লাইফস্টাইল//প্রিয় মানুষ টিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া।//

IMG_20240429_103014_805.jpg

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ আমি@jahidulislam01 বাংলাদেশ থেকে আজ মঙ্গলবার এপ্রিল,(৩০-৪-২০২৪) আশা করি আপনারা অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি।আজ আমি আপনাদের মাঝে আমার ওয়াইফ, বা প্রিয় মানুষটিকে নিয়ে ডাক্তারের শরণাপন্ন হয়েছে অনেকদিন যাবত তার মাঝে মাঝেই জ্বর আসে কিন্তু প্রচণ্ড তাপদাহের কারণে তার শরীরটা একটু অসুস্থ তাই আমি আমাদের থানা গাংনীতে সদর হাসপাতালে নিয়ে গিয়েছিলাম নিয়ে যাওয়ার পরে। অনেক সিরিয়াল ছিল টিকিট কাউন্টারে তাই আমি সরাসরি জরুরী বিভাগে ডাক্তার দেখিয়েছি তিন থেকে চারটা পরীক্ষা দিয়েছিল। একটি রক্তের পরীক্ষা, একটি প্রসবের পরীক্ষা, এবং একটি টাইফয়েড পরীক্ষা। মোটের তিনটি পরীক্ষা দিয়েছিল। বর্তমানে সব জায়গায় লোক থাকলে হয়রানি একটু কম হতে হয়। কিন্তু আমি হসপিটালের অনেকের সাথে মোটামুটি ভালো সম্পর্ক তাই জরুরী বিভাগে গিয়ে দ্রুত ডাক্তার দেখিয়ে দেড় ঘণ্টার মধ্যে পরীক্ষার রিপোর্ট পেয়ে গেছি। মোটামুটি রিপোর্ট নরমাল ছিল কিন্তু পোষাবে একটু ইনফেকশন রয়েছে অতিরিক্ত পানি খেতে হবে ডাক্তার বলেছেন।

IMG_20240429_103636_554.jpg

বোরকা পরা অবস্থায় আমার স্ত্রী দাড়িয়ে ছিলেন সেই সময় আমি তাকে একটি ছবি তুলেছি। আসলে অনেক অসুস্থ ছিল তিনি তাই বর্তমানে এখন রেস্টে আছে।আমার বাংলা ব্লগে নতুন ইউজার হিসেবে কাজে জয়েন্ট কিন্তু সে একটু অসুস্থতার কারণে ঠিকঠাক মতো কাজ করতে পারছে না। আশা করি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসবে।

IMG_20240429_103627_756.jpg

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রুটিন কোন পরীক্ষায় কত টাকা নির্ধারিত করা আছে। আসলে বর্তমানে তাপদাহের কারণে মানুষ অনেক অসুস্থ হচ্ছে তাই আমাদের কমিউনিটির দাদা অনেক টিপস দিয়েছে সেগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সুস্থ থাকতে পারবো।

IMG_20240429_103124_414.jpg

আপনারা দেখতেই পারছেন অনেক মানুষ অসুস্থতার কারণে ডাক্তারের শরণাপন্ন হয়েছে সবাই অসুস্থ তাই আমাদের এই রোদ গরমে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সব থেকে বড় কথা আমরা যারা গরীব দুঃখী মানুষ রয়েছি কাজ না করলে আহার জোটে না তাদের খুবই করনীয় অবস্থা কারণ। এখন বর্তমানে নিজের পকেটে পয়সা না থাকলে পেটের ক্ষুধা নিবারণ করা যায় না। তাই আমাদের যারা গরিব-দুখে আছে এই রোদ গরম ঝড়-বৃষ্টি কোন কিছুই বাধা মানে না। সব সময় কাজ করতেই হয় তাই আমাদের পরিশ্রম করতে হবে একটু বুঝে শুনে নিজেদের শরীরটাকে ঠিক রাখার জন্য একটু বুদ্ধিমতীর সাথে কাজ করতে হবে। পরিশ্রম করতে হবে ঠিক কিন্তু নিজের শরীরটাকে বাঁচিয়ে। তাই ডাক্তারেরা অনেকেরই এই রোদ গরমে পরিশ্রম কমিয়ে দিতে এবং বেশি বেশি পানি খেতে বলছেন।

