//সরিষা ক্ষেত দেখতে যাওয়ার অনুভূতি//
আজকের তারিখঃ , সোমবার জানুয়ারী ২১
এ ধরনের পরিবেশে গেলে মনটা আসলেই অনেক প্রফুল্ল এবং ভালো হয়ে যায় একঘেয়েমি এটা দূর হয়ে যায় মনের ভিতরে আলাদা প্রশান্তি জাগ্রত হয়। আসলে আমরা অটিস্টিক শিশুর নাম শুনেছি এরা একা থাকতে পছন্দ করে এদের কেউ যদি এ ধরনের পরিবেশে নিয়ে যাওয়া হয় তাহলে এদের অটিস্টিক নামটা কেটে যাবে হয়তোবা। আসলে কোন কিছু এক ঘামিয়ে তা আসলে মেজাজ খিটখিটে হয়ে যায়। চোখ যতদূর তাই হোক ক্যামেরা অনেক দূর পর্যন্ত ফোকাস করতে পারে ততদূর পর্যন্ত আপনারা দেখতে পারবেন শুধু হলুদ সরিষা খেত এই সরিষাকে থেকে মৌমাছি মধু সংগ্রহ করে এবং তাকে মধু জমাই। মৌমাছি আনাগোনা পাশাপাশি অনেক মানুষ এই সরিষা খেতে বেড়াতে এসেছে। কারণ রাস্তার পাশে এই মাঠ এই মাঠে শুধু সরিষা ক্ষেত। সরিষা ভালো একটি ফসল এটি কোন রকম খরচ ছাড়াই ফসল ফলানো যায় এবং অনেক লাভজনক একটি ফসল সরিষা।
এই সরিষা মাঠে আবারো যেতে ইচ্ছে করে কিন্তু এই সরি সফল সাময়িকের জন্য সরিষা ধরা এবং পাকার সময় এই ফুলগুলো ফলে রূপান্তরিত হয়। তখন আর ফুল দেখা যায় না শুধু সরিষা দেখা যায়। আমাদের বাংলাদেশ সবুজ সোনালী দেশ এ দেশ সবুজে সংগ্রহ অনেক সুন্দর। আসলে শহরের মানুষ ইট পাথরে পড়া দালানকোটার মধ্যে লিপিবদ্ধ আর বাংলার গ্রাম অঞ্চলের মানুষগুলো অনেক জিনিসের মধ্যে লিপিবদ্ধ যেমন সুন্দর সুন্দর আবহাওয়া সবুজ শ্যামল খড় কুঠুর ঘর। এগুলো দেখেই আমরা ছোট থেকে বড় হচ্ছি কেমন যেন শহরে গেলে বোরিং লাগে। এই ছিল আজ আমার হলুদের সমরহ সরিষাখেত দেখতে যাওয়ার মতো কিছু অনুভূতি। এই ছিল আজ আমার সবুজ শ্যামল প্রাকৃতিক সরিষা খেতে দেখতে দেওয়ার কিছু অনুভূতি।
পোস্ট বিবরণী
শ্রেণী | অনুভূতি |
---|---|
ক্যামেরা | স্মার্ট ফোন |
পোস্ট তৈরি | #jahidulislam01 |
কান্ট্রি | বাংলাদেশ |
ক্যামেরা | 8m |
লোকেশন | https://maps.app.goo.gl/pgPrAswr14oyXhmW6 |
ডেট | ২১-০১-২০২৫ |
|
---|
আমি মোঃ জাহিদুল ইসলাম আমি মেহেরপুর জেলার গাংনী থানা জুগীরগোফা গ্রামে আমি বসবাস করি। আমি একজন বাংলাদেশের সুনাগরিক, বর্তমানে আমার বিএ ফার্স্ট ইয়ারে পড়াশোনা চলছে। আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা ভাষায় কথা বলতে অনেক ভালোবাসি। আমার শখ ভ্রমণ করা এবং আর্ট করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।
VOTE @bangla.witness as witness
আসলে শীতকাল আসলেই বাংলাদেশ এবং ভারতে প্রচুর পরিমাণে সরিষা ক্ষেত দেখতে পাওয়া যায়। হলুদ রঙের এই সরিষা ফুল দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনি সরিষা ক্ষেতের মধ্যে ঘোরাঘুরি করেছেন এবং আপনার অনুভূতি শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
সরিষা ফুলের ছবিগুলি দেখতে খুব সুন্দর লাগলো। আসলে দূর থেকে সরিষা ফুলের ক্ষেতের দৃশ্য ভীষণ সুন্দর লাগে দেখতে। আমি কিছুদিন আগেই একটি সরিষা ক্ষেতে গিয়েছিলাম। আপনি যেমন সুন্দর ছবিগুলি আপলোড করলেন ঠিক তেমন সুন্দরভাবেই সম্পূর্ণ বর্ণনাটি আমাদের সঙ্গে শেয়ার করলেন।
শীতকালের খুব সুন্দর একটি ফসল। এটি দেখতে যেমন ভাল লাগে তেমন এর গুণ বেশি। আপনি সরিষা ক্ষেতে যাওয়ার দারুণ অনুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন। কিছুদিন আগে আমিও রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর দেখছিলাম এই ফুলগুলো। তবে নেমে ছবি তোলার তেমন সময় হয়নি। আজকে আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেরে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।