হাতে পরা মেহেদি আর্ট (১০% প্রিয় লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগlast year

IMG_20230610_065413.jpg

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ আমি@jahidulislam01 বাংলাদেশ থেকে আজ শনিবার জুন,🤚১৭-৬-২০২৩🤚 আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের এই প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগে প্রতিনিয়ত বাংলায় পোস্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে।তাই আমি আজও আপনাদের মাঝে হাতে পরা মেহেদি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়েছি চলুন দেখে আসি।

আর্ট তৈরির উপকরণ

ক্রমিক নাম্বারউপকরণ
সাদা পেজ
স্কেল
রাবার
রুল পেন্সিল

🤚ধাপ-১ 🤚

IMG_20230610_064618.jpg

  • প্রথমে আমি সাদা একটি পেজ নিয়ে একটি হাত তৈরি করে নিয়েছি।

🤚ধাপ-২ 🤚

IMG_20230610_064723.jpg

  • এবার আমি হাতের মাঝখানে সুন্দর একটি আলপনা তৈরি করে নিয়েছে।আলপনা ঠিক এক সাইডে আরো সুন্দর একটি আর্ট করে নিয়েছি।

🤚ধাপ-৩ 🤚

IMG_20230610_064819.jpg

হাতের তালুর মাঝখানে আমি আলপনা তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে সুন্দর ফুলের আর্ট করে নিয়েছে আলপনার চারিপাশে। আশা করি আপনাদের দেখতে অনেক ভালো লাগবে। এই মুহূর্তে একটি সেলফি তুলে আপনাদের কাছে শেয়ার করেছি যেন ভালোভাবে জিনিসটি বুঝতে পারেন।

🤚ধাপ-৪ 🤚

IMG_20230610_064912.jpg

এবার আমি হাতের নখ তৈরি করে নিয়েছি অনেক সুন্দর করে। মনে হচ্ছে একটা সুদর্শন মানুষের হাত এবং নখ।

🤚ধাপ-৫ 🤚

IMG_20230610_065008.jpg

  • এবার আমি নকের একটু নিচে ডিজাইন করে নিয়েছি অনেক সুন্দর করে, রুল পেন্সিল দিয়ে।

🤚ধাপ-৬ 🤚

IMG_20230610_065042.jpg

দুটি নখে আমি অনেক সুন্দর ডিজাইন এবং আর্ট করে নিয়েছি। দেখতে অনেক সুন্দর লাগছে আমার কাছ থেকে,আশা করি অন্যদের কাছেও অনেক ভালো লাগবে সব সময় আর্ট করতে অনেক বেশি ভালো লাগে।কারণ বেকার অবস্থায় অবসর টাইমই বেশি পাই তায় আর্ট করে থাকি।

🤚ধাপ-৭ 🤚

IMG_20230610_065120.jpg

আঙুলে ডিজাইন সম্পূর্ণ হয়েছে। সেই মুহূর্তে একটি সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি।

🤚ধাপ-৮ 🤚

IMG_20230610_065327.jpg

আবারো আমি আঙ্গুলে আর্ট করার শেষে, আমি হাতের কব্জিতে সুন্দর ভাবে আর্ট করে নিয়েছি।দেখলেই বুঝতে পারবেন অনেক দক্ষতা এবং ধৈর্যতার সহিত আর্ট তৈরি করা হচ্ছে।

🤚ধাপ-৯ 🤚

IMG_20230610_065413.jpg

হাতের কব্জিতে সুন্দর আর্ট করে নিয়েছি। আর্ট সম্পন্ন হয়েছে দেখে বোঝা যাচ্ছে। এই ছিল আজ আমার হাত তৈরির সাথে মেহেদী আর্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ

Sort:  
 last year 

সত্যিই এটা দেখে খুবই মুগ্ধ হলাম যে আপনি ছেলে হয়েও এত সুন্দর মেহেদি ডিজাইন অঙ্কন করতে পারেন। মেহেদি ডিজাইন অংকন করা যদিও সহজ কোনো কাজ নয় তবে আপনি খুবই চমৎকার এবং সহজ প্রক্রিয়ায় একটি অংকন আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো। প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর অংকন আমাদের মাঝে শেয়ার করে যাবেন বলে আশা রাখি, শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আপনি ঠিকই বলেছেন ভাই। কিন্তু ছেলেরা অনেক কিছু করতে পারে শুধু একটু ধৈর্যের প্রয়োজন ধন্যবাদ।

 last year 

হাত অঙ্কন করে তার উপরে মেহেদির অসাধারণ ডিজাইন প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।।
আসছে ঈদ সবাই অনেক সুন্দর সুন্দর ডিজাইন হাতের উপর ছাপ দেবে।
যে কেউ চাইলে অতি সহজেই আপনার হাতের উপর এইটা প্রতিস্থাপন করতে পারবে।।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে তুলে ধরার জন্য।।।

 last year 

জি ভাই আপনি ঠিকই বলেছেন ঈদ সামনে এখন মেহেদী আর্ট হাতে পড়ার ধুম পড়ে যাবে ধন্যবাদ।

 last year 

ভাইয়া আপনি ছেলেমানুষ হয়েও কিন্তু খুব সুন্দর করে মেহেদির ডিজাইন অংকন করেছেন। বিশেষ করে হাত এঁকে নেয়ার কারণে ডিজাইনটি বুঝতে অনেক সুবিধা হয়েছে। এরকম ভাবে হাতে মেহেদি লাগালে খুব চমৎকার লাগবে দেখতে। বিশেষ করে আঙ্গুলের ডিজাইনগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু ছেলেরাও চাইলে অনেক কিছু করতে পারে। শুধু একটু মেয়েদের মত ধৈর্য দরকার তাহলে সম্ভব অনেক কিছু করার।ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য।

