সে প্রথম প্রেম আমার । 10% Beneficiary To @shy-fox
হ্যালো বন্ধুরা , কেমন আছ সবাই। ভাল থেকো সবাই এই কামন করি সব সময়। আমি আজকে আমার প্রথম প্রেম নিয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। আসলে সত্যি বলতে কি প্রথম প্রেম তাকে ভুলা বড় কষ্টের, ভুলাও যায়না কোন দিন। কিছু কিছু কথা ভুলা যায়না, কিছু কিছু স্মৃতি মোছা যায়না , কিছু কথা কিছু স্মৃতি ভুলতে পারিনা সাথী তোমারও কি মনে পরেনা প্রথম প্রেমের কথা ভুলা যায়না প্রথম প্রেমের স্মৃতি মোছা যায়না ।
আমি তখন ক্লাস টেনে এই প্রথম একটি মেয়েকে আমার ভাল লাগে সে সবে মাত্র ক্লাস সিক্সে, আমি জানিনা কেন এত ছোট মেয়েকে আমার ভাল লেগেছে, তাকে আমি বলতেও পারছিনা ভয়ে যদি সে কারো কাছে বলে দেয় কারণ সে তো ছোট। এভাবেই তিন বছর কেটে যায়, সে আগে থেকেই বুঝতে পারছে যে আমি তাকে পছন্দ করি, তিন বছর পর আমি তাকে বলে ফেলি আমার ভাল লাগা ভালবাসার কথা, তখন থেকেই তার সাথে আমার ভালবাসা শুরু তার সাথে আমার জীবনের আট বছর কাটিয়েছি,তার নাম ছিল সুমি সে ছিল হিন্দু ধর্মের অধিকারী।
হঠাৎ একদিন পাশের বাড়ির একটি ছেলে আমাকে এসে বলে তুই নাকি সুমার সাথে প্রেম করছ, সুমা হয়েছে আরেকটি মেয়ে সেটা ছিল আমার বন্ধুর বড় ভাইয়ের ছাত্রী, আমিতো শুনে অবাক, তখন আমি ছেলেটিকে জিজ্ঞেস করি কে বলেছে তখন সেই ছেলেটি আমাকে বলে সুমা নিজেই বলেছে, তখন আমি কিছু না বুঝেই মাথা নেড়ে বলি হ্যা ঠিক আছে, তখন তো প্রেমের বয়স আমি আর না করতে পারলাম না। তখন কে জানতো এই আবেগটাই আমার জীবনে কাল হয়ে আসবে।
তার পরের দিন আমি সুমার সাথে দেখা করি জিজ্ঞেস করি তুমি ঐ ছেলেটার সাথে কি বলেছ তখন সে আমাকে বলে ঐ ছেলেটা আপনাকে যা বলেছে আমি তাই বলেছি, এ ছাড়া আমার কোন উপায় ছিলনা। তখন আমি ভাবতে লাগলাম ছেলেটি ভালনা আমি যদি তার কাছ থেকে দূরে চলে যায় তাহলে ঐ ছেলেটা তার সর্বনাশ করতে পারে। তখন আমি তার সাথে অভিনয় করতে শুরু করি প্রেমের অভিনয়। এক সময় সুমা আমার প্রতি অনেকটাই দূর্বল হয়ে পড়ে, আমি তখন তার কাছ থেকে নিজে কোন ভাবেই সরাতে পারছিনা। আর ঐ দিকে সুমি আমার সব কিছুই জেনে যায় তখন সে আমার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে যায়, আমি সুমিকে অনেক ভাবে বুঝাতে চেষ্টা করি কিন্তু সে আমার কোন কথাই শুনতে চাইনা। তখন আমি পাগলের মত হয়ে সারা দিন সুমিদের বাড়ির পাশে হাটা হাটি করি সুমি কখন কলেজ থেকে আসবে শুধু সেই অপেক্ষা।
কিন্তু সুমি যে আমাকে সত্যিই ভুলে গেছে আমার কথা শুনলে সে অন্য রাস্তা দিয়ে বাড়ি যায়, যদি সে বাড়ির উঠানে থাকে আমার কথা শুনলে দৌড়ে ঘরের ভিতরে চলে যায়। আর ঐ দিকে সুমা আমাকে একটা চিঠি লেখার ফেড আর একটা কলম দিয়ে আমার ফুফুতো বোনকে অনেক রিকোয়েস্ট করে বলে আমি যেন অনন্ত একটা চিঠি তাকে লিখি। আমি তা করেনি আমি সুমার দেয়া ফেড দিয়ে সুমিকে অনেক চিঠি লিখেছি কিন্তু সুমি কোন উত্তর আমাকে দেয়নি।
সেই থেকে সুমি আমাকে যতটুকু ভালবেসে ছিল তার চেয়ে ঘৃনায় বোধহয় বেশি করেছে। তার সাথে আর কখনো আমার কথা হয়নি । তার পর তার বিয়ে হয়ে যায় ২০০৫ সালে ফেব্রুয়ারির ১৮ তারিখে তার বিয়ের দিন আমি ঢাকায়, রাতে হঠাৎ করে কেন জানি আমার হাত ফ্যানের সাথে লেগে কেটে যায় তখন আমি বাড়িতে চলে যায়, আমি বাড়ি যাওয়ার পর আমার বোন আমাকে বলে সুমির তো বিয়ে হয়ে গেছে আজ সকালে সে তার স্বামীর বাড়ি চলে গেছে,, চলবে ।
আজ এই পর্যন্তই ভাল থাকবেন সুস্থ থাকবেন আমার বাংলা ব্লগের সাথেই থাকবেন ।