যোগফল শূন্য (2) || 10% for shy-fox and 5% for abb-school.

in আমার বাংলা ব্লগ2 years ago

রমিজ মিয়া এক মধ্যবিত্ত পরিবারের সন্তান। ছাত্র হিসেবে দারুন ক্লাসের ফার্স্ট বয় দুই ভাই তিন বোন, রমিজ মিয়া সবার বড়। তাদের সংসার সুখ আর শান্তিতে মুখর। রমিজ মিয়া যখন ক্লাস সেভেনে পড়ে, সে ক্লাস এইটে বৃত্তি দিবে এখন থেকেই পস্তুতি নিচ্ছে, হঠাৎ রমিজ মিয়ার বাবা মারা যায় সংসারের সকল দায়িত্ব রমিজ মিয়া কাঁধে, রমিজ মিয়া দুই ভাই তিন বোন আর মাকে নিয়ে সে কি করবে, কিভাবে তার লেখা পড়া চালিয়ে যাবে কিছুই বুঝতে পারতেছেনা, এদিকে আবার রমিজ মিয়া একজনকে ভালবেসেও ফেলেছিলো, আজ কিছু দিন যাবত রমিজ মিয়া স্কুলে যেতে পারছেনা তার ভালবাসার মানুষটিও তার অপেক্ষায়।

স্কুলে না গেলে তো তাদের দেখা হয়না কারন সে অন্য এক গ্রামের। রমিজ ভাবতেছে আর মনে হয় আমার পড়া লেখা হবেনা , কে দেবে তার পড়া লেখার খরচ কোথা থেকে আসবে তাদের সংসার চালানোর টাকা, রমিজ মিয়া এক সময় সিদ্ধান্ত নিল সে রাজ মিস্তিরির কাজ করবে মা ভাই বোনকে তো খাওয়াতে হবে। রমিজ মিয়ার সব স্বপ্ন বিসর্জন দিয়ে সংসারের হাল দরতে শুরু করল। কিভাবে ভাই বোনকে সু শিক্ষায় শিক্ষিত করা যায় এই স্বপ্নে দিন গুলো পার করছে, এক সময় রমিজ মিয়া ভালবাসার ইতি টেনে রমিজের ভালবাসার অন্য এক জায়গায় বিয়ে হয়ে যায়। শুধু রমিজ মিয়ার টাকা নাই বলে। রমিজের তিন বোনকে ভাল জায়গায় বিয়ে হয়ে যায় রমিজের দুই ভাই সু শিক্ষায় শিক্ষিত হয়ে আজ ভালমানের চাকরি করছে।

pexels-beyza-kaplan-11054373.jpg

ছবির উৎস

রমিজের দুঃখের দিন বুঝি এখানেই শেষ, রমিজ মিয়া বিয়ে করল রমিজ মিয়ার কোল জুড়ে একটি ছেলে আসলো পৃথিবীতে। রমিজ মিয়া ভাবছে এই বুঝি সুখের দিন। কিন্তু বিধি বাম রমিজ মিয়ার দুই ভাই ঢাকায় এক বাড়ি ওয়ালার মেয়েদের বিয়ে করেছে, কিন্তু তারা রমিজ মিয়াকে সহ্য করতে পারছেনা এক সময় রমিজের দুই ভাই রমিজ মিয়ার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। রমিজ মিয়া আবার স্বপ্ন দেখতে শুরু করে তার ছেলেকে নিয়ে সে আবার রাজ মিস্তিরির কাজে যোগ দেয় আর ভাবতে থাকে জীবনের সব স্বপ্ন বিসর্জন দিয়ে যাদের মানুষ করলাম তারা আজ আমার সাথে বেঈমানী করল।

