন বেঁচে থাকতে হলে আমাদের অবশ্যই প্রকৃতি বন্ধু থাকা প্রয়োজন। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

ভালো একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। এবং পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।আপনার পোস্ট পড়ে একটি কথা মনে পড়লো, তা হচ্ছে, বিপদেই বন্ধুর পরিচয়। যে বন্ধু বিপদে পাশে দাড়াবেনা, তার আসলে বন্ধু হওয়ার যোগ্যতা নেই। এধরণের সুসময়ের বন্ধুদের এড়িয়ে চলাই ভালো। তবে একথা ঠিক, বন্ধুহীন জীবন, জীবনই না। একদম ঠিক বলেছেন, যার বন্ধু নেই সে দুর্ভাগা। শুভ কামনা আপনার জন্য।

 7 months ago 

হ্যাঁ আপু যার বন্ধু নেই সেই দুর্ভাগা। অসাধারণ মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

আসলে জীবনে বেঁচে থাকতে হলে আমাদের সবারই প্রকৃতি বন্ধুর প্রয়োজন। সত্যি যার বন্ধু নেই তার ভাগ্য অনেক খারাপ। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।আপনার ভালো একজন বন্ধু আছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 7 months ago 

যার বন্ধু নেই তার ভাগ্য অনেক খারাপ। আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

সব মানুষের জীবনে একজন প্রকৃত বন্ধু থাকা খুবই জরুরী। আর যাদের প্রকৃত বন্ধু নেই, তারা অনেক বেশি দুর্ভাগ্যবান, এটা আমি নিজেও মনে করি। যারা বন্ধু বানাতে পারেনা তারা আসলেই দুর্ভাগ্যবান। আপনি ভিন্ন ধরনের একটা পোস্ট আজকে সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ পুরোটা সুন্দর করে ভাগ করে নেওয়ার জন্য।

 7 months ago 

যাদের প্রকৃত বন্ধু আসে তারা সত্যি অনেক ভাগ্যবান। বন্ধু মানে এমন আবদে বিপদে পাশে থাকবে। সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ।

 7 months ago 

খুব সুন্দর কথা বলেছেন আপনি। আসলে প্রকৃত বন্ধুরা বিপদে ঝাপিয়ে পড়ে। আর কিছু কিছু বন্ধু আছে সার্থপর। সার্থ শেষ তো কেটে পরবে এবং বিপদ দেখলে পিছিয়ে যাবে।প্রকৃত বন্ধু পাওয়াটা আসলেই ভাগ্যের ব্যাপার।আপনার বন্ধু সজীবের সাথে সুসম্পর্ক আছে আপনি ওনার বাড়িতে মাঝে মাঝে যান ভেবে ভালো লাগলো।সেও আপনার বাড়িতে আসে খুব ভালো। ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 7 months ago 

হ্যাঁ আপু কিছু কিছু বন্ধু আছে স্বার্থপর। স্বার্থ ছাড়া তারা এক কদমও সামনে যায় না। আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

বর্তমানে প্রকৃত বন্ধু পাওয়াটা আসলেই ভাগ্যের ব্যাপার। কারণ বেশিরভাগ মানুষ স্বার্থপর। অনেকে স্বার্থের জন্য বন্ধুত্ব করে। আলহামদুলিল্লাহ আমার ২ জন প্রকৃত বন্ধু রয়েছে। তাদেরকে আমি বিপদ আপদে সবসময়ই পাশে পাই। আসলে বন্ধু বান্ধব ছাড়া চলা যায় না। তবে বেঈমান বন্ধুদের সাথে চলাফেরা করার চেয়ে না করা অনেক ভালো। আপনারও একজন প্রকৃত বন্ধু রয়েছে, জেনে ভীষণ ভালো লাগলো ভাই। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57544.69
ETH 3114.34
USDT 1.00
SBD 2.42