ডাই :- রঙিন কাগজ আর ক্লে দিয়ে কলমদানি তৈরি।

in আমার বাংলা ব্লগ8 months ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে খুব সুন্দর একটি কলমদানি তৈরি করা আপনাদের মাঝে শেয়ার করব। আমি চেষ্টা করেছি রঙিন কাগজ এবং ক্লে দিয়ে এই সুন্দর কলমদানি তৈরি করার জন্য। এমনিতে এখন আমার কাছে এই ধরনের জিনিস বেশ ভালো লাগে। ধীরে ধীরে অনেক কিছুই শিখে গিয়েছি। তাছাড়া ক্লে দিয়ে এমনিতে ফুল তৈরি করতে একটু বেশি ভালো লাগে। প্রথম থেকেই রঙিন কাগজগুলো ভাজ করে চেষ্টা করেছি সুন্দরভাবে তৈরি করার জন্য। কিন্তু পরবর্তীতে চারপাশে ফুলগুলো দেওয়ার কারণে আরো বেশি সুন্দর লাগলো। আমি চেষ্টা করলাম ধাপে ধাপে তৈরি করা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমি এটি কিভাবে তৈরি করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের ডাই প্রজেক্ট আপনাদের ভালো লাগবে।

IMG_20241225_144118.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• ক্লে
• গাম
• কাঁচি
• পেন্সিল
• স্কেল

IMG_20241225_144149.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর আমি রঙিন কাগজ গুলো পেঁচিয়ে পেঁচিয়ে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে অনেকগুলো লাঠি তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20241225_144204.jpg

ধাপ - ২ :

তারপর রঙিন কাগজের লাঠিগুলো কেটে কিছুটা ছোট করে তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20241225_144215.jpg

ধাপ - ৩ :

এরপর কেটে রাখা রঙিন কাগজে লাঠি গুলোকে জোড়া লাগিয়ে সুন্দর একটি কলমদানির মত তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20241225_144227.jpg

ধাপ - ৪ :

এরপর লাল আরো দুটি কালারের ক্লে দিয়ে ভাঁজ করে কয়েকটি ফুল তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20241225_144303.jpg

ধাপ - ৫ :

এরপর বিভিন্ন কালারের ফুল গুলো মাঝখানে সাদা রঙের ক্লে দিয়ে আরো সুন্দর করে ফুল তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20241225_144314.jpg

ধাপ - ৬ :

তারপর রঙিন কাগজের কলমদানির চারপাশে বিভিন্ন কালারের ফুল গুলোকে সুন্দর করে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20241225_144410.jpg

ধাপ - ৭ :

তারপর কিছু সবুজ রঙের ক্লে দিয়ে পাতা তৈরি করে ঘাম দিয়ে সুন্দর করে কলমদানির চারপাশে লাগিয়ে নিলাম।

IMG_20241225_144432.jpg

শেষ ধাপ :

এভাবে ক্লে রঙিন কাগজ দিয়ে একটি কলমদানি তৈরি করে নিলাম। আশা করি আমার তৈরি করা এই কলমদানি আপনাদের ভালো লাগবে।

IMG_20241225_144118.jpg

IMG_20241225_144001.jpg

IMG_20241225_143850.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 8 months ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ আর ক্লে দিয়ে কলমদানি তৈরি করে দেখিয়েছেন দেখে ভালো লাগলো। বেশ চমৎকার ছিল আপনার তৈরি করা এই কলমদানি টা।

 8 months ago 

বেশ চমৎকার বলে আমার কলমদানি নিয়ে মন্তব্য করেছেন শুনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 8 months ago 

ক্লে দিয়ে চমৎকার একটা কলমদানি তৈরি করেছেন।আপনার কলমদানি দেখে আমার অনেক ভালো লেগেছে। সত্যি ভাইয়া ক্লের তৈরি জিনিস গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে এগুলো তৈরি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন হয়। ধাপ গুলো সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

