জেনারেল রাইটিং=\\ পাঁচে লোকে কিছু বলে //

in আমার বাংলা ব্লগlast month
landscapes-8155111_1280.jpg

Source

সবাইকে আজকে আমার পোস্টে স্বাগতম!
আজকের সোমবার তারিখঃ জুলাই ৮

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ আমি@jahidulislam01 আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন মহান আল্লাহতালার অশেষ রহমতে আমিও অনেক ভাল আছে এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে আমার নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার পোষ্টের মূল বিবরণ হচ্ছে পাঁচে লোকে কিছু বলে। আসলে আমাদের জীবন চলার পথে অনেকের অনেক অনেক কথা বলার থাকে তাই আমাদের পাঁচে লোকের কথা শুনে জীবনটাকে স্তব্ধ রাখা ঠিক নয় তাই আমাদের নিজের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা উচিত। বর্তমান সমাজ গুলোতে আপনি বেকার রয়েছেন কিন্তু আপনি যখনই ছোট একটা কাজ করতে যাবেন তখনই অনেকে অনেক কথা বলবে। তাই আপনি জীবনে কিছু করতে চাইলে পিছনের লোকের কথা শুনলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না এগোতে পারবেন না।

তাই আমরা বর্তমানে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা লোকও লজ্জার কারণে এবং সমাজের কিছু মানুষের কারণে আমরা ছোট কাজকর্ম করতে ভয় পায় যে এরা নাকি কত রকম সমালোচনা করে কিন্তু আপনি একটু ভেবে দেখুন তো। আপনার পকেটে যদি দশটা টাকা না থাকে এবং আপনার ঘরে যদি খাবার না থাকে সমাজের লোক কিন্তু আপনাকে দশটা টাকা বা খাবার দিবে না। কিন্তু আপনি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আপনি সাপোর্ট মনে করুন রিক্সা চালাবেন দেখবেন কতজনে কত কথা, পাঁচে লোকে কিছু বলে? তাই আমাদের বর্তমান সমাজ গুলো আমাদের জন্য ভয়ংকর সৎ কাজের উদ্দেশ্যে আপনি এগিয়ে যান আপনার লক্ষ্য দৃঢ় হোক এই প্রত্যাশা আমরা করি।

বর্তমানে আমার কথাই বলি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম আমি গ্রামের স্কুল থেকেই মাধ্যম এবং উচ্চ মাধ্যমিক লেখাপড়া করি মোটামুটি আমি ভালো স্টুডেন্ট ছিলাম সব সময় আমার রোল এক থেকে পাচের মধ্যেই থাকতো। ইন্টার পাশ করে আমি বর্তমানে বিএ ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট। পিতা মাতার মোটামুটি পাঁচ থেকে ছয় বিঘা জমি এবং মোটামুটি ভালো মধ্যবিত্ত পজিশন। ধরুন এখন আমি রিক্সা চালাবো আমার জীবনের এগিয়ে যাওয়ার পথে। প্রতিদিন এই রিকশা থেকে হাত ৮০০ টাকা আয় রোজগার হবে এতে সমস্যা কিসের। কিন্তু কথায় আছে পাঁচে লোকে কিছু বলে? সমাজে এই লোকগুলোর কথা যদি আপনি কানে নেন তাহলে আপনার জীবনে ভালো কিছু আশা করা যাবে না আসলে মানুষ ছোট থেকে বড় হয়।

মহান আল্লাহ তা'আলা আমাদের বলেছেন তোমরা নামাজ আদায় করো এবং সৎ কাজে জমিনের দিকে ধাবিত হন আমি আল্লাহর তোমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমি মানুষ সহ সকল জীবজন্তুর রিজিকের মালিক রিজিকের ব্যবস্থা আমি করব টেনশন নেই আমার বান্দাদের। তোমরা শুধু সৎ উদ্দেশ্যে জমিনের দিকে ধাবিত হও। সবাই আমরা দাদার পিতার জন্য দোয়া প্রার্থী সবাই দাদার জন্য দোয়া করবেন দাদা যেন এই কঠিন শোকাহত কাটিয়ে উঠতে পারেন আমাদের মাঝে। এই ছিল আজ আমার শিক্ষনীয় একটি পোস্ট পাঁচে লোকে কিছু বলে। আসলে আমাদের এই মানুষগুলোর কথা কানে নিয়ে চললেই জীবনে কিছু করা অসম্ভব। তাই আমাদের এই মানুষগুলোর থেকে এড়িয়ে চলতে হবে।

✨💞আমার নিজের পরিচয়💞✨

45406254-503f-44d8-8a5d-79dda79fe316.jpg

আমি মোঃ জাহিদুল ইসলাম আমি মেহেরপুর জেলার গাংনী থানা জুগীরগোফা গ্রামে আমি বসবাস করি। আমি একজন বাংলাদেশের সুনাগরিক, বর্তমানে আমার বিএ ফার্স্ট ইয়ারে পড়াশোনা চলছে। আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা ভাষায় কথা বলতে অনেক ভালোবাসি। আমার শখ ভ্রমণ করা এবং আর্ট করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।


(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

abb2.png

abb.png

bwith.png

VOTE @bangla.witness as witness

bwithness.png

SET @rme as your proxy

rproxy.png

Sort:  
 last month 

আসলে আমরা যেটাই করি না কেন, আমাদের পেছনে মানুষ নানা রকম কথা অবশ্যই বলবে। এটা কিন্তু একেবারে সত্য কথা, মধ্যবিত্ত ছেলেদেরকে মানুষের বিভিন্ন কথা সব সময় শুনে লাগে। কিন্তু তারা যদি এই মানুষগুলোর কথা কানে নেয়, তাহলে জীবনে কখনোই উন্নতি করতে পারবে না। ছোট কাজ থেকেই তো মানুষ বড় কিছু করতে পারে। আমাদের ছোট কাজ দেখলে হয়তো অনেকে অনেক কিছুই বলবে আমাদের পেছনে। কিন্তু ওই গুলোর দিকে ফোকাস না দিয়ে, আমাদেরকে আমাদের এই ছোট কাজের দিকেই ফোকাস দিতে হবে। তাহলেই আমরা জীবনে ভালো কিছু করতে পারবো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 59176.07
ETH 2667.95
USDT 1.00
SBD 2.42