এক সময় রমিজ মিয়ার ছেলেও সু শিক্ষায় শিক্ষিত হয়ে ঢাকা ভালমানের একটা চাকরী করে। আর এদিকে রমিজের স্ত্রী তিরিশ বছরের ভালবাসার বন্ধণ কেটে রমিজ মিয়া কে একা করে না ফেরার দেশে চলে যায়। রমিজ মিয়ার ছেলেও ঢাকায় এক ধনির দুলালিকে বিয়ে করে সংসার করছে। রমিজ মিয়া ঢাকায় ছেলের সাথে থাকে। রমিজ মিয়ার ছেলে আজ অনেক টাকার মালিক। রমিজ মিয়া এখানে সুখেই আছেন। কিন্তু সুখ আর শান্তি তো অনেক অনেক আলাদা জিনিস, প্রচুর টাকা পয়সার মাঝে সুখ আসে কিন্তু শান্তি নাই। নিজে রাজ মিস্তিরি করে যে কয়টা টাকা রুজি করতো মনে হচ্ছে আজ ঐ টাকাতেই অনেক শান্তি ছিল। হঠাৎ একদিন রমিজ মিয়া শুনতে পাই তার ছেলে আর ছেলের বউ তাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়ার জন্য মোবাইলে কার সাথে যেন আলাপ করছে। রমিজ মিয়া বুঝতে বাকি রইলনা যে এ সংসারে রমিজ মিয়ার জায়গা নাই।

রমিজ মিয়া বাসা থেকে বেড়িয়ে পরল আর ভাবতে লাগল জীবনে কত কষ্ট করে ভাইদের মানুষ করলাম তারা আমাকে অস্বীকার করল তার পর ভেবে ছিলাম সন্তান আমাকে বুঝবে আমার সব দুঃখ কষ্ট বুঝে একটু শান্তি দিবে তাও হলনা এ পৃথিবীতে আর থাকবনা চলে যাব তিরিশটা বছর যার সাথে একে অন্যের দুঃখ কষ্ট ভাগাভাগি করতাম তার কাছে এই বলে নিজেকে বিসর্জন দিয়ে দিল রেলগাড়ীর নিচে।পরিশেষে এটাই বলতে চাই আমরা টাকার লোভে অতীত কে ভুলে যায়, ভুলে যায় কি ভাবে কার শখ আহ্লাদ বিসর্জন দিয়ে আমি আজ এখানে। সমাজে এমন বহু রমিজ মিয়া আছে শুধু নিজেকে তিলে তিলে শেষ করছে, আসুন না আমরা অতীত কে মনে করে বর্তমানকে সাজায়, তাহলেই তো সমাজ থেকে আত্নহত্যা বৃদ্ধাশ্রম নামক শব্দ গুলো উঠে যাবে। ভাল থাকোক পৃথিবীর এই নিঃস্বার্থ মানুষ গুলো ভাল থাকোক ভাল থাকোক ।

Sort:  
 2 years ago 

ভাই আপনার পোস্টটি পড়ছিলাম রমিজ মিয়া তার স্বপ্ন দেখার কাহিনী, তার স্বপ্ন বিসর্জন দিয়ে ভাই-বোনদেরকে মানুষের মত মানুষ করার কাহিনী, এমনকি তার ভালোবাসার মানুষকে অন্যের হাতে ছেড়ে দেওয়ার কাহিনী। এমনকি শেষ বয়সে তার ছেলে ও ছেলের বউর কাছে জাগা না পাওয়ার কষ্টে তারা আত্মহত্যা। এইগুলো পড়ার পরে নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। আমি যে আপনার এখানে কমেন্ট করব সে কমেন্টটা পর্যন্ত করতে পারছিলাম না। যাইহোক আপনি ঠিকই বলেছেন আমাদের সবাইকে আমাদের অতীতের বিষয়গুলো মনে করে ভবিষ্যতকে সাজানো উচিত। অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি ব্লগ আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

আপনি আমাদের কমিউনিটি তে বর্তমানে এক্টটিভ নন। আপনি যদি একটিভ না হয়ে থাকেন তাহলে আমাদের নতুন নিয়ম অনুযায়ী আপনার লেভেলটি উঠিয়ে দেওয়া হবে। অনুগ্রহপূর্বক আপনার কোন সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন।

 2 years ago 

আসলে দাদা , আমি বেশ কয়েকদিন যাবৎ ব্যস্ত ছিলাম , সেই জন্য নিয়মিত ভাব পোস্ট করতে পারিনি। এখন থেকে দাদা যথাসম্ভব একটিভ হওয়ার চেষ্টা করবো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58015.02
ETH 2381.83
USDT 1.00
SBD 2.42