লাইফস্টাইল = অসুস্থ ছাগলের চিকিৎসার জন্য ছোটাছুটি
আজকের তারিখঃ সোমবার আগস্ট ৫
মটকা বাজারে ওষুধ আনতে গিয়েছিলাম প্রেসক্রিপশন দেখতে পারছেন ডাক্তারে এই প্রেসক্রিপশন করে দিয়েছিল। এবং তিনটি ইনজেকশন করেছিল তিনটি ইঞ্জেকশনের মূল্য নিয়েছিল ৫০০ টাকা মূলত ছাগলটিতে আমার অনেক খরচ হয়েছে বটে কিন্তু আল্লাহতালার অশেষ রহমতে ছাগলটি বেঁচে রয়েছে এখন মোটামুটি সুস্থ। ছাগলটি এমন অবস্থা হয়েছিল মনে হচ্ছিল যেন আর বাঁচবে না তারপরও আল্লাহ তাআলার উপর ভরসা রেখে চিকিৎসা চালিয়ে গিয়েছিলাম বর্তমানে এখন ছাগলটি সুস্থর দিকে।
মূলত ফার্মেসি ওয়ালা ভাইয়ের কাছে আমি প্রেসক্রিপশন টি দিয়েছিলাম দেওয়ার পরে এনাকে বললাম যেমন লেখা আছে ঠিক তেমনি দিবেন ভাই একই কোম্পানির। মূলত স্কয়ার কোম্পানির ঔষধ থাকলে দিয়েন। তিনি আমাকে জানালেন সবই স্কয়ার কোম্পানির ঔষধ লিখেছে ভালো ভালো একটু দাম বেশি পড়বে আমি বললাম সমস্যা নেই আপনি ভাল কোম্পানির ঔষধ দেন আমি টাকা দিচ্ছি আপনাকে। তিনি আমার কথায় খুশি হয়ে স্কয়ার কোম্পানির ঔষধ দিলেন আমাকে বাসায় নিয়ে গিয়ে অসুস্থ ছাগলটিকে আমি খাবিয়ে ছিলাম ঔষধ গুলো তারপরও কম হচ্ছিল না ধীরে ধীরে ছাগলটি এখন সুস্থ।
ফার্মেসি অলা ভাইয়ের নাম এনামুল তিনি আমাকে অনেক ভালোভাবে চেনে এবং অনেক ভালো লোক তিনি সব ঔষধ মিলিয়ে তিনি আমার কাছ থেকে ২০ টাকা কম নিয়েছিলেন। আল্লাহতালার অশেষ রহমতে আমার ছাগল এখন সুস্থ এই ছিল আজ আমার অসুস্থ ছাগলের চিকিৎসার জন্য একটু হয়রানি তারপরও সুস্থতা দেখে হয়রানি কেটে আনন্দ এসেছে মনের মধ্যে ধন্যবাদ আশা করি ভালো লেগেছে।
|
---|
আমি মোঃ জাহিদুল ইসলাম আমি মেহেরপুর জেলার গাংনী থানা জুগীরগোফা গ্রামে আমি বসবাস করি। আমি একজন বাংলাদেশের সুনাগরিক, বর্তমানে আমার বিএ ফার্স্ট ইয়ারে পড়াশোনা চলছে। আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা ভাষায় কথা বলতে অনেক ভালোবাসি। আমার শখ ভ্রমণ করা এবং আর্ট করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।
VOTE @bangla.witness as witness
ভাইয়া আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি পশু প্রেমী একজন মানুষ। নিজের পালিত পশু অসুস্থ হলে সত্যিই অনেক খারাপ লাগে। আমার কিছু পাখি ছিল। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল আর আমি পাগলের মত হয়ে গিয়েছিলাম। ভাইয়া আপনার ছাগলের অসুস্থ হওয়ার খবর শুনে খারাপ লাগছে। ধন্যবাদ আপনাকে এই পোস্ট শেয়ার করার জন্য।
আসলে নিজের পালিত পশু পাখি অসুস্থ হলে নিজের কাছে খুবই খারাপ লাগে। ঠিক তেমনি একটা খারাপ লাগার বিষয় নিজের প্রিয় ছাগল যদি অসুস্থ থাকে। আর এজন্য আপনিও বেশ ভোগান্তির শিকার হয়েছেন দেখছি। দোয়া করি যেন আপনার গৃহপালিত ছাগলটা যেন সুস্থ হয়ে যায়।
নিজের গৃহপালিত পশু গুলো অসুস্থ হলে সত্যি অনেক খারাপ লাগে। আর অনেক দুশ্চিন্তা বেড়ে যায়। আপনার ছাগলের জন্য আপনি অনেক পরিশ্রম করেছেন ভাইয়া। যে কোন পশু পাখি অসুস্থ হলেই খারাপ লাগে। আর ভোগান্তির শিকার হতে হয়।
গৃহপালিত পশু অসুস্থ হলে অনেক খারাপ লাগে ভাইয়া।আপনার দেখছি অনেক গুলো ছাগল,কবুতর আছে।মুরগিও ছিলো।আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম আপনার পশুপাখি পুষতে ভালো বাসেন।জেনে ভালো লাগলো আপনার ছাগলটি সুস্থ হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।