লাইফস্টাইল আমাদের ধান ঝাড়ার কিছু দৃশ্য।

IMG_20240507_095715_040.jpg

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ আমি@jahidulislam01 বাংলাদেশ থেকে আজ মঙ্গলবার মে ,(৭-৫-২০২৪) আমার প্রাণপ্রিয় সকল বন্ধুরা আশা করি সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজ আমি আপনাদের মাঝে সকলের প্রিয় পোস্ট নিয়ে হাজির হয়েছে আশা করি সকলের কাছে অনেক ভালো লাগবে আমাদের ধান ঝাড়ার কিছু দৃশ্য।

IMG_20240506_073139_235.jpg

আমরা সবাই কৃষককে অবহেলা করে থাকি অনেক মানুষ আছে কারণ তারা মাঠে কাজ করে তাই তাদের মূল্য দিতে চাইনি। কিন্তু মহান আল্লাহতালা নিজেই বলেছেন কৃষক এর মর্যাদা অতুলনীয় অনেক পরিশ্রম করে তারা শোনার ফসল ফলায় সেই ফসল দেশ-বিদেশের মানুষ খেয়ে থাকে জীবিকা নির্বাহ করে। আপনারা যে ফটোগ্রাফিটি দেখতে পারছেন এটি হচ্ছে আমাদের ধান কাটার একটি দৃশ্য ধান কাটার দেখতে এসে আমি ছবিটি উঠিয়েছি আপনাদের মাঝে শেয়ার করব বলে। আমাদের সব শ্রেণীর মানুষকে সম্মান করা উচিত।

IMG_20240506_073044_764.jpg

সবাই মিলে একত্রে ধান কাটে এবং অনেক আনন্দ করে তারা কৃষক হাড় খাটা পরিশ্রম করে যখনই ফসল ঘরে আনে তখনই কৃষকের মুখে হাসি ফুটে ওঠে। কারণ অনেক কষ্টের ফল তার ফসল। আসলে আমরা কষ্টের পরে যদি কিছু পেয়ে থাকি অনেক আনন্দ হয়ে থাকে আমাদের।

IMG_20240507_095401_878.jpg

আমারই এক বড় ভাই ধান কাটার শেষে সে ধান বাধা শুরু করেছে।আমার বাবা একজন কৃষক মাঠের টুকিটাকি কাজ আমিও অনেকটাই হেল্প করে থাকি কিন্তু এবার আমার আব্বু একটু অসুস্থ তাই এই রোদ গরমে তিনি তেমন একটি কাজ করছে না ডাইবেটিক্স চোখে সমস্যা হয়েছে তাই এবার অন্য মানুষ দিয়ে কাজ করাচ্ছে পারিশ্রমিক দিয়ে দেবে পরে।

IMG_20240507_095715_040.jpg

  • সর্বশেষ ধাপ এটা ধান কাটার শেষে ধান বাধা হয় বাধার পরে ধান ঝাড়া মেশিন দিয়ে ধান গুলোকে সবাই মিলে ঝেড়ে ফেলে। এবার কৃষকের মুখে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে প্রতিটি কৃষকের মুখে একই কথা আল্লাহ যা করে ভালোর জন্যই এবার আল্লাহতালা যদি একটু বৃষ্টি দিত তাহলে কৃষকেরা মনে করছে ধান ফলন আরো বেশি ভালো হতো।আমাদের জমিতে ধান ফসল অনেক ভালো হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে আমার ধান ঝাড়া কাটা পুরো দৃশ্যটা,এই বলে আজ আমি এখানে সমাপ্ত করছি আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আশা করি সবাই ভাল থাকবেন ইনশাল্লাহ।
Sort:  
 3 months ago 

কৃষক আমাদের দেশের সম্পদ।রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তাঁরা আমাদের খাবারের সংস্থান করেন।ধান মাড়াই শেষে কৃষক যখন ধান ঘরে তুলেন, তখন তাদের কষ্টের কথা ভুলে চোখে মুখে হাসির ঝিলিক দেয়। তাঁদের অভিবাদন। কৃষি শ্রমিকদের ধান কাটা ও মাড়াই নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। সুন্দর হয়েছে পোস্টটি। পোস্টের ছবি গুলোও অনেক সুন্দর হয়েছে।পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 months ago 

