মাছ ধরার ফটোগ্রাফি||১০%প্রিয় লাজুক খ্যাকের জন্য||

in আমার বাংলা ব্লগlast year

IMG20230621133828.jpg

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ আমি@jahidulislam01 বাংলাদেশ থেকে আজ শনিবার, জুন (২৪-৬-২০২৩) আশা করি আপনারা অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজ আমি আপনাদের মাঝে মাছ ধরার কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে কারণ আমরা মাছে ভাতে বাঙালি।

🌹 ফটোগ্রাফি-১🌹

IMG20230621132736.jpg
Location

  • প্রথমে জালটি পুকুরের মধ্যে নামিয়ে নিয়েছে। এরপরে জালের কিছুক্ষণ পরপর একটি করে হাড়ি দিয়েছে জালটি এক পিট পানির উপরে ভেসে থাকার জন্য।

🌹 ফটোগ্রাফি-২🌹

IMG20230621133148.jpg

জাল টানা আরম্ভ করে দিয়েছে। এরপর একজন জল কাদার উপরে আলতো করে ধরতে হবে। আর একজন জালের এক মাথা ধরে টানতে হবে দুই দিক থেকে এটি করতে হবে। না হলে মাছ ঘেরা যাবে না জালের মধ্যে।

🌹 ফটোগ্রাফি-৩🌹

IMG20230621133243.jpg

জাল অনেক কাছে চলে এসেছে টানতে টানতে তিনটে ছেলে মাছ ধরার আনন্দে পানির মধ্যে নেমে পড়েছে। ছোটবেলায় আমিও এমন অনেক মাছ ধরেছে পানির মধ্যে নেমে।

🌹 ফটোগ্রাফি-৪🌹

IMG20230621133152.jpg

জাল টানার আনন্দে পাতি হাঁস পানির মধ্যে ভেসে বেড়াচ্ছে। ওরা মাছ খাওয়ার চেয়ে ভয় পেয়েছে বেশি। ওরা মনে করছে ওদের ধরার জন্য জাল নামিয়েছে পুকুরের মধ্যে, পাতি হাঁস গুলো ভেসে বেড়াচ্ছে।

🌹 ফটোগ্রাফি-৫🌹

IMG20230621133516.jpg

জালটানা একদম শেষের দিকে। এবার দেখা যাক কতটুকু মাছ আট কিয়েছে জলের মধ্যে। অনেকগুলো মানুষ একসঙ্গে জাল টানতে হয় না হলে তেমন মাছ ওঠে না।

🌹 ফটোগ্রাফি-৬🌹

IMG20230621133804.jpg

  • এবার সবাই মাছ ধরার উদ্দেশ্যে জালের দিকে রওনা হলো।

🌹 ফটোগ্রাফি-৭🌹

IMG20230621133825.jpg
Location

সবাই মিলে এবার মাছ ধরা শুরু করে দিয়েছে।আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন, সব থেকে বেশি মাছ পেয়েছে তেলাপিয়া। এই ছিল আজ আমার মাছ ধরার ফটোগ্রাফি। আশা করি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে ধন্যবাদ।

Sort:  
 last year 

পাতি হাঁস গুলো সত্যি ভয় পেয়েছে। যাইহোক ভাইয়া পুকুর থেকে মাছ ধরার দৃশ্য দেখিনা অনেক দিন। গ্রামের বাসায় গেলে এই সুন্দর দৃশ্য গুলো দেখতে ভালো লাগে। ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 last year 

গ্রাম্য দৃশ্য গুলো আসলেই শহরের থেকে অনেক আনন্দময়। ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য।

 last year 

ভাইয়া পুকুরের পানি কমে যাওয়ায় মাছ গুলো খুব সহজে জালে আটকা পড়ে গেল। স্টেপ বাই স্টেপ ফটোগ্রাফির মাধ্যমে বিস্তারিত ভাবে মাছ ধরার গল্পটা বর্ণনা করেছেন। আপনাদের দিকে মানুষ কম মনে হচ্ছে। আমাদের দিকে হলে মাছের থেকে মানুষ বেশি থাকতো,হা হা হা। ধন্যবাদ ভাইয়া।

 last year 

বুঝতেই তো পারছেন ভাই যে রোদ গরম পরল পুকুরের পানি শুকিয়ে গিয়েছে ঠিকই বলেছেন।

 last year 

এরকম মাছ ধরার দৃশ্যগুলো কাছ থেকে দেখতে আমার কাছে খুব ভালো লাগে। খুব সুন্দর মাছ ধরার ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর মাছ ধরার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

 last year 

ঠিকই বলেছেন এভাবে মাছ ধরা দৃশ্য যেগুলো অনেক কাছ থেকে সরাসরি দেখলে আরো ভালো লাগবে আপু।

 last year 

মাছ ধরার দৃশ্য বরাবরই ভালো লাগে। আপনাদের মাছ ধরার দৃশ্য বেশ ভালো লাগলো। হাঁসগুলো বেশ ভয় পেয়েছে বোঝা যাচ্ছে। বেশ কিছু তেলাপিয়া মাছ পেয়েছেন বোঝা যাচ্ছে।

Posted using SteemPro Mobile

 last year 

ঠিক বলেছেন ভাই ওরা মনে করেছিল যেন ওদের ধরা হবে।

 last year 

গ্রামের দৃশ্যগুলো বেশ ভালো লাগে যখন ছোট ছিলাম তখন সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেতাম। তবে এখন সেই মজার দৃশ্য গুলো সবাই মিলে দেখতাম এবং বেশ মজা পেতাম। পুকুর থেকে জাল টেনে এভাবে মাছ ধরা খুবই মজার একটি ব্যাপার। সবাই কিন্তু গোল করে দাঁড়ায় থাকতাম মাছ উঠতেছে কিনা জানের মধ্যে। ফটোগ্রাফির মাধ্যমে পুকুর থেকে জাল টেনে মাছ ধরার দৃশ্য গুলো আপনি খুব সুন্দরভাবে শেয়ার করলেন।

 last year 

ঠিকই বলেছেন আপু বড় হলে যেন মনে হয় অনেক কিছুই জীবন থেকে সরে যায়।

 last year 

মানিক ভাইয়ের পুকুরে মাছ ধরার দৃশ্য তুমি খুব সুন্দর করে ফটোগ্রাফি করে আজকে আমাদের মাঝে পোস্ট করেছ। যেখানে জেলে হিসাবে আব্বাস চাচা ছিল। খুবই ভালো লাগলো তাদের এই দৃশ।

 last year 

জি ভাই ঠিক বলেছেন মানিক ভাইয়ের পুকুর ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56085.77
ETH 2369.58
USDT 1.00
SBD 2.31