লতা ফুলের মেন্ডেল আর্ট 🌹১০%প্রিয় লাজুক খ্যাকের জন্য 🌹

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20220920_102644.jpg

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুগণ আমি@jahidulislam01 বাংলাদেশ থেকে আজ মঙ্গলবার, সেপ্টেম্বর 🌹২০-৯-২০২২🌹 আশা করি আপনারা অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহতালার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি।আজ আমি আপনাদের মাঝে লতা ফুলের ম্যান্ডেলা আর্ট নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার লতা ফুলের মেন্ডেলা আর্ট আপনাদের সবার অনেক ভালো লাগবে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার লতা ফুলের ম্যান্ডেলা আর্ট এর ধাপগুলো।

লতা ফুলের ম্যান্ডেলা তৈরির উপকরণ

ক্রমিক নাম্বারউপকরণ
এ ফোর সাইজের সাদা পেপার
সাধারণ পেন্সিল
রং পেন্সিল

🌹ধাপ-১🌹

IMG_20220920_103044.jpg

প্রথমে আমি রুল পেন্সিল দিয়ে অনেক সুন্দর ভাবে ধানের শীষ গাছের মতো একটি দৃশ্য তৈরি করে নিয়েছি পেন্সিল দিয়ে।অনেক সুন্দর দেখাচ্ছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। সেই মুহূর্তে একটি সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি।

🌹ধাপ-২🌹

IMG_20220920_102923.jpg

ঠিক একইভাবে আমি এবার প্রথম ধান গাছের শীষের মত আরো অনেক কিছু তৈরি করে নিয়েছি।একটি মূল লতা গাছ এবং তার আশেপাশে লতার ডালপালা বের হয়েছে এমনটি মনে হচ্ছে দেখে। এই ধরনের কিছু তৈরি করতে হলে আসলে অনেক দক্ষতা এবং সৃজনশীলতার প্রয়োজন কারণ অনেক নিখুঁতভাবে তৈরি করতে হয়।

🌹ধাপ-৩🌹

IMG_20220920_102804.jpg

একইভাবে আমি লতা ফুলের ম্যান্ডেলা অনেকখানি তৈরি করে ফেলেছি দেখে অনেক ভালো লাগছে আমার। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে আমার লতা ফুলের মেন্ডেলা আর্ট তৈরির প্রসেস দেখে। এভাবে আমি অবসর সময়ে বসে থেকে অনেক সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট তৈরি করতে বেশি ভালোবাসি। আশা করি আপনারা চেষ্টা করলেই হবে একটু সময় দিয়ে আমার থেকে আরো সুন্দর কিছু তৈরি করতে পারবেন শুধু একটু চেষ্টা থাকতে হবে।

🌹ধাপ-৪🌹

IMG_20220920_102715.jpg

লতা ফুলের পুরো আর্ট করা সম্পন্ন হয়ে গিয়েছে।এবার আমি যেটা করেছি সেটা হচ্ছে একটি ফুল তৈরি করে নিয়েছি লতার সাথে দেখে আমার অনেক ভালো লাগছে।আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সেই মুহূর্তে আমি একটি সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। যেন বিষয়টা ভালো ভাবে বুঝতে এবং উপলব্ধি করতে পারেন।

🌹ধাপ-৫🌹

IMG_20220920_102548.jpg

ঠিক একইভাবে আমি কত ফুলের ম্যান্ডেল আর্ট ডিজাইন তৈরি হয়ে গিয়েছে এবার লতা ফুলের একটা নিচে ফুল ফুটেছে সেটি সুন্দরভাবে রং করে দেওয়া হয়েছে দেখে অনেক ভালো লাগছে।

🌹ধাপ-৬🌹

IMG_20220920_102644.jpg

লতা ফুলের ম্যান্ডেলা আর্ট সম্পূর্ণ হওয়ার পরে এবার আমি একটি একটি করে ফুল তৈরি করেছি লতা ফুলের মেন্ডেল আর্ট এর সাথে আট সম্পন্ন তৈরি হওয়ার শেষে আমি সুন্দরভাবে রং করে দিয়েছি। রং করা লতা ফুলের মেন্ডেল আর্ট দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে।আশাকরি আপনাদের অনেক ভালো লাগবে এই ছিল আজ আমার লতা ফুলের মেন্ডেলা আর্ট তৈরি পদ্ধতি ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

লতা ফুলগুলো খুবই সুন্দর হয়েছে। এই ধরনের ফুলগুলো কোন বিছানা চাদরের মধ্যে একে কাজ করলে অনেক ভালো লাগবে দেখতে। রং করে ছোট ছোট ফুল গুলো ডালে ডালে বসিয়ে দেওয়ার কারণে অনেক বেশি আকর্ষণীয় লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

লতা ফুলের ম্যান্ডেলা অঙ্কন করার খুবই চমৎকার একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি আমাদেরকে খুবই সাধারণ ভাবে দেখিয়েছেন কিভাবে সহজেই এমন চমৎকার একটি ম্যান্ডেলা অঙ্কন করতে হয়। প্রত্যেকটি লতার সামনে একটা করে ফুল আর ফুলের রঙ টি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

মনে হচ্ছে অনেকদিন পরে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে নতুন একটি কিছু দেখতে পারলাম তা আবার আপনার মাধ্যমে, যার জন্য খুবই ভালো লাগলো আমার। খুবই সুন্দর হয়েছে কারো কাজ। এত সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার লতা ফুলের আর্টটি বেশ সুন্দর হয়েছে। দেখতে বেশ ভালো লেগেছে। এ ধরনের আর্ট গুলো বেডশিটে কিংবা টেবিল ক্লথে থাকলে বেশ ভালো লাগে ।কালার করার কারণে আপনার লতা ফুলটি দেখতে আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। প্রতিটি ধাপ বেশ ভালো ছিল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

লতা পাতার ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আপনার আর্টের দক্ষতা বেশ ভালো। আপনি দারুন ভাবে লতাপাতার ফুল গুলো অংকন করেছেন। ফুলের রং বেশ সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের ফুল ফুটে আছে।

 2 years ago (edited)

লতা ফুলের চিত্র অংকন চমৎকার হয়েছে ভাইয়া। ফুল গুলো ও পাতাগুলো দেখতে সুন্দর লাগছে। বিশেষ করে রং করার পর দেখতে আরো সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে লতা ফুলের চিত্র অংকন আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর ভাবে লতা খুলে আর্ট করেছেন। আপনার এই আর্ট দেখতে অসাধারণ হয়েছে। এই আর্ট গুলো কোন বিছানা চাদর কিংবা টেবিল ক্লথ এর মধ্যে করলে সবচেয়ে বেশি সুন্দর লাগবে। কিন্তু ভাইয়া এই আর্টগুলোকে মান্ডালা আর্ট বলা যায় না। মান্ডালা আর্ট ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইনের সমন্বয়ে হয়ে থাকে। তবে আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ সুন্দর একটি ফুলের আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে লতা ফুলের ম্যান্ডেলার টি তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59631.75
ETH 2622.60
USDT 1.00
SBD 2.41