আমার তৈরি করা কলমদানি থেকে আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম। ভালো থাকবেন আপু।

 8 months ago 

রঙিন কাগজ এবং ক্লে ব্যবহার করে দারুন কলমদানি তৈরি করেছেন। প্রথমে রঙিন কাগজ দিয়ে গোল তৈরি করে নিয়েছেন তারপরে ক্লে দিয়ে দারুন ডিজাইন এঁকেছেন। সব মিলিয়ে দারুন লাগলো আপনার আজকের পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 8 months ago 

ধন্যবাদ আপনাকে আমার কলমদানি তৈরি নিয়ে উচিতমূলক মন্তব্য করার জন্য।

 8 months ago 

রঙিন কাগজ ও ক্লে দিয়ে আপনি সুন্দর একটি diy তৈরি করেছেন ভাইয়া।বিশেষ করে ক্লে দিয়ে তৈরি ফুলগুলি একদম বাস্তবের মতোই দেখতে লাগছে।খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এককথায়,ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

আমি চেষ্টা করেছি সুন্দরভাবে কলমদারি তৈরি করতে। ভালো লাগলো আপনার মন্তব্য শুনে।

 8 months ago 

রঙিন কাগজের পাইপ বা স্ট্র এমন সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। একটা সময় খবরের কাগজ দিয়ে তৈরি করা হতো এখন সেটা রঙিন কাগজ দিয়ে তৈরি করা হয়। এবং এই পেন দানির ওপর আপনি ক্লে দিয়ে ফুল বানিয়ে দিয়েছেন বলে আর ওই সুন্দর দেখতে লাগছে। খুবই সুন্দর হয়েছে।

 8 months ago 

ভালো লাগলো আপনার মন্তব্য শুনে ।ভালো থাকবেন আপু।

 8 months ago 

রঙিন কাগজ আর ক্লে দিয়ে চমৎকার একটি কলমদানি তৈরি করলেন ভাইয়া। আপনার শেয়ার করা কলমদানিটি দেখতে খুবই সুন্দর লাগছে।আপনি কলমদানির বাইরে নানান রঙের ফুল ক্লে দিয়ে তৈরি করে দিয়েছেন।যা দেখতে খুব ই সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ ভাইয়া সময় নিয়ে চমৎকার এই কলমদানিটি শেয়ার করার জন্য।

 8 months ago 

হ্যাঁ আপু আমি কলমদানি বাইরে ক্লে দিয়ে ফুল তৈরি করেছি বিভিন্ন রঙের। তবে আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 8 months ago 

ক্লে দিয়ে অসাধারণ সুন্দর একটি কলমদানি তৈরি করলেন। ভীষণ পরিশ্রম করেছেন এই কলমদানিটির জন্য। দুর্দান্ত সুন্দরভাবে আপনি এই হাতের কাজটি ডিজাইন করেছেন দেখে ভালো লাগছে।।

 8 months ago 

আমি চেষ্টা করেছি সময় দিয়ে কলমদানি তৈরি করতে। তবে আপনার চমৎকার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 8 months ago 

রঙিন কাগজ আর ক্লে দিয়ে কলমদানি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার হাতের কাজ দেখে তো আমি রীতিমত মুগ্ধ হয়ে গেলাম। বাজার থেকে কিনে ব্যবহার করার থেকে এইভাবে কলমদানি তৈরি করে ব্যবহার করাই ভালো।

 8 months ago 

এটি শুনে ভালো লাগলো আপনি আমার হাতের কাজ দেখে মুগ্ধ হয়েছেন। সুন্দর মন্তব্য করে সাপোর্ট করার জন্য ধন্যবাদ।

 8 months ago 

Screenshot_20241225_152442_com.android.chrome.jpg

Screenshot_20241225_152134_com.twitter.android.jpg

Screenshot_20241224_215610_com.peak.jpg

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 110709.97
ETH 4297.11
USDT 1.00
SBD 0.85