ওয়ালমেট ফুল তৈরি (১০%প্রিয় লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ5 months ago

IMG_20240410_201557_231.jpg

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুগণ আমি@jahidulislam01 বাংলাদেশ থেকে আজ বুধবার, এপ্রিল ||১১-৪-২০২৪|| আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে রঙিন পেপার দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি। আশা করি আমার ওয়ালমেট টা আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ওয়ালমেট এর ধাপগুলো।

ওয়ালমেট তৈরির উপকরণ

ক্রমিক নাম্বারউপকরণ
এ ফোর সাইজের রঙিন পেপার
কাঁচি
গাম আঠা

🌹ধাপ-১🌹

IMG_20240410_192646_945.jpg

  • প্রথমে রঙিন পেপার ভালো করে নিয়েছি টুকরো টুকরো করে কেটে নেওয়ার জন্য।

🌹ধাপ-২🌹

IMG_20240410_193204_306.jpg

  • বিভিন্ন প্রকার রঙিন পেপার টুকরো টুকরো করে কেটে নিয়েছি।

🌹ধাপ-৩🌹

IMG_20240410_193404_727.jpg

এবার আমি রঙিন পেপার ঠোঙা তৈরি করে নিয়েছি। সেই মুহূর্তে একটি সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করে নিয়েছি।

🌹ধাপ-৪🌹

IMG_20240410_194741_854.jpg

এবার আমি একটি একটি করে অনেকগুলো ঠোঙা তৈরি করে নিয়েছি বিভিন্ন রঙিন পেপার দিয়ে।

🌹ধাপ-৫🌹

IMG_20240410_192548_652.jpg

এবার আমি একটি বোড কেটে নিয়েছি গোল করে। এইভাবে ওয়ালমেট তৈরি করতে আমার অনেক বেশি ভালো লাগে। যদিও খুব একটা কঠিন নয় তবে ধৈর্যের প্রয়োজন অনেকটাই।

🌹ধাপ-৬🌹

IMG_20240410_195054_844.jpg

  • গাম আঠা দিয়ে ঠোঙা গুলো একটি একটি করে বোর্ডের সাথে লাগিয়ে দিয়েছি।

🌹ধাপ-৭🌹

IMG_20240410_195643_737.jpg

বোর্ডের মধ্যে আমি প্রতিটি ঠোঙ্গা সুন্দরভাবে একটি একটি করে সাজিয়ে দিয়েছি। সেই মুহূর্তে একটি সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি দেখতে অনেক ভালো লাগছে আমার কাছে আশা করি আপনাদের ও ভালো লেগেছে।

🌹ধাপ-৮🌹

IMG_20240410_195819_481.jpg

এবার আমি ঠিক একই রকম ভাবে দ্বিতীয় ধাপে ঠোঙা গুলো লাগিয়ে দিয়েছে। ওয়ালমেট আস্তে আস্তে অনেক সুন্দরের দিকে যাচ্ছে।

🌹ধাপ-৯🌹

IMG_20240410_200723_313.jpg

  • দ্বিতীয় ধাপ সাজানোর পরে এবার আমি তৃতীয় ধাপে ঠোঙ্গা গুলো সাজিয়ে নেওয়া হচ্ছে। ধীরে ধীরে ওয়ালমেট টি অনেক ভালো লেগেছে আমার কাছে।

🌹ধাপ-১০🌹

IMG_20240410_201557_231.jpg

ওয়ালমেট তৈরি শেষে এবার আমি লাস্ট ছবিটি দিয়েছি। এই ছিল আজ আমার রঙিন পেপার দিয়ে ওয়ালমেট তৈরি। আশা করি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা কামনা করি।

Sort:  
 5 months ago 

DIY সুন্দর হয়েছে ভাই। তবে চেষ্টা করুন আরো কিছু বর্ণনা লিখতে। কোন ভাবনা থেকে এটা বানালেন।

 5 months ago 

ঠিক আছে ভাইজান ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60274.16
ETH 2339.61
USDT 1.00
SBD 2.55