জেনারেল রাইটিং//আমার মা

আসসালামু আলাইকুম আমি @jahidulislam01 বাংলাদেশ থেকে,আশা করি আপনারা অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। মহান আল্লাহতালার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি।আজ আমি আপনাদের মাঝে একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আমার মা।

আজ সোমবার, এপ্রিল|| ২২-৪-২০২৪||

images.jpeg

Source

মা কথাটি অনেক ছোট কিন্তু এর মর্যাদা অনেক বেশি। আপনারা টাইটেল দেখে বুঝে ফেলেছেন আমি আজ কোন বিষয়ে আপনাদের মাঝে লিখতে শুরু করেছি, মা সম্পর্কে বলতে গেলে বলে শেষ করার মত নয়। মা আমাদের গর্ভে ধারণ করা থেকে শুরু করে মা বেঁচে থাকা পর্যন্ত সন্তানকে লালন-পালন করেই থাকেন কিন্তু আমরা সন্তান মায়ের তেমন খেয়াল রাখি না। মা যেমন না খেয়ে আমাদেরকে খাওয়াই। হাজার দুঃখ ও বেদনা কষ্ট নিয়ে আমাদের লালন-পালন করে থাকেন কিন্তু আমরা সেই মাকে কষ্ট অবহেলা দিয়ে রাখি। মা মা আমাদের নিঃস্বার্থভাবে ভালবেসে থাকেন কোন স্বার্থ ছাড়াই আমাদের লালন-পালন করে থাকেন।

কিন্তু আমরা যখন নিজের পায়ে দাঁড়াতে শিখি তখন মাকেই ভুলে যাই। অন্ধ যেমন লাঠির সাহায্যে পথ চলে লাঠি তার পরম বন্ধু কিন্তু অন্ধ চোখ ফিরে পেলে সর্বপ্রথম তার লাঠি তাকেই ছুড়ে ফেলে দেয়। ঠিক তেমনি আমরা নিজের পায়ে দাঁড়াতে পারলে মাকে আর কোনো রকম কেয়ার করি না। তাই আমাদের উচিত যেই মা আমাদের লালন পালন করেছেন দীর্ঘ ৯ মাস গর্ভে ধরেছেন তাকেই অবহেলা না করার।

আমাদের কোরআনেও রয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মাকে আমরা কত না অবহেলা করি, সন্তানের গায়ের চামড়া কেটে মায়ের পায়ের জুতা বানালেও এক ফোঁটা দুধের ঋণ শোধ হয় না সেই মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। বর্তমানে বৃদ্ধাশ্রমে মা-বাবাকে রাখা হয়, শুধু সন্তানদের কারণেই সন্তানরা মা বাবার দুঃখ কষ্ট বোঝে না। তাই আমাদের সকল সন্তানদের উচিত মা-বাবাকে সম্মানের সাথে দেখাশোনা করা।

ব্যক্তিগতভাবে আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি। আমার মা দীর্ঘ অনেকদিন অসুস্থ ছিলেন হয়তো বা অনেকেই জানেন, আমি নিজ হাতে তোমাকে গোসল করিয়ে দিয়েছি নিজ হাতে রান্না করে খাওয়েছি এবং অনেক যত্নে রেখেছি। সারা জীবনে এভাবে মাকে ভালবেসে যেতে পারি এটাই সবার কাছে দোয়া প্রার্থী। সবাই আপনারা মাকে অবহেলা লাঞ্ছিত করবেন না। আসলে সত্য কথা এটাই মা-বাবা না হলে বোঝা যায় না মা বাবার পর্যায়টা।

আমাদের যাদের মা আছে তারা হয়তোবা মায়ের তেমন একটা গুরুত্ব দেয় না। প্রবাদ বাক্যে আছে নাই মা ছাড়া কানা মাই ভালো। কারন আমাদের যাদের মা নেই তারাই বোঝে মায়ের শূন্যতা কতটুকু যদি সে প্রকৃতভাবে মাকে ভালোবেসে থাকে। অনেক সন্তানই আছে মাকে কেয়ার করে না অথচ বৃদ্ধাশ্রমে রেখে আসে। তাই যাদের মা আছে তারা মাকে অনেক শ্রদ্ধা ভালবাসা এবং যত্ন নিবেন। হয়তোবা আমি সাজিয়ে গুছিয়ে লিখতে পারিনি যদি কোন ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই ছিল আজ আমার মা সম্পর্কে কিছু কথা।