IMG_20240429_115305_334.jpg

সর্বশেষে আমরা ডাক্তারের কাছ থেকে পরীক্ষার রিপোর্ট গুলো দেখিয়ে বাড়ির দিকে রওনা হয়েছি তাই আমাদের সব থেকে বেশি বেশি পানি খেতে হবে এবং পরিশ্রম কমিয়ে দিতে হবে এই প্রচন্ড তাপদাহে। আপনার একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমার ওয়াইফ এর পরীক্ষার রিপোর্ট গুলো একটি ছবি আপনাদের মাঝে শেয়ার করছি। আল্লাহর রহমতে রিপোর্টগুলো সব নরমাল ছিল এবং একটু প্রসাবে ইনফেকশন বেশি বেশি পানি খেলে ঠিক হয়ে যাবে তাই ডাক্তারের ঔষধ লেখেননি। এই ছিল আজ আমার ডাক্তারের কাছে যাওয়ার কিছু টিপস। আশা করি ভালো লেগেছে আপনাদের।

Sort:  
 3 months ago 

প্রচন্ড এ গরমের মুহূর্তে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে। তাই আমাদের সকলের সুস্থ থাকতে বেশি বেশি পানি পান করা প্রয়োজন। হসপিটালগুলোতে গেলে ঠিক এমন অসুস্থ রোগীর সংখ্যা অনেক দেখা যায়। আমি কিছু দিন আগে বাবুকে নিয়ে এখানে গেছিলাম। ঠিক একই অবস্থা দেখেছিলাম অসুস্থ রোগীর। যাহোক অল্প সমস্যার মধ্যে সুস্থতা লাভ করতে পারলে ভালো।

 3 months ago 

প্রথমে আপনার ওয়াইফ এর জন্যে সুস্থতা কামনা করছি।এটা ভালো খবর যে আপনার স্ত্রীর রিপোর্ট সব নরমাল ছিল শুধু প্রসাব ইনফেকশন বাদে।গরমের কারণে সবার অবস্থা বেহাল।ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেশি বেশি করে আপনার ওয়াইফ কে পানি খাওয়ান ভাই।সাথে রেস্ট করতে বলেন।আশা করছি সঠিক স্বাস্থ্য বিধি মেনে চললে আপনার ওয়াইফ তারাতারি সুস্থ্য হয়ে উঠবেন।আপনাদের জন্যে শুভ রইলো।

 3 months ago 

এই প্রচন্ড তাপহদ গরমের কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আমাদের উচিত এই গরম কালীন সময়ে একটু সাবধানে থাকা।এই প্রচন্ড গরমের কারণেই আপনার স্ত্রী অসুস্থ হয়ে পড়ছে জেনে খারাপ লাগলো। আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোর মধ্যে বর্তমান সময়ে অনেক বেশি ভিড় লেগে থাকে সবসময়। আপনি অনেক মানুষের ভীড় কে উপেক্ষা করে টিকেট কেটে আপনার প্রিয় মানুষটির সেবা নিতে পেরেছেন। দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।

 3 months ago 

প্রচন্ড গরমের এই মুহূর্তে আমাদের এমন সমস্যা হতে পারে এটাই স্বাভাবিক। তবে ডাক্তারের পরামর্শ মত চললে ভালো হয়। এ মুহূর্তে বেশি বেশি পানি পান করতে হবে। যত বেশি বিশুদ্ধ পানি পান করা যাবে গরমের দিনে তত শরীর ভালো রাখা যাবে।

 3 months ago 

প্রথমে আপনার স্ত্রীর সুস্থতা কামনা করছি। আসলে এখন সকলে অনেক ধরনের অসুস্থতার স্বীকার হয়ে যাচ্ছে। আপনার স্ত্রীও সেরকমই অসুস্থতার স্বীকার হয়েছে এবং আপনি ওনাকে নিয়ে ডাক্তার এর কাছে গিয়েছেন এবং ওনার রিপোর্টে বেশিরভাগই ঠিকঠাক ছিল। তবে সে সমস্যা নিবারণের জন্য ওনাকে অনেক বেশি পরিমাণে পানি খেতে হবে এবং রেস্ট নিতে হবে৷ ধন্যবাদ এই পোস্টটি শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60748.61
ETH 2912.73
USDT 1.00
SBD 2.36