লাইফ স্টাইল:- ছাগল কেনাকাটার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ8 months ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অথবা কোথাও ঘুরতে গেলে ওইসব বিষয় নিয়ে পোস্ট লিখতে অনেক ভালো লাগে। বেশিরভাগ সুন্দর মুহূর্ত গুলোর পোস্ট পড়তে এবং লিখতে অনেক ভালো লাগে। সব সময় চেষ্টা করি আমার সুন্দর মুহূর্তের অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ঘুরতে গেলে নিজে মনটাও ফ্রেশ থাকে। তাই সবসময় চেষ্টা করি কোথাও ঘুরতে যাওয়ার হাসিখুশির মুহূর্তটা আপনাদের মাঝেও শেয়ার করার জন্য। আশা করি আপনাদেরও পোস্টটি অনেক ভালো লাগবে।

IMG_20231102_112641.jpg

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিছুদিন আগে ছাগল কিনা জন্য ফেনীতে গেলাম। কিছুদিন আগে আমি আর আমাদের মাদ্রাসার বড় হুজুর মিলে ফেনীতে গেলাম ছাগল কিনার জন্য। মূলত আমাদের গ্রাম অঞ্চলে ছাগল গুলোর দাম অনেক বেশি। আপনারা হয়তো সবাই কম বেশি জানেন আমি একটি ধর্মীয় মাদ্রাসায় শিক্ষকতা করি। যদিও মাদ্রাসাটি আমাদের বাড়ির সামনে এবং আমাদের বাড়ির প্রতিষ্ঠান। আমাদের এই মাদ্রাসাতে হেফজ খানা ও আছে। অনেক সময় অনেক মানুষ নিয়ত করে এই হেফজখানায় ছাগল এবং অন্যান্য জিনিস দিয়ে থাকে।

কিছুদিন আগে একজন প্রবাসী আমাদের মাদ্রাসার জন্য দুটি ছাগল দেবে বলে নিয়ত করেছে। যদিও ছাগল দুটি দেবে হেফজখানাতে। আমি মাদ্রাসায় শিক্ষকতা করি হেফজখানা না। তারপরও ঐদিন বড় হুজুর আমাকে বলতে লাগলো সাথে যাওয়ার জন্য। যদিও ঐদিন আমার মাদ্রাসায় ক্লাস ছিল না। এরপর আমি আর আমাদের মাদ্রাসার বড় হুজুর ফেনীতে যাচ্ছিলাম। যদিও যেখানে ছাগল বিক্রি করে ওই জায়গাটি আমাদের বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে। আমরা দুজন কিছুক্ষণের মধ্যে ওই জায়গাতে পৌঁছে গেলাম। ওইখানে ছোট ছোট ছাগলের দোকান দিয়ে অনেকগুলো ছাগল বিক্রি করে পিছনে ছাগল রাখা জায়গা আছে।

IMG_20231102_122143.jpg

IMG_20231102_114221.jpg

প্রথমে আমরা দুইজনে তিন চারটি দোকানে ছাগল দেখতে লাগলাম। ওই সময় আমি আমার এক চাচাতো ভাইকে কল করলাম ছাগল বাজারের হাটে আসার জন্য। যদিও আমার চাচাতো ভাই ওখানে মাদ্রাসায় শিক্ষাগতা করে। প্রথমে আমরা দুটি ছাগল দেখলাম এবং ছাগলগুলো আমাদের পছন্দ হয়েছে। এরপর আমরা যখন ছাগল দুটি জিজ্ঞেস করলাম দাম কত। তখন দোকানদার বলল দুটি ছাগল ৩০ হাজার টাকা। সত্যিই আমি ছাগল দুটোর দাম শুনে হতবাক হয়ে গেলাম। দুটি ছাগল ৩০০০০ টাকা চাইলো। আমরা ২০ হাজার টাকা পর্যন্ত ছাগল দুটি বললাম।

দোকানদার বলতেছে এই দুটি ছাগল নিতে হলে লাস্ট ২৮ হাজার টাকা দিতে হবে। যদিও আমাদের মাঝে বাজেট ছিল ২০ হাজার টাকা ।বিশ হাজার টাকার মধ্যে ছাগল নিতে হবে। এরপর আমরা পাশের দোকান দেখতে লাগলাম। এবং ওখানে দুটি ছাগল আমাদের চয়েস হলো। যদিও ছাগল দুটির দাম চাইলো ২৫ হাজার টাকা। লাস্ট পর্যন্ত আমরা ওই দুটি ছাগল ১৯ হাজার ৫০০ টাকা দিয়ে নিয়েছে। যদিও এই প্রথম আমি বাজারে ছাগল কিনতে গেলাম। এরপর আমি আমাদের বড় হুজুরকে বলতে লাগলাম ছাগল দুটো নিতে অনেক সমস্যা হবে।

IMG_20231102_114050.jpg

IMG_20231102_114105.jpg

তারপর আমি হুজুর এবং ছাগল বিক্রেতা সবাই একসাথে নাস্তা খেলাম। যদিও ছাগল বিক্রেতার আসার ব্যবহার খুব ভালো ছিল। তারপর আমরা আবার আমাদের গাড়ি নিয়ে ছাগল দুটি নিয়ে চলে আসলাম। তবে আসার সময় আমাদের গাড়ি নিয়ে এবং আর একটি বাজারে গেলাম। যদিও আমাদের বড় হুজুরের অনেক বন্ধু আছে তাদের সাথে দেখা করল। এরপর আমরা আবার আমাদের মাদ্রাসাতে গাড়ি নিয়ে চলে আসলাম। সত্যি এই প্রথম ছাগল কিনতে গেলাম অনেক ভালো লাগলো। নতুন একটা অভিজ্ঞতা হল। আসলে মাঝে মধ্যে কিছু কিছু কাজ আছে না বলা যায় না। আমার পোস্টটি পড়ে আপনাদের যদি ভালো লাগে আশা করি কমেন্ট করে জানাবেন।

IMG_20231102_112555.jpg

IMG_20231102_112638.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 8 months ago 

শেষ পর্যন্ত ১৯ হাজার ৫০০ টাকা দিয়ে ছাগল কিনেছেন জেনে ভালো লাগলো ভাইয়া। আসলে বর্তমানে সব কিছুর দাম এতটা বেড়ে গেছে যে বাজারে গেলে অবাক হয়ে যাই আমরা। ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 8 months ago 

ঠিক বলেছেন বর্তমান সময়ে সব কিছু দাম অনেক বেশি বেড়ে গেছে। সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

তাহলে মাদ্রাসার জন্য বড় হুজুরের সাথে গিয়ে ছাগল কিনা কাটা করেছেন। যদিও ছাগল দুটি আপনাদের কাছে 25000 টাকা চাইলো। আপনারা কথাবার্তা বলে 19500 টাকা দিয়ে ছাগল দুটি কিনেছেন। তাহলে আপনার ছাগল কিনার নতুন একটা অভিজ্ঞতা হল। যাইহোক পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

তবে এটি ঠিক বাজারে কিছু কিনার জন্য গেলে দাম অনেক বেশি চায়। আপনি খুব সুন্দর করে মন্তব্য করেছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67475.08
ETH 3475.54
USDT 1.00
SBD 2.65