বাহ্ , আপনার পোস্টের মাধ্যমে আজকে অনেক সুন্দর ফসল গুলো দেখতে পেলাম। সত্যি বলতে আমি নিজেও মনে করি যারা মাঠে পরিশ্রম করে তাদের মূল্য সবার উপরে। তবে অনেকে এই বিষয়টা বোঝেনা। আপনাদের ফসলগুলো কাটার দৃশ্য দেখে অনেক বেশি শান্তি লাগতাছে। যেটা এখন আর নিজের চোখের সামনে দেখতে পাই না। আপনার পোস্টি দেখে ভীষণ ভালো লাগলো।

 3 months ago 

বর্তমান বাংলাদেশের প্রতিটি কৃষক ধান ঘরে তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। সকল কৃষকদের মুখে সোনার হাঁসি ফুটে উঠেছে। এবছর সকল কৃষকদের ধানের ফলন বেশ ভালো হয়েছে। আপনি আপনার ভাইয়ের সাথে ধান মাড়াই করতে সহযোগিতা করেছেন, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।ধান মাড়াই করার দৃশ্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

 3 months ago 

এই মাঠে কতইনা খেলা খেলেছি আপনার এই পোস্টটা দেখে আগের সে স্মৃতি গুলো মনে পড়ে গেল। ভাত আমাদের প্রতিদিনের খাবার আর ধান থেকেই ভাত উৎপন্ন হয় এটা আমরা সবাই জেনে থাকি ।তাই আমাদের কাছে ধানের মর্যাদা সব খাবারের উপরে । যাই হোক আপনি আমাদের মাঝে খুব সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন দেখে খুব ভালো লাগলো।

 3 months ago 

কৃষকেরূ ঘরে ঘরে সোনালী ধান ঘরে ওঠানোর সময় চলে এসেছে। আপনাদের ধান ঝাড়ার মুহূর্তটি ভালই উপভোগ করলাম। কৃষকেরা এই সময় ব্যস্ত হয়ে পড়ে ধান কাটায়। যেটা দেখতে অনেক ভালো লাগে। তারা অনেক কষ্ট করে ধান কেটে প্রক্রিয়া জাত করে। সেই মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 months ago 

ধান কাটা ও মারাই করার সুন্দর সুন্দর দৃশ্য আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে এরকম দৃশ্য গ্রাম অঞ্চলে না থাকলে দেখা মিলবে না। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

কৃষকদের এমন পরিশ্রমের কারণেই আমরা ঠিকভাবে খাবার মুখে তুলতে পারি। ছোটবেলা থেকে শহরে থাকার কারণে এই সব দৃশ্য কখনো সামনাসামনি দেখা হয়নি। আপনার পোষ্টের মাধ্যমে দৃশ্য গুলো দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। সেই সাথে দারুণভাবে সবকিছুর বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। কৃষকদের অবদান ও তাদের পরিশ্রমের মর্যাদা সম্পর্কে আপনার লেখা অনেক সুন্দর। ধান কাটা ও মাড়াই এর দৃশ্যগুলো আমাদের গ্রামীণ জীবনের এক অপরূপ অংশ। আপনার পোস্টের মাধ্যমে সেই সব দৃশ্য আবার চোখের সামনে ভেসে উঠলো। ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

ভাইয়া ধান মাড়াই ও বাংলার ইন্জিনিয়ার কৃষক ভাইদেরকে নিয়ে দারুন একটি ব্লগ সাজিয়েছেন। এখন গ্রামে গেলে পাকা ধানের ঘ্রান পাওয়া যাবে। কৃষক ভাইয়েরা কত যত্ন করে ধান কাটছে ও মাড়াই করছে। এই সিন গুলো সত্যিই অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 66254.46
ETH 3319.59
USDT 1.00
SBD 2.69