বসন্ত কাল আমার প্রিয় ঋতুর মধ্যে একটি। বাংলার ঋতু রাজা বলা হয় বসন্তকে।বসন্তকাল যে নিজের রূপের মায়ায় সবাইকে মুগ্ধ করে তা আর বলার অপেক্ষা রাখেনা।চারদিকে ফুলের সমাহার কি সুন্দর ঘ্রাণ বাতাসে সাথে ঘুরে বেড়ায়। চারদিকে মনমুগ্ধকর পরিবেশ।কানে ভেসে আসে কোকিলের মধুর ডাক যা উপেক্ষা করার উপায় থাকেনা কারো।এই মধুর ডাক শুধু শুনেই যেতে ইচ্ছে করে।
বসন্ত ফুলের ফটোগ্রাফি করার অনুভূতি |
উত্তরের শীতকে পিছনে ফেলে দিয়ে, দক্ষিণের বাতাস বয়ে আনে ঋতুর রাজা বসন্তকে।বসন্তের সোন্দর্য দেখে মানুষ মুগ্ধ হয়ে যায়।পলাশ ও শিমুল ফুলের রঙে আকাশ যেনো লাল আভায় মিশে যায়।এই প্রতিযোগিতা অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন ফুলের ছবি ক্যামেরা বন্দি করতে পারি। যা ছিলো অনেক আনন্দের কাজ। অনেক ফুল সম্পর্কে জানতে পারি যা ছিলো অভাবনীয়।ঋতুর রাজা বসন্তকে বরণ করার জন্য যেনো প্রকৃতিও সেজে যায়।
চিত্রঃফ্লক্স ফুল
Divice:samsung M31s
what's 3 word Location
ফুলটির নাম হচ্ছে ফ্লক্স।এই ফুলটি আসে মেক্সিকো ও আমেরিকা মহাদেশের টেক্সাস থেকে।গাছটি ঝোপ আকৃতির হয়ে থাকে ও ডালের আগায় থোকা থোকা ফুল ধরে।ফুলের মধ্যবিন্দুতে বিপরীত রঙের ফোটা থাকে।এর পাঁচটি পাপড়ি থাকে।
চিত্রঃশিমুল ফুল
Divice:samsung M31s
what's 3 word Location
শিমুল ফুল আমরা সবাই চিনি।শিমুল গাছে গায়ে কাঁটা থাকে।এই গাছের উচ্চতা ১৫-২০ মিটার হয়ে থাকে।শীতের শেষের দিকে গাছের পাতা ঝরে যায় ও বসন্তের শুরুতে ফুল ফোটে। বৈশাখ মাসে শিমুল ফুল থেকে তুলা বের হয়ে আসে।
চিত্রঃপলাশ ফুল
Divice:samsung M31s
what's 3 word Location
পলাশ ফুল পছন্দ করেনা এমন ফুল প্রেমিক পাওয়া মুশকিল।শীতের শেষে গাছের পাতা ঝরে যায় ও ফুল ফোটে। গাছের।পাতা অনেক গাঢ়।বসন্তের শুরুতেই পলাশ ফুল ফোটে। টুকটুকে লাল রঙ ছাড়াও লালচে কমলা রঙের ফুল ও ফোটে।
চিত্রঃকাটামুকুট ফুল
Divice:samsung M31s
what's 3 word Location
এই ফুলের নাম কাটা মুকুট করা হয় যিনি এই প্রজাপতিটিকে চালু করেন তার নাম হচ্ছে "বেরন মিলিয়াস"।এই কথা বলা হয়ে থাকে যে যীশ্য খ্রীস্ট এই কাটা মুকুট মাথায় পরেছিলেন।
চিত্রঃগন্ধরাজ ফুল
Divice:samsung M31s
what's 3 word Location
গন্ধরাজ ফুল খুবই পরিচিত একটি ফুল।এর ঘ্রাণ অনেক সুন্দর।গন্ধরাজ ফুলের অন্য একটি নাম হচ্ছে কেপ জ্যাসমিন।
চিত্রঃবোতাম ফুল
Divice:samsung M31s
what's 3 word Location
বোতাম ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। লাল,কমলা সাদা,গোলাপি ইত্যাদি। গাছের পুষ্প মস্তকের মধ্যে ফুল ছোট আকারের ও অস্পষ্ট হয়ে থাকে।
চিত্রঃ এস্টার ফুল
Divice:samsung M31s
what's 3 word Location
এস্টার ফুলে দেখতে অনেক সুন্দর হয়।সাদা,বেগুনি,নীল,লাল রঙের হয়ে থাকে।এস্টার ডালিয়া ফুলের অন্য একটি জাত।গাছ ঝোপ আকৃতির হয়ে থাকে।
চিত্রঃ পিটুনিয়া ফুল
Divice:samsung M31s
what's 3 word Location
পিটুনিয়া ফুল অনেক সুন্দর।এই ফুলের নজরকাড়া রং মানুষের মন কেড়ে নেয়।এই ফুলের নানা রঙের হয়ে থাকে লাল,গোলাপি, বেগুনি ইত্যাদি। বাড়ির আঙিনা সাজাতে এই ফুলের জুরি নেই।
চিত্রঃ লান্টানা ফুল
Divice:samsung M31s
what's 3 word Location
এই ফুলকে লান্টানা বা পুটুস ফুল ও বলা হয়।এটি ক্রান্তীও আমেরিকান ফুল।বাগান সাজানোর জন্য এই ফুলের জুড়ি
নেই।এই ফুলের চারপাশে নানারকম প্রজাপতি উড়ে বেড়ায় যা বাগানের সোন্দর্য আরো বৃদ্ধি করে।
চিত্রঃগ্লাডিওলাস ফুল
Divice:samsung M31s
what's 3 word Location
ফুলটির নাম হচ্ছে গ্লাডিওলাস। এই ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে সাদা,হলুদ,লাল ইত্যাদি। এই ফুল বিভিন্ন উৎসবে ব্যবহার করা হয়ে থাকে।
ক্যামেরা | samsung M31S |
ফটোগ্রাফি ধরণ | মোবাইল ফটোগ্রাফি |
লোকেশন | ধনবাড়ি,টাংগাইল |
আজকে এই পর্যন্তই। আশা করি আমার ফুলের ফটোগ্রাফি সকলের ভালো লেগেছে।সবাই সুস্থ ও ভালো থাকবেন।
