সোয়াবিন তৈল দিয়ে দেশি মুরগি রান্নার রেসিপি১০% প্রিয় লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ। আমি @jahidulislam01 বাংলাদেশ থেকে আজকে রবিবার মার্চ ১৩-০৩-২০২২

আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে দেশি মুরগির সুস্বাদু রেসিপি শেয়ার করতে চলেছি। তাহলে চলুন শুরু করা যাক..........
IMG_20220313_100215.jpg

রেসিপি তৈরির উপাদান

১. সয়াবিন তৈল
২. ঝালের গুড়া
৩. হলুদের গুঁড়া
৪. পিয়াজ
৫. রসুন
৬. লবণ
৭. এলাচ
৮. দারচিনি

ধাপ-১

IMG_20220313_095522.jpg

চলুন শুরু করা যাক কিভাবে রেসিপি তৈরি করা হচ্ছে। প্রথমে আমি দেশি মুরগির মাংস টুকরো টুকরো করে একটা নির্দিষ্ট গামলায় রাখা হলো। রাখার পরে দেশি মুরগির মাংস গুলো কয়েকবার ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। ধুয়ে নেওয়ার পরে যেটা করা হলো।

ধাপ-২

IMG_20220313_095602.jpg

এবার দেশি মুরগির মাংসগুলো পানিতে ধুয়ে একটা নির্দিষ্ট পাত্রে রাখা হচ্ছে। দেশি মুরগির মাংস খেতে অনেক সুস্বাদু। আমরা জানি এই দেশি মুরগির মাংসে ক্লোরেস্টরলের মাত্রা খুব কম থাকে। তাই সব ধরনের রোগী এই দেশি মুরগির মাংস খেতে পারে এতে কোন সমস্যা নেই।

ধাপ-৩

IMG_20220313_095632.jpg

এবার চুলার উপরে কড়াই বসানো হলো। কড়াইটা ভালোভাবে ধুয়ে নিলাম এরপরে সোয়াবিন তৈল কড়াই এর উপরে ঢেলে নিলাম। নেওয়ার পরে তৈলটা গরম করে নেয়া হলো।

ধাপ-৪

IMG_20220313_095658.jpg

গরম তৈলের ওপরে দেশি মুরগির মাংসগুলো সেকে সেকে তুলে দেয়া হলো। দেশি মুরগির মাংসে অনেক আমিষ থাকে। এই দেশি মুরগির মাংস খেলে আমাদের শরীরে আমিষের ঘাটতি পূরণ হয়ে থাকে। তাই আমরা এই দেশি মুরগি বাড়িতে পেলে থাকি। একটা দেশি মুরগি ১৮থেকে ২০ টা ডিম দিয়ে থাকে । দেশি মুরগি বাঙালির কাছে একটা পরিচিত মুরগি হিসেবে পরিচিত। এই দেশি মুরগি পুষে আমরা অনেক লাভবান হয়ে থাকি কারণ এই মুরগীর ডিম থেকে আমরা আবার বাচ্চা উঠাতে পারি।

ধাপ-৫

IMG_20220313_095738.jpg

দেশি মুরগির মাংস গুলো কড়াই এর উপরে দেওয়ার পরে ঝালের গুড়া, হলুদের গুঁড়া, লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, একসাথে দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে। এবার মাংসগুলোগুলো দেখতে একটু ভিন্ন রংয়ের দেখাচ্ছে। কারণ মাংসের উপরে যাবতীয় উপকরণ দেওয়া হয়েছে তাই মাংসের রং এর আকার ধারণ করেছে। দেশি মুরগির মাংস গুলো গরম কড়াই এর ওপরে খুন্তি দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে যেন মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই মাংসগুলো নাড়াচাড়া করতে করতে সুন্দর একটি সুবাস বের হচ্ছে তখনই বুঝা যাচ্ছে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে।

ধাপ-৬

IMG_20220313_100021.jpg

রেসিপি একেবারে শেষের পর্যায়ে। দেশি মুরগির মাংস গুলো একটা নির্দিষ্ট গামলায় রাখা হয়েছে। দেশি মুরগি আমরা সচরাচর সবাই চীনে থাকি কারণ এই দেশি মুরগি সবার কাছে পরিচিত। এবং এর মাংসগুলো খেতে খুব সুস্বাদু হয়ে থাকে। আপনারা চাইলে এই দেশি মুরগির সুস্বাদু রেসিপি তৈরি করে খেতে পারেন। এই দেশি মুরগির কচি বাচ্চা খেলে রক্ত বৃদ্ধি হয় কারণ এই দেশি মুরগির অনেক গুণাগুণ রয়েছে এর যেমন ডিম খেলে পেশার বৃদ্ধি পায় শরীর দুর্বলতা কেটে যায় সেইসাথে শরীর ভালো থাকে এই দেশি মুরগি পেলে আমরা আমাদের আর্থিক জীবন সুখময় করতে পারি এই মুরগি সাধারণত ধান গম ভুট্টা খেয়ে থাকে তাই এই দেশি মুরগি বাড়িতে পালতে আমাদের কোন রকম সমস্যা হয় না। এই মুরগি এক থেকে দুই কেজি হয়ে থাকে। সর্বশেষে আমার সাথে দেশি মুরগির মাংসের একটা সেলফি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি।

