ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছে আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। প্রাকৃতিক দৃশ্য আমার কাছে খুব ভালো লাগে। পৃথিবীতে সব সৌন্দর্য যেন প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে লুকিয়ে থাকে। আর গ্রামাঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য সবসময় অন্যরকম থাকে। বিশেষ করে খোলা মাঠ নীল আকাশ নদীতে পানি এরকম প্রাকৃতিক সৌন্দর্যগুলো অন্যরকম লাগে। তবে প্রাকৃতিক সৌন্দর্য ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিছুদিন আগে আমি ঘুরতে গিয়ে এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই হচ্ছে বন্য ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো হচ্ছে বন্য ফুল দেখতে কিন্তু বেশ চমৎকার লাগে। আবার এই ফুল অনেকে বুনো সূর্যমুখী ফুলও বলে। আবার অনেকেই বন্য ফুল গাছকে ঔষুধি গাছ বলে। কারণ এই গাছের পাতা লতা ওষুধের কাজে ব্যবহার করে। বিশেষ করে ক্ষত জায়গা এবং অন্যান্য ওষুধের জন্য এর পাতা ব্যবহার করা হয়। আর আবার অনেকে দেখা যায় নতুন বাড়ি করলে আশেপাশেই বন্য ফুল গাছগুলো লাগায়। কারণ এগুলো থাকলে মাটির ক্ষয় হয় না। কিছুদিন আগে ঘুরতে গিয়ে আমি একটি জায়গা থেকে এই ফুলের ফটোগ্রাফি করে ছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে শিম ফুলের ফটোগ্রাফি। সিম ফুল হচ্ছে একটি সবজি ফুল। তবে এই ফুল গুলো দেখতে যেমন চমৎকার তেমনে এই ফুলের কালার অসাধারণ। আর শিম ফুল কাজগুলো যখন গাছের মধ্যে ফুটে সকালবেলা দেখতে খুব তাজা লাগে। আর দুপুর বেলা হলে এই ফুলগুলোর কালার নষ্ট হয়ে যায়। আবার এই সিম ফুল থেকে মজার শিম সবজি হয়। আর শিম সবজি যেভাবে রান্না করা হয় খেতে কিন্তু বেশ মজা লাগে। অনেকদিন আগে নিজের সবজি বাগান থেকে এই শিম ফুলের ফটোগ্রাফি করেছিলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৪ :
এটি হচ্ছে লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি। লজ্জাবতী ফুলগুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি এই ফুলের সৌন্দর্য উপভোগ করা যায়। কারণ লজ্জাবতী ফুলের কালার অসাধারণ। তবে এই ফুল গাছগুলো অযত্নে অবহেলা বড় হয়। আর এই গাছের পাতার সাথে মানুষের হাত পা লাগলে সাথে সাথে মরা গাছের মত হয়ে যায়। আবার এই গাছকে অনেকে ওষুধই গাছ বলে। গ্রাম অঞ্চলে রাস্তার পাশে এই গাছগুলো অনেক দেখা যায়। কিছুদিন আগে আমি রাস্তার পাশ থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৫ :
এই হচ্ছে বেগুন ফুলের ফটোগ্রাফি। বেগুন ফুল আমাদের সবার পরিচিত একটি ফুল। আর বেগুন ফুল কম বেশি প্রত্যেক জায়গাতে দেখা যায়। কারণ এখন প্রত্যেক বাড়িতে বেগুন গাছ এবং বিভিন্ন ধরনের সবজি গাছ রোপন করে। আর বেগুন গাছগুলো বারো মাস দেখা যায়। এই কারণে এই ফুলগুলো সব সময় দেখা যায়। বেগুন ফুল গুলোর পাপড়ি কিন্তু অসাধারণ। তবে সবুজ পাতার মধ্যে এই ফুলগুলো ফুটলে দেখতে ভালো লাগে। কিছুদিন আগে নিজের বাড়ি থেকে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে বেগুন ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৬ :
এই হচ্ছে গাঁদা ফুলের ফটোগ্রাফি। গাঁদা ফুল আমাদের সবার পরিচিত এবং প্রিয় একটি ফুল। গাঁদা ফুল যেমন দেখতে ভালো লাগে তেমনি ফুলের ঘ্রাণ অনেক ভালো লাগে। আর এই ফুলের পাপড়ি কিন্তু অসাধারণ। এবং গাঁদা ফুলের মধ্যে পাপড়ি অনেক। যদিও গাঁদা ফুল কয়েক জাতের এবং অনেক রকমের আছে। আর গাঁদা ফুল গাছগুলো যখন রোপন করা হয় কয়েক মাসের মধ্যে মারা যায়। সঠিকভাবে যত্ন করা হয় কিছু মাস পর্যন্ত টিকে থাকে। কিছুদিন আগে আমি আমাদের বাড়ি থেকে এই গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে গাঁদা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1966039872512434619?t=bwPkB70WNAkJ4dBIZXPbXg&s=19
রেনডম ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়েছি ভাই। প্রতিটি ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
ফটোগ্রাফি নিয়ে মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।
ওয়াও ভাইয়া আপনি তো আজকে দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আমার কাছে এরকম এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে।বিশেষ করে সিম ফুল ও লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মন্তব্য শুনে ভালো লাগলো তাই ধন্যবাদ।
https://x.com/Jamal7183151345/status/1966179273733189843?t=A6za0HxXnXy8HsYpyhyMFg&s=19
আজকে আপনি চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার রেনডম ফটোগ্রাফি দেখে আমার কাছে খুব ভালো লাগলো।। ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। আমার ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আমার প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলেন শুনে খুশি হলাম।