সবগুলো ফুলেই খুব মিষ্টি। আসলে ফুলকে কে না ভালোবাসে।একেকটা ফুল একেক ধরনের সুন্দর। ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। আপনার উপস্থাপনা বেশ সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে প্রতিযোগীতা অংশগ্রহণের জন্য।
জ্বি আপু একদম ঠিক বলেছেন ফুল ভালোবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ধন্যবাদ আপনার মতামতের জন্য।
অসাধারণ সুন্দর ভাবে পোস্টটি সাজিয়েছেন। আমি তো আপনার পোস্ট দেখেই ভয় পেয়ে গেলাম। এতো সুন্দর পোস্টের সামনে আমি আর কি পোস্ট করবো। লান্টানা বা পুটুস ফুল এর নাম আমি প্রথম শুনেছি। ধন্যবাদ আপনার মাধ্যমে ফুল সম্পর্কে কিছু নতুন নতুন জিনিস জানতে পারলাম।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।খুবই ভালো লাগলো আপনার বিশেষ মন্তব্য দেখে।আশা করি পরবর্তী কাজ আমি আরাও ভালোভাবে করতে পারবো যা আপনার ভালো লাগবে।
খুবই চমৎকার ফটোগ্রাফি করেছেন ভাইয়া। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার ফটোগ্রাফির প্রত্যেকটি ছবি খুব সুন্দর লাগছে। তারমধ্যে বোতাম ফুলটি আমার আগে কখনো দেখা হয়নি। এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভালো লাগে যখন আমার পোস্টের মাধ্যমে আপনার নতুন কিছু জানতে পারেন।আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আপনার ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি ।আসলে বসন্তের সময়ে বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকে। আপনি ফুল সম্পর্কে সুন্দর বর্ণনা দিয়েছেন ।শুভকামনা রইল আপনার জন্য।
অনেক ভালো লাগে যখন আপনাদের কাছে আমার কাজগুলো ভালো লাগে।অনেক উৎসাহ পাই আরো ভালো কাজ করার আপনাদের উপহার দেওয়ার।ধন্যবাদ ভাইয়া।
ওয়াও আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। আপনার এই পোষ্টের মাধ্যমে অনেক ফুলের নাম জানতে পেরেছি। আপনি আপনার পোস্টের মাধ্যমে প্রত্যেকটি ফুলের সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন এবং আমাদের মাঝে দারুন ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য
জেনে খুব ভালো লাগলো যে আমার ফটোগ্রাফির মাধ্যমে আপনি কিছু ফুলের নাম জানতে পেরেছেন।আশা করি আমার পরবর্তী ফটোগ্রাফি ও আপনার অনেক ভালো লাগবে।ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আপনি বসন্তের ফুলের সুন্দর ফটোগ্রাফি করেছেন। আমার কাছে আপনার প্রত্যেকটি করা ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। এত সুন্দর করে বসন্তের রুপ তুলে ধরার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া সময় নিয়ে মতামত প্রকাশ করার জন্য।
ওয়াও আপনার ফুলগুলোর ফটোগ্রাফি চমৎকার হয়েছে । সবগুলো ফুলের মধ্যে কিছু ফুল চেনা এবং কিছু ফুল অচেনা । তবে ফুল গুলো দেখে মন ভরে গেল । ফটোগ্রাফি গুলো খুব নিখুঁতভাবে হয়েছে । ধন্যবাদ ভাই এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ।
ধন্যবাদ ভাই আপনাকে।
বাহ্ রঙিন সব ফুলের সৌন্দর্য্যে আমি মুগ্ধ।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।খুব আনন্দিত বোধ করছি কারণ আমার ফটোগ্রাফির মাধ্যমে আপনাকে মুগ্ধ করতে পেরেছি।আশা করি সামনে এভাবেই ভালো কাজের মধ্যমে আপনাকে আরো খুশি করতে পারবো।
আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুবই মুগ্ধ হলাম। আপনি খুব সুন্দর করে সময় নিয়ে আলোকচিত্রগুলো তুলেছেন খুবই অসাধারণ হয়েছে। অনেকগুলো ফুলের সমাহার। দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।
আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।আরো ভালো লাগলো আমার কাজ দিয়ে আপনার মুগ্ধ করতে পেরেছি।আশা করি আরো ভালো কাজ আপনাদের সাথে ভাগ করে নিতে পারবো।
ভাইয়া আপনি অসাধারণ ভাবে প্রতিযোগিতার পোস্ট সাজিয়েছেন। আপনি প্রত্যেকটি ফুলের নিচে অনেক সুন্দর ভাবে লোকেশন দিয়েছেন। আমার কাছে আপনার প্রত্যেকটি ফটোর মধ্যে সাত নম্বর ফটোটা সবথেকে বেশি ভালো লেগেছে। এত সুন্দর ভাবে ফটোগ্রাফি পোস্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।আশা করি এভাবেই আপনাদের ভালো ভালো কাজ উপহার দিতে পারবো।