Sort:  
 2 years ago 

আপনি অনেক মজাদার এবং লোভনীয় একটি দেশি মুরগি রান্নার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই দেশী মুরগী রান্নার রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল। মুরগির মাংস বরাবরই আমার কাছে খুবই সুস্বাদু লাগে আর সেটা যদি দেশি মুরগি খায় তাহলে তো আর কোন কথাই নেই। শুরু থেকে শেষ পর্যন্ত খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

দেশি মুরগি রান্নার ওয়াও 😋😋
দেখতে খুব লোভনীয় দেখাচ্ছে মনে হচ্ছে খেতে ও অনেক সুস্বাদু হয়েছিল।।
আমি তো লোভ সামলাতে পারছি না 😋😋
দরুন উপস্থাপন করেছেন।।
শুভকামনা রইল

 2 years ago 

দেশি মুরগির মাংস খেতে খুবই ভালো লাগে আমার কাছে ।দেশি মুরগির মাংসে আলাদা একটা টেস্ট পাওয়া যায় ।আপনার দেশি মুরগি ভুনা রেসিপি দেখতে খুবই লোভনীয় লাগছে। খেতে মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল ।আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

দেশি মুরগির রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়। সোয়াবিন তেল দিয়ে মনে হয় না কখনো খেয়েছি।তবে শুনছি খুবই মজাদার হয়।যাইহোক আজকের রেসিপি আমার কাছে খুবই পছন্দ হয়েছে কারন আমার পছন্দের একটা রেসিপি।সাথে উপস্থাপন খুবই সুন্দর করে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এতো সুন্দর একটা লোভনীয় মুরগির রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

সয়াবিন তেল এর যা দাম বেড়েছে। খুব দামি রেসিপি বানিয়েছেন সে হিসাবে। খুব সুন্দর করে সব বর্ননা দিয়েছেন। অনেক ভালো লাগলো আমার কাছে। এভাবেই এগিয়ে যান। শুভকামনা রইলো।

 2 years ago 

সোয়াবিন তৈল দিয়ে দেশি মুরগি রান্নার রেসিপি খুবই সুন্দর হয়েছে ভাইয়া। দেশি মুরগির মাংস খেতে খুবই ভালো লাগে। অনেক সুন্দর ভাবে আপনার এই রেসিপি তৈরি করেছেন। রেসিপি তৈরীর প্রতিটি ধাপ অনেক ভালো ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে মজার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ও বাবা,সবাই এতো সুস্বাদু সুস্বাদু রেসিপি শেয়ার করছে এতো সুস্বাদু রেসিপি দেখে লোভ সামলানো যায় 😋ভাইয়া, আপনার রান্না করা দেশি মুরগির মাংসের রেসিপি দেখে সত্যিই আমার জিভে জল এসে যাচ্ছে।ভাইয়া,দেশি মুরগির মাংসের কালার টা এতটাই লোভনীয় লাগছে দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে।ভাইয়া,দেশি মুরগির মাংস রান্না করার প্রতিটি ধাপে খুব সুন্দরভাবে সম্পন্ন করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এতো সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

দেশি মুরগির মাংস ওয়াও ভাইয়া রেসিপি টি দেখে তো জিভে জল চলে এলো। অনেক সুন্দর লাগছে আপনার এই রেসিপিটি। কালার টা অনেক সুন্দর লাগছে। দাগগুলো আপনি সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল। এভাবেই আপনি সামনের পথে এগিয়ে যান।

 2 years ago 

রেসিপির ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে কতটা মজাদার হয়েছে সাধারণত মজাদার রেসিপি ছবি দেখলে বোঝা যায় আসলে কেমন টেস্ট হয়েছে। আমার প্রিয় মোরগের মাংস রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ ভাইয়া দেশি মুরগি মাংসের রেসিপি আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আজ আমিও বাসায় দেশি মুরগির মাংস খেয়েছি। দেশি মুরগির মাংস খেতে অনেক সুস্বাদু হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61098.19
ETH 2625.94
USDT 1.00
SBD 2.63