জেনারেল রাইটিং :-কাজের সূত্রপাত ঘটানোই হল সাফল্যের মূল চাবিকাঠি।

in আমার বাংলা ব্লগlast year

IMG-20230708-WA0000.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

আজকে আমি খুব সুন্দর একটি টপিক নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। কাজের সূত্রপাত ঘটানোই হল সাফল্যের মূল চাবিকাঠি। আপনি যদি কোন কাজ সূত্রপাত গঠান। ওখান থেকে আপনার কাজ শুরু হবে। আপনি চিন্তা ভাবনা করতে হবে কাজটি কিভাবে করবেন। এই কাজ কতটুকু করলে আপনি সফল হবেন। তখন আপনি ওখানে মেধা খরচ করবেন। মেধা খরচ করলে তখন আপনার সাফল্যের দিকে এগিয়ে যাবেন। আসলে বসে থাকলে বা অলসতা করলে তখন আপনার কাজও হবে না এবং সফলতার মুখও দেখবেন না।

এজন্য আপনাকে নির্দিষ্ট একটি সময় এবং মেধা ঠিক করতে হবে। কাজের মাধ্যমে আপনি সফলতা বের করতে হবে। যখন সফলতা পেয়ে যাবেন তখন মনে করবেন আপনি সাফল্যের চাবিকাঠি পেয়ে গেছেন। আসলে মানুষ কাজ দিয়ে অনেক দূর এগিয়ে যায়। কারণ মানুষ কাজের মধ্যে তার জীবন যাপন করে। মানুষের কাজের মধ্যে যখন ভালো মেধা প্রয়োগ করে তখন সে অনেক দূর এগিয়ে যেতে পারে। আমাদের এখানে এক ব্যবসায়ী আলম ভাই। সে সামান্য পরিমাণ সবজি এবং অন্যান্য জিনিস চাষ করেছে। সে তার মেধা দিয়ে এখন অনেক বড় ব্যবসায়ী হয়ে গেল।

এখন সে মাসে অনেক টাকা ইনকাম করে। কারণ কাজের মধ্যে দিয়ে সেই সফলতা অর্জন করেছে। সাফল্যের জন্য সে অনেক পরিশ্রম করেছে তাও কাজের মধ্যে দিয়ে। বর্তমানে তার আন্ডারে কয়েকজন লোক কাজ করে। আসলে ছোট কাজ থেকে সেই অনেক বড় সফল হয়েছে। এই কারণে কাজের মাধ্যমে থেকে আপনাকে সাফল্য চাবিকাঠি খুঁজে বের করতে হবে। সাফল্য চাবিকাঠি এমনি এমনি আপনার কাছে এসে ধরা দেবে না। একে খুঁজতে হলে আপনাকে কাজের মাধ্যমে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোন সুফল পাওয়া যায় না।

যারা কাজকে ঘৃণা করে অলসতা করে তারা কখনো সাফল্যের চাবিকাঠি পাবে না। সাফল্য আর চাবিকাঠি এমন যে আপনাকে খুঁজে বের করতে হবে। অনেক সময় সাফল্য অনেক তাড়াতাড়ি আপনার কাছে ধরা দেয়। আবার অনেক সময় সাফল্য আপনার কাছে অনেক দেরিতে ধরা দেয়। তাই আপনাকে সব কিছু চিন্তা ভাবনা করে কাজের মাধ্যমে মেধা খরচ করে সাফল্য খুঁজে বের করতে হবে। একজন কাজের মানুষ হচ্ছে প্রাকৃতি খাঁটি মানুষ। তার কাছে অহংকার এবং ঘৃণা থাকবে না।

কারণ সে জানে কষ্ট করে কাজের মাধ্যমে এসেই সফল হয়েছে। সে অন্য মানুষকে কখনো খারাপ চোখে দেখবে না। এবং সে কোন কাজকে ছোট করে দেখবে না। সে মনে করবে কাজের মাধ্যমে তার প্রকৃতি সুখ পেয়েছে। কাজের মাধ্যমে মানুষ অনেক বড় বড় লোক হয়েছে। অনেক শিল্পপতি আছে যারা কাজের মাধ্যমে এতদূর এগিয়ে এসেছে। তাই কাজের মাধ্যমে আপনি সফলতা খুঁজে বের করতে হবে। আর সাফল্য যখন আপনি পাবেন তখন মনে করবেন। সাফল্যের চাবিকাঠি ও পেয়ে গেছেন। সাফল্যর চাবিকাঠি এত গুণ যা বলেও শেষ করা যাবে না। আপনি একদিনে সাফল্যের চাবিকাঠি পাবেন না।

