লাইফ স্টাইল :-বাজার করতে যাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অথবা কোথাও ঘুরতে গেলে ওইসব বিষয় নিয়ে পোস্ট লিখতে অনেক ভালো লাগে। বেশিরভাগ সুন্দর মুহূর্ত গুলোর পোস্ট পড়তে এবং লিখতে অনেক ভালো লাগে। সব সময় চেষ্টা করি আমার সুন্দর মুহূর্তের অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ঘুরতে গেলে নিজে মনটাও ফ্রেশ থাকে। তাই সবসময় চেষ্টা করি কোথাও ঘুরতে যাওয়ার হাসিখুশির মুহূর্তটা আপনাদের মাঝেও শেয়ার করার জন্য। আশা করি আপনাদেরও পোস্টটি অনেক ভালো লাগবে।

IMG_20240929_132745.jpg

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বাজার করতে যাওয়ার মুহূর্ত। তবে আজকে আমি মাছ এবং মুরগি কিনতে যাই নাই। কারণ বন্যার সময় আমাদের এদিকে মাছের দাম খুব কমই ছিল ওই সময় সবাই কম বেশি অনেক মাছ কিনেছে। সেই হিসাবে আমিও অনেক মাছ কিনেছি। আর বন্যার সময় মুরগির দাম কম ছিল। বন্যার সময় কিছু মুরগি কিনে রাখলাম। এই কারণে আজ শুধু মোদী বাজার ও সবজি কিনতে গেলাম।

চৌধুরী হাট বাজার আমাদের বাড়ি থেকে ৬ কিলোমিটার দূরে। তাই বাজারের সব সময় যাওয়া হয় না। আমি মাদ্রাসা থেকে আসার পর আমার ওয়াইফ বলতেছে বাজারে যাওয়ার জন্য কিছু সবজি ও অন্যান্য জিনিস কিনে আনতে। তারপর আমি দুপুর বেলা আজকে বাজারে গেলাম। তবে আমি যেই দোকানে সবজিও অন্যান্য জিনিসপত্র কি ওই দোকানে গেলাম। প্রথমে আমি ওই দোকানে গিয়ে মাইসুন এর জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিলাম।

IMG_20240929_132726.jpg

এরপর আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম কাঁচামরিচ এর দাম কত। আমি কাঁচা মরিচের দাম শুনে একদম ভাগবাক হয়ে গেলাম। ২৫০ গ্রাম কাঁচা মরিচের দাম 70 টাকা। আর ২৫০ গ্রাম শুকনো মরিচের দাম ৭০ টাকা। এরপর আমি মিষ্টি কুমড়োর দাম জিজ্ঞেস করার সাথে সাথে লোকটি বলতেছে এক কেজি ষাট টাকা করে বিক্রি করে। এবং ওজনে যতটুক আসবে ততটুক টাকা দিতে হবে মিষ্টি কুমড়ো। তারপর আমি লোকটিকে জিজ্ঞেস করলাম আলুর দাম কত। লোকটি আমাকে বলতেছে ৫৫ টাকা করে আলুর কেজি।

এরপর আমি লোকটিকে জিজ্ঞেস করলাম পেঁয়াজের কেজি কত লোকটি বলতেছে ১১০ টাকা পেঁয়াজের কেজি। এরপর আমি লোকটি থেকে কিছু কিছু সবজি কিনে নিলাম। যদিও আমি কাঁচা মরিচ ২৫০ গ্রাম কিনেছি ৭০ টাকা দিয়ে। এবং আলু ২ কেজি পেঁয়াজ এক কেজি কিনলাম। এরপর ছোট্ট একটি মিষ্টি কুমড়া কিনেছিলাম 80 টাকা দিয়ে। তারপর এক কেজি কচুর ছড়া কিনেছি ৬০ টাকা দিয়ে। বর্ষার কারণে এবং বন্যার কারণে আমাদের এদিকে কাঁচা সবজির দাম অনেক বেশি।

যদিও আমি সামান্য সামান্য জিনিস কিনেছিলাম। এবং চাল কুমড়ো ছোট্ট ২ কেজি থেকে হালকা উপরে কিনেছি ৬৫ টাকা দিয়ে। তবে আমাদের এই দিকে এখনো বাহির থেকে কাঁচা সবজি আছে। বন্যার কারণে এবং নদী ভাঙ্গার কারণে এই দিকে এখনো সবজি চাষ করা হয় নাই। আর বাড়িতে প্রত্যেকদিন কোন না কোন সবজি রান্না করা হয়। বর্তমানে যে পরিস্থিতি মানুষ সবজি কিনে খেতে পারবে কিনা সন্দেহ। আর বাজার করতে গেলে এমনিতে মাথা ঘুরে। যদিও আমি মাছ কিনি নাই ও মাছের দাম দেখেছি অনেক বেশি। এই হচ্ছে আমার আজকে বাজার করতে যাওয়ার মুহূর্ত।

IMG_20240929_132705.jpg

IMG_20240929_132636.jpg

IMG_20240929_132902.jpg

IMG_20240929_132845.jpg

IMG_20240929_132830.jpg

IMG_20240929_132806.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0000.jpg

Sort:  
 2 days ago 

বাজার করতে যাওয়ার কিছু মুহুর্ত আজ শেয়ার করলেন ভাইয়া।আপনার শেয়ার করা অনুভূতি গুলো ভালো লাগলো। আসলে সব্জির দাম আগুন। আর মাছ,মুরগি বন্যার সময় কিছু কিনে রেখে ভালো ই করেছেন। আমিতো আজ ঢাকায় কাঁচা মরিচের দাম আরো বেশী দেখলাম।আর সবজির দাম ও খুব বেশী।সাধারণ মানুষ সবজি খেয়ে বাঁচবে তাও পারবে না।ধন্যবাদ ভাইয়া অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 13 hours ago 

হ্যাঁ আপু সবজির দাম অনেক আগুন। তবে আপনার সুন্দর মন্তব্য দেখে বেশ ভালো লাগলো।

 2 days ago 

বাজারে কেনাকাটার মুহূর্ত বেশ চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার এ বাজার করার মুহূর্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে অনেক অনেক ভালো লেগেছে। বর্তমান বাজারে প্রত্যেকটা জিনিসের অধিক দাম। এজন্য খুব খারাপ লাগে। কারণ মানুষের ইনকামের চেয়ে খরচের পরিমাণটা বেড়ে গেছে বেশি। তাই আজ মানুষ এই জায়গায় অসহায়।

 13 hours ago 

আপনার মন্তব্য শুনে বেশ ভালো লাগলো তাই ধন্যবাদ।

 2 days ago 

মাঝে মাঝেই আপনার মাধ্যমে বাজার করার মুহূর্ত পড়ে ভালোই লাগে।বিশেষ করে বাজারের ফটোগ্রাফিগুলি আমার কাছে বেশি ভালো লাগে।তাছাড়া বন্যার সময় আপনি কমে মাছ কিনতে পেরেছিলেন আর জিনিসের দামও কম দেখছি।দারুণ সময় পার করেছেন,ধন্যবাদ ভাইয়া।

 13 hours ago 

হ্যাঁ আপু বন্যার সময় আমি কিছু মাছ এবং মুরগি কিনে রেখেছি। আর আমাদের এইখানে আমি তো মনে করলাম সবকিছুর দাম অনেক বেশি। তবে আপনার মন্তব্য শুনে বেশ ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 63312.28
ETH 2601.44
USDT 1.00
SBD 2.79