 last year 

আপনি খুব সুন্দর একটা মেহেদির ডিজাইন অংকন করেছেন খাতার মধ্যে হাত অঙ্কন করে। মেহেদীর ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর হয়েছে, যা দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। এই ডিজাইনটা যদি হাতের মধ্যে মেহেদি দিয়ে অঙ্কন করা হয় তাহলে দেখতে আরো বেশি ভালো লাগবে। সত্যি আপনার আর্ট গুলো অনেক বেশী সুন্দর হয় সব সময়। হাতের আঙ্গুলের মধ্যে আঁকা ডিজাইনগুলো ও খুবই ভালো লাগতেছে। সব মিলিয়ে খুব সুন্দর আর্ট করেছেন।

 last year 

ঠিকই বলেছেন ভাই এই ডিজাইনটা যদি হাতে পড়া হতো তাহলে আরো দেখতে বেশি সুন্দর দেখাতো ধন্যবাদ।

 last year 

আরে বাহ্ হাতে পরা অনেক সুন্দর একটা মেহেদির আর্ট অঙ্কন করেছেন তো খাতার মধ্যে। খাতার মধ্যে এরকম আর্টগুলো অঙ্কন করলে খুব ভালো লাগে দেখতে। আমি মেহেদির আর্টগুলো অঙ্কন করতে এবং দেখতে অনেক বেশি পছন্দ করি। আপনার আর এর আগেও দেখেছি, আপনার গুলো সব সময় খুবই সুন্দর হয়। আপনি অনেক সময় দিয়ে এটি অংকন করেছেন দেখে বুঝতে পারছি। আর এমনিতে সময় এবং ধৈর্য ব্যবহার করে যে কোন কাজ করলে তা দেখতে খুব ভালো লাগে। মেহেদি দিয়ে অংকন করলেও দেখতে ভালো লাগবে। আমাদের মাঝে শেয়ার করলেন দেখে ভালো লাগলো।

 last year 

জি আপু আপনি ঠিকই বলেছেন এমন কিছু তৈরি করতে হলে অনেক ধৈর্য এবং দক্ষতার প্রয়োজন ।ধন্যবাদ এত সুন্দর মতামত প্রদান করার জন্য।

 last year 

বাহ ভাইয়া আপনি দারুন সুন্দর একটি হাতে পড়া মেহেদী আর্ট তৈরি করেছেন। এ ধরনের আট আমি এখনো পর্যন্ত তৈরি করতে পারি নাই। তবে অনেকেই দেখছি তৈরি করছে। খুব শীঘ্রই আমিও চেষ্টা করব আপনাদের মতো করে এভাবে তৈরি করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

জি ভাই তৈরি করে ফেলুন আপনার মেহেদী আর্ট দেখার আশায় রইলাম।

 last year 

ওয়াও আপনি দেখছি সুন্দর একটি হাতের ছাপ অঙ্কন করে তার উপর মেহেদি ডিজাইন করেছেন। আসলেই ভাই আপনি দারুন একটি চিত্র অঙ্কন করেছেন। আসলে মেহেদি ডিজাইন আর্ট আমার কখনো করা হয়নি যে কাজে আমি দক্ষ নই কিন্তু আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়েছি । অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন দৃশ্যটি।

 last year 

ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে কমেন্ট করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

মেহেদির ডিজাইন আমার কাছে খুবই ভালো লাগে। কারণ আমি মেহেদী দিতে খুবই পছন্দ করি। তাই কোথাও নতুন কোন মেহেদির ডিজাইন দেখলেই তা সংরক্ষণ করে রাখি। যে কোন সময় কাজে দেবে এবং তা হাতে দিতে পারি। আপনার এই মেহেদি ডিজাইন টা আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে আঙ্গুলের ডিজাইন গুলো খুব সুন্দর হয়েছে। আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর এই মেহেদির ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ওয়াও আপু আপনি দেখছি অনেক সুন্দর কথা বলেছেন।আসলে ভালো কিছু দেখলে সংগ্রহ করে রাখা অনেক ভালো এবং গুরুত্বপূর্ণ একটি কাজ। ধন্যবাদ এত সুন্দর একটি কথা বলার জন্য।

 last year (edited)

বাহ!!আপনি তো খুব সুন্দর একটা মেহেদির ডিজাইন ও আর্ট করেছেন। এই ডিজাইনটি হাতে পরলে খুবই সুন্দর লাগবে। আমি মাঝে মাঝে হাতে মেহেদি পরি ।গত কালকেও একটা মেহেদি ডিজাইন শেয়ার করেছি। পরেরবার আপনার এই ডিজাইন আমি অবশ্যই হাতে পরবো

 last year 

ওয়াও অনেক ভালো লাগলো শুনে যে আমার ডিজাইনটা আপনার ভালো লেগেছে এবং আপনি হাতে পড়ার প্রতিশ্রুতি দিয়েছেন ধন্যবাদ।

 last year 

আজ আপনি ধাপে ধাপে অনেক সুন্দর করে একটি হাতের দৃশ্য এবং তারপর মেহেদি ডিজাইন এর দৃশ্য আর্ট করে দেখিয়েছেন। আপনার এত সুন্দর দক্ষতা দেখে আমি মুগ্ধ অনেক ধৈর্য সহকারে এই কাজ সম্পন্ন করেছেন যা দেখে বোঝা যাচ্ছে কারণ এই জাতীয় আর্ট তৈরি করা খুবই কঠিন।

 last year 

আপনি একদম ঠিক বলেছেন ভাই এই ধরনের আর্ট তৈরি করতে হলে অনেক ধৈর্য প্রয়োজন হয় ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 88619.11
ETH 3331.99
USDT 1.00
SBD 2.95