লাইফ স্টাইল :-হঠাৎ করে মাদ্রাসায় মিটিং উপলক্ষে খাওয়া-দাওয়া করার মুহূর্ত।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অথবা কোথাও ঘুরতে গেলে ওইসব বিষয় নিয়ে পোস্ট লিখতে অনেক ভালো লাগে। বেশিরভাগ সুন্দর মুহূর্ত গুলোর পোস্ট পড়তে এবং লিখতে অনেক ভালো লাগে। সব সময় চেষ্টা করি আমার সুন্দর মুহূর্তের অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ঘুরতে গেলে নিজে মনটাও ফ্রেশ থাকে। তাই সবসময় চেষ্টা করি কোথাও ঘুরতে যাওয়ার হাসিখুশির মুহূর্তটা আপনাদের মাঝেও শেয়ার করার জন্য। আশা করি আপনাদেরও পোস্টটি অনেক ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব হঠাৎ করে মাদ্রাসায় মিটিং উপলক্ষে খাওয়া-দাওয়া করার মুহূর্ত। আপনারা অনেকে জানেন আমি মাদ্রাসায় প্রতিষ্ঠানে শিক্ষকতা করি। যদিও এই প্রতিষ্ঠানটি হচ্ছে বেসরকারি মাদ্রাসা। আর এই মাদ্রাসা আমাদের বাড়ির নির্দিষ্ট জায়গার মধ্যে তৈরি করেছেন আমার এক চাচা। যদিও মাদ্রাসা জায়গাটি আমাদের বাড়ির সবার। প্রতিষ্ঠানে আমি আমাদের বাড়ির একজন প্রতিষ্ঠানে চাকরি করি। আর প্রতিষ্ঠানের সব শিক্ষকগুলো হচ্ছে বাহিদের। তবে আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। যেকোনো বিষয়ে আমরা চেষ্টা করি মাদ্রাসার উন্নতি করার জন্য।
কিছুদিন আগে আমার চাচাতো ভাই বিদেশ থেকে আসলো। আর সেই উপলক্ষে আমরা মাদ্রাসায় ছোট্ট একটি মিটিং এর আয়োজন করেছি। আর এই মাদ্রাসাটি আমার চাচাতো ভাইয়ের বাবা দিয়েছে। হঠাৎ করে সকালবেলা আমাকে মোবাইলে কল করে বলল শিক্ষক সবার সাথে সেই বসবে কথা বলবে। তখন আধা ঘন্টার মধ্যে আমি বড় হুজুরের সাথে কথা বলে মিটিং এর আয়োজন করেছি। এবং বড় হুজুর মিটিং আয়োজন করার জন্য বলল তাই। প্রথমে আমরা শিক্ষক সবাই বসে পরীক্ষার সম্বন্ধে আলোচনা করলাম। কারণ কিছু দিনের মধ্যে আমরা মাদ্রাসায় প্রথম সাময়িক পরীক্ষা নেব। আর মাদ্রাসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম।
এবং কিছুক্ষণের মধ্যে আমার চাচাতো ভাই ওমর ফারুক ও আসলেন মাদ্রাসাতে। যদিও এই মাদ্রাসা তার বাবা দিয়েছে কিন্তু সে মারা যাওয়ার পর থেকে মাদ্রাসা দেখাশোনা এই করে। আর মাদ্রাসা ভালো-মন্দ সম্বন্ধে সবসময় আমার সাথে সে যোগাযোগ করে। এবং সেই মাদ্রাসায় এসে মিটিংয়ে সবার সাথে পরিচিত হলেন। যদিও কিছু শিক্ষক আগের পুরনো ছিল আবার কিছু শিক্ষক নতুন আসলো। এবং সবার সাথে বসে সে মাদ্রাসার উন্নয়নমূলক নিয়ে কথা বললেন। এবং কিভাবে মাদ্রাসা উন্নতি করা যায় । ও প্রতিষ্ঠানের ভাল দিক খারাপ দিকগুলো তুলে ধরলেন। আরো বলেছেন মাদ্রাসায় যদি কোন সমস্যা দেখা যায় সাথে সাথে তাকে বলার জন্য। টাকা পয়সা থেকে শুরু করে সবদিক থেকে সেই হেল্প করবে।
যেন মাদ্রাসার পড়ালেখার মান ভালো হয়। আমরা মিটিং শেষ করে প্রায় বারোটার দিকে নাস্তা করতে বসলাম। যদিও নাস্তাগুলো মিটিং এর সময় আমি নিজে অ্যারেঞ্জ করেছি। পাশে দোকান থাকার কারণে কল করার সাথে সাথে তারা নাস্তা রেডি করে মাদ্রাসা পাঠিয়ে দিলেন। আর আমাদের এই দোকানের নাস্তাগুলো এমনিতে ভালো। গ্রাম অঞ্চলে অনেকে বলে হাতের নাস্তা গুলো তেমন ভালো হয় না। তবে আমাদের এইখানে গ্রামের হাতের নাস্তা গুলো খুব ভালো হয়। তবে আমরা নাস্তা পরোটার সাথে মুরগির মাংস ও ডিম ব্যবস্থা করলাম। আর আমাদের গাছের পাকা আম আমি বাড়ি থেকে নিয়ে আসলাম।
এরপর আমার চাচাতো ভাই ও মাদ্রাসার সকল শিক্ষক একসাথে বসে নাস্তা করলাম। সত্যি নাস্তা করতে বসে অনেক ভালো লাগলো। কারণ আমাদের ফারুক ভাই নাস্তা করতে করতে অনেক কথা আমাদের সাথে শেয়ার করলো। তার কথাগুলো শুনে সত্যি অনেক ভালো লাগলো। তিনি একসময় নিজেও মাদ্রাসায় শিক্ষকতা করেছিল আগে। আর বর্তমানে সেই বিদেশ থাকে পরিবারের উন্নতির জন্য। এবং নাস্তা করতে করতে আরো পরিবার নিয়ে অনেক কথা বললেন। এবং প্রতিষ্ঠানের ব্যাপারে অনেক কথা বললেন। আর আমাদের বড় হুজুরের সাথে কিছু পার্সোনাল কথা বলেন আমাকে নিয়ে। সত্যি ঐদিন মিটিং এবং খাওয়া-দাওয়া একসাথে করে ভালই সময় কাটিয়েছিলাম। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1927256446883782744?t=zCzV70QGPEXNUeOlQvw-iQ&s=19
https://x.com/Jamal7183151345/status/1927053344297680956?t=nKKJ0pJiPapRCfqDtmWNAQ&s=19
https://x.com/Jamal7183151345/status/1927253169945321499?t=H-9XPuZvKQCZk8s1u0iOzg&s=19
https://x.com/Jamal7183151345/status/1927253806015820021?t=pVj3yHw0ekoKjUjkw7WlLA&s=19
https://x.com/Jamal7183151345/status/1927254552551608427?t=eeN5_xg8YShz5zEkWJsxsw&s=19
https://x.com/Jamal7183151345/status/1927255120099660066?t=PUQcpaUVv_at0ati4taX4Q&s=19
https://x.com/Jamal7183151345/status/1927370531252117942?t=fRCXUJ-SZgfUfu7gOi4z-g&s=19
আপনি দেখছি মাদ্রাসায় মিটিং উপলক্ষে ভালোই খাওয়া দাওয়া করেছেন। আর বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যায় মিটিং হয় ভালো কিছু করার জন্য। যাইহোক আপনার চাচাতো ভাইয়ের উপলক্ষে মিটিং করেছেন এবং সেই সুবাদে ভালো-মন্দ খেয়েছেন। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।
আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।