এজন্য আপনাকে অনেক ধৈর্য এবং কাজ করে এগোতে হবে। তাই আমরা সবাই কাজের মাধ্যমে সাফল্যের চাবিকাঠি খোঁজার দরকার। সাফল্য চাবিকাঠি পেলে মনে করবেন আপনি জীবনে একজন সুখী মানুষ। এই হচ্ছে আজকে আমার টফিক। আশা করে আমার আজকে আমার পোস্ট আপনাদের ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 last year 

প্রত্যেক মানুষ কাজের মাধ্যম থেকে সাফল্যের চাবিকাঠি পায়। কাজ এবং মেধাবিয়া মানুষ অনেক দূরে যেতে পারে। আর কোন কাজের মাধ্যমে সফল হলে তখন মন অনেক ভালো হয়ে যায়। তখন তার জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। তাই কাজের সূত্রপাত ধরে সাফল্যের চাবিকাঠি ধরা যায়। খুব সুন্দর একটা টপিক নিয়ে আজকে আপনি পোস্ট করেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন প্রত্যেক মানুষের কাজের মধ্যে থেকে সাফল্যের চাবিকাঠি পায়। সুন্দর মন্তব্য করাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগল।আসলে ভাইয়া আমাদের সমাজ এমনি কোন ছেট কাজকে তারা সম্মান করতে চায় না।তবে যেকোন কাজে লেগে থাকলে সাফল্য আসবেই। জীবনে সাফল্য আনতে হলে যেকোনো কাজে লেগে থাকতে হবে,তাহলে জীবনে বড় কিছু হওয়া সম্ভব।ধন্যবাদ ভাইয়া সুন্দর লিখেছেন।

 last year 

কোন কাজকে ছোট করে দেখতে নেই। কাজের মাধ্যমে মানুষের সাফল্যের চাবিকাঠি পাওয়া যায়। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 last year 

আমরা প্রথমে যদি কোন পদক্ষেপ না নেই তাহলে সফলতা কখনোই আসবে না। সফলতার প্রথম ধাপগুলো হলো সঠিক পদক্ষেপ গ্রহণ করা। সফলতা অর্জন করার মাঝে আলাদা রকমের ভালোলাগা রয়েছে। আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া। দারুন লিখেছেন আপনি।

 last year 

আসলে চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিয়ে কোন কাজ করলে তা সফলতা পাওয়া যায়। সুন্দর মন্তব্য করায় অনেক অনেক ধন্যবাদ।

 last year 

খুব চমৎকার একটি বিষয় আমাদের মাঝে আলোচনা করেছেন ভাই । আপনি ঠিকই বলেছেন সফলতা অর্জনের জন্য পরিকল্পনা অনুযায়ী লক্ষ্য স্থির করে কাজ শুরু করতে হবে। কাজ শুরু না করে শুধু সফলতার আশা করা বোকামি। কাজ শুরু করে ধীরে ধীরে সফলতার দিকে অগ্রসর হতে হবে সকল বাধা বিপত্তি এগিয়ে। এত চমৎকার শিক্ষামূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

ঠিক বলেছেন কাজ শুরু না করে সফলতা আশা করা বোকামি। কাজের মধ্যে থেকে সফলতা অর্জন করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। অনেক সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 last year 

ভাইয়া খুব সুন্দর একটা বিষয়ে জেনারেল রাইটিং শেয়ার করলেন। এটা খুব সত্যি কথা আমাদের যেকোন কাজ শুরু করা আগে উচিত।লক্ষ্য স্থির করে এগিয়ে গেলে কাজের সফলতা আসেই।আর এতেই একজন সফল মানুষ হওয়া যায়। অনেক ভালো লাগলো লেখাগুলো পড়ে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

ছোট বড় যে কোন কাজ করলে সফলতা পাওয়া যায়। সফল হলে মানুষের মন মানসিকতা অনেক পরিবর্তন হয়ে যায়। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

একদম মনের মত কথা বলেছেন ভাইজান। আপনার আজকের এই পোস্ট আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। কারণ আপনি অনেক সুন্দর কিছু কথা উপস্থাপন করেছেন এই পোষ্টের মধ্যে। আশা করি এই জাতীয় জ্ঞান মূলক অনেক কিছু আমাদের মাঝে শেয়ার করতে থাকবেন।

 last year 

আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65845.60
ETH 3304.70
USDT 1.00
SBD 2.69