//সরিষা ক্ষেত দেখতে যাওয়ার অনুভূতি//

in আমার বাংলা ব্লগlast month

IMG_20250110_144100.jpg

সবাইকে আজকে আমার পোস্টে স্বাগতম!
আজকের তারিখঃ , সোমবার জানুয়ারী ২১

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ আমি@jahidulislam01 বাংলাদেশ থেকে আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন মহান আল্লাহতালার অশেষ রহমতে মোটামুটি আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদের মাঝে সরিষা খেতে ঘুরতে যাওয়ার অনুভূতি নিয়ে হাজির হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে এমন মাঠ খুব কমই দেখেছি শুধু সরিষা ফুলের সমারোহ। আসলে আমরা সোয়াবিন তৈল খেয়ে আমাদের নানা রোগ সৃষ্টি হয় কিন্তু সরিষা তৈল খেলে আমাদের স্বাস্থ্যের অনেক উপকার হয়। তাই আমাদের ন্যাচারাল জিনিস বেচে খাওয়াই উচিত আমাদের শু স্বাস্থ্যের জন্য। এই মাঠে অনেকেই বিকেল বেলায় গোধূলি পরিবেশে বেড়াতে আসে সরিষা খেতে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল আলোচনায়।

IMG_20250110_144051.jpg

এ ধরনের পরিবেশে গেলে মনটা আসলেই অনেক প্রফুল্ল এবং ভালো হয়ে যায় একঘেয়েমি এটা দূর হয়ে যায় মনের ভিতরে আলাদা প্রশান্তি জাগ্রত হয়। আসলে আমরা অটিস্টিক শিশুর নাম শুনেছি এরা একা থাকতে পছন্দ করে এদের কেউ যদি এ ধরনের পরিবেশে নিয়ে যাওয়া হয় তাহলে এদের অটিস্টিক নামটা কেটে যাবে হয়তোবা। আসলে কোন কিছু এক ঘামিয়ে তা আসলে মেজাজ খিটখিটে হয়ে যায়। চোখ যতদূর তাই হোক ক্যামেরা অনেক দূর পর্যন্ত ফোকাস করতে পারে ততদূর পর্যন্ত আপনারা দেখতে পারবেন শুধু হলুদ সরিষা খেত এই সরিষাকে থেকে মৌমাছি মধু সংগ্রহ করে এবং তাকে মধু জমাই। মৌমাছি আনাগোনা পাশাপাশি অনেক মানুষ এই সরিষা খেতে বেড়াতে এসেছে। কারণ রাস্তার পাশে এই মাঠ এই মাঠে শুধু সরিষা ক্ষেত। সরিষা ভালো একটি ফসল এটি কোন রকম খরচ ছাড়াই ফসল ফলানো যায় এবং অনেক লাভজনক একটি ফসল সরিষা।

IMG_20250110_144048.jpg

এই সরিষা মাঠে আবারো যেতে ইচ্ছে করে কিন্তু এই সরি সফল সাময়িকের জন্য সরিষা ধরা এবং পাকার সময় এই ফুলগুলো ফলে রূপান্তরিত হয়। তখন আর ফুল দেখা যায় না শুধু সরিষা দেখা যায়। আমাদের বাংলাদেশ সবুজ সোনালী দেশ এ দেশ সবুজে সংগ্রহ অনেক সুন্দর। আসলে শহরের মানুষ ইট পাথরে পড়া দালানকোটার মধ্যে লিপিবদ্ধ আর বাংলার গ্রাম অঞ্চলের মানুষগুলো অনেক জিনিসের মধ্যে লিপিবদ্ধ যেমন সুন্দর সুন্দর আবহাওয়া সবুজ শ্যামল খড় কুঠুর ঘর। এগুলো দেখেই আমরা ছোট থেকে বড় হচ্ছি কেমন যেন শহরে গেলে বোরিং লাগে। এই ছিল আজ আমার হলুদের সমরহ সরিষাখেত দেখতে যাওয়ার মতো কিছু অনুভূতি। এই ছিল আজ আমার সবুজ শ্যামল প্রাকৃতিক সরিষা খেতে দেখতে দেওয়ার কিছু অনুভূতি।

পোস্ট বিবরণী



শ্রেণীঅনুভূতি
ক্যামেরাস্মার্ট ফোন
পোস্ট তৈরি#jahidulislam01
কান্ট্রিবাংলাদেশ
ক্যামেরা8m
লোকেশনhttps://maps.app.goo.gl/pgPrAswr14oyXhmW6
ডেট২১-০১-২০২৫
✨💞আমার নিজের পরিচয়💞✨

45406254-503f-44d8-8a5d-79dda79fe316.jpg

আমি মোঃ জাহিদুল ইসলাম আমি মেহেরপুর জেলার গাংনী থানা জুগীরগোফা গ্রামে আমি বসবাস করি। আমি একজন বাংলাদেশের সুনাগরিক, বর্তমানে আমার বিএ ফার্স্ট ইয়ারে পড়াশোনা চলছে। আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা ভাষায় কথা বলতে অনেক ভালোবাসি। আমার শখ ভ্রমণ করা এবং আর্ট করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।


(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

abb2.png

abb.png

bwith.png

VOTE @bangla.witness as witness

bwithness.png

SET @rme as your proxy

rproxy.png

Sort:  
 last month 

আসলে শীতকাল আসলেই বাংলাদেশ এবং ভারতে প্রচুর পরিমাণে সরিষা ক্ষেত দেখতে পাওয়া যায়। হলুদ রঙের এই সরিষা ফুল দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনি সরিষা ক্ষেতের মধ্যে ঘোরাঘুরি করেছেন এবং আপনার অনুভূতি শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

সরিষা ফুলের ছবিগুলি দেখতে খুব সুন্দর লাগলো। আসলে দূর থেকে সরিষা ফুলের ক্ষেতের দৃশ্য ভীষণ সুন্দর লাগে দেখতে। আমি কিছুদিন আগেই একটি সরিষা ক্ষেতে গিয়েছিলাম। আপনি যেমন সুন্দর ছবিগুলি আপলোড করলেন ঠিক তেমন সুন্দরভাবেই সম্পূর্ণ বর্ণনাটি আমাদের সঙ্গে শেয়ার করলেন।

 last month 

শীতকালের খুব সুন্দর একটি ফসল। এটি দেখতে যেমন ভাল লাগে তেমন এর গুণ বেশি। আপনি সরিষা ক্ষেতে যাওয়ার দারুণ অনুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন। কিছুদিন আগে আমিও রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর দেখছিলাম এই ফুলগুলো। তবে নেমে ছবি তোলার তেমন সময় হয়নি। আজকে আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেরে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.032
BTC 88442.96
ETH 2187.19
SBD 0.87