Sort:  
 3 months ago 

মা বাবা হলে ও পৃথিবীর অনেক বড় একটি ছায়া। এই ছায়া যতদিন থাকবে জীবনে অনেক দুশ্চিন্তা কোন কমে যায়। সেজন্য নিজের অবস্থান ভালো হয়ে গেলে মা-বাবাকে ভুলে যাওয়া উচিত নয়। যখন এই পৃথিবী ছেড়ে মা-বাবা চলে যাবে তখন মায়ের অভাবটা বুঝতে পারবে। এরকম অনেক মানুষ আছে যাদের মা-বাবা পৃথিবীতে বেঁচে নেই তারা সেই বিষয়টি উপলব্ধি করতে পারে। আপনার লেখা মাকে নিয়ে পড়ে অনেক ভালো লাগলো।

ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আমার পোস্টটি পড়ে মন্তব্য করেছেন খুশি হলাম ধন্যবাদ।

 3 months ago 

মা বাবারা এমন মূল্যবান সম্পদ যা সন্তানদের জন্য সব ধরনের ত্যাগ স্বীকার করেন। তাদের জীবনের সমস্ত অর্জন সন্তানদের জন্য ব্যয় করে থাকেন। অনেক ভালো লাগলো আপনি আপনার মাকে অনেক ভালোবাসেন এবং সেবা-যত্ন করেন। মা বাবারা যদি বেঁচে থাকতে সেবা যত্ন করা না হয় তাহলে পরবর্তীতে আফসোস ছাড়া আর কিছু থাকে না। আপনার এমন সুন্দর অনুভূতি মূলক লেখা গুলো পড়ে অনেক বেশি ভালো লেগেছে।

জি আপু একদম ঠিক কথা বলেছেন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয় তেমনি মা থাকতে তাদের যত্ন করতে হয় ফুরিয়ে গেলে আর হয়তোবা আফসোস ছাড়া কিছুই থাকে না।

 3 months ago 

মাকে নিয়ে আপনি খুব সুন্দর একটি পোস্ট করেছেন। মা শব্দটি ছোট হলেও এর মর্যাদা অনেক বড় কথাটি একদম ঠিক। তবে ছেলে সন্তানকে মা অনেক কষ্ট করে লালন পালন করে। আর আমরা ছেলেমেয়েরা যখন নিজের পায়ে দাঁড়ায় তখন মাকে ভুলে যায়। যার পৃথিবীতে মা নেই সেই বুঝে মায়ের অনুভব। মায়ের মত আপন এই পৃথিবীতে আর কেউ নেই। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

খুব ভালো লাগলো ভাই আপনার আজকের পোস্টটি পড়ে। আসলেই, সন্তান বড় হলে মা কে অবহেলা করে তার জীবনে মা এর অবদান ভুলে গিয়ে। কিন্তু কোনো প্রকৃত সন্তান কখনই এমন করতে পারে না। আপনার মা কিছুদিন আগে খুবই অসুস্থ ছিল এবং আপনি নিজে হাতে তার সেবা করে তাকে সুস্থ করে তুলেছেন জেনে খুবই ভালো লাগলো ভাই। আসলে আমার মা ও প্রায় ২ মাস আগে থেকে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল আমি আর বাবা দুজন মিলে তার সেবা করে এখন কিছুটা সুস্থ করতে পেরেছি। আসলে এর মধ্যে দিয়ে একটা শান্তি কাজ করছিল নিজের মনে।

 3 months ago 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে আমাদের সকলেরই মা রয়েছে৷ ছোট থেকেই আমাদের মা আমাদেরকে সব সময় ভালোবাসেন এবং ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তারা অনেক কষ্ট করে থাকেন৷ তবে যখন আমরা বড় হয়ে যাই তখনই আমরা তাদেরকে ভুলে যাই এবং তাদেরকে অবহেলা করতে থাকি৷ তবে আপনার মা কিছুদিন আগে অসুস্থ ছিলেন এবং আপনি তাকে সেবা করে সুস্থ করেছেন জেনে খুব ভালো লাগলো৷ অনেক ধন্যবাদ এরকম একটি পোস্ট শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64867.61
ETH 3451.61
USDT 1.00
SBD 2.55