আমার মুঠোফোনে ধারণকৃত কিছু ফুলের ফটোগ্রাফি -পর্ব ০৩||10% for shy-fox||@jaforshanto

আসসালামু আলাইকুম

কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে মহান আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। আমিও মহান আল্লাহর রহমতে সুস্থ ও ভালো আছি। ফুল যেমন সবার ভালো লাগে ঠিক আমারও ভালো লাগে। আর ফুলের ফটোগ্রাফি কেই বা না করবে।ঠিক আমিও ফুল দেখে ফটোগ্রাফি না করে থাকতে পারিনা।তাই আজকে আবারো কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো।আশা করি আপনাদের পছন্দ হবে আমার ফটোগ্রাফি।

ফটোগ্রাফি -০১

20220126_154528.jpg

20220126_154511.jpg


গোলাপ ফুল হচ্ছে ফুলের রাণী।গোলাপ ফুলের অসম্ভব সুন্দর ঘ্রাণ সকল মানুষকে মাতোয়ারা করে দেয়।গোলাপফুল বাগানে ও বাড়ির অভ্যন্তরে শোভাবর্ধনকারী গাছ হিসাবেই বেশি ব্যবহার করা হয়।

জায়গাটির গুগোল অবস্থানঃ
https://w3w.co/unstoppable.minestrone.evolved

ক্যামেরাsamsung M31S
ফটোগ্রাফি ধরণমোবাইল ফটোগ্রাফি
লোকেশনধনবাড়ি হর্টিকালচার,টাংগাইল
ফটোগ্রাফি -০২

20220126_154703.jpg

20220126_154648.jpg


বাসরলতা ফুল গাছ সাধারণ ঝুলন্ত অবস্থায় ছড়িয়ে থাকে।এটি শক্ত প্রকৃতির লতানো গাছ। ঝুলন্ত ছড়িতে অসংখ্য লাল-বেগুনি ফুল ধরে।এই গাছটি ভারত থেকে আমাদের দেশে এসেছে।

জায়গাটির গুগোল অবস্থানঃ
https://w3w.co/unstoppable.minestrone.evolved

ক্যামেরাsamsung M31S
ফটোগ্রাফি ধরণমোবাইল ফটোগ্রাফি
লোকেশনধনবাড়ি হর্টিকালচার,টাংগাইল
ফটোগ্রাফি -০৩

20220126_154410.jpg

20220126_154357.jpg


এই ফুলটির নাম হচ্ছে লিলি।এটি সাধারণত নাতিশীতোষ্ণ অঞ্চলে হয়ে থাকে।লিলি একটি সুগন্ধি ফুল।

জায়গাটির গুগোল অবস্থানঃ
https://w3w.co/unstoppable.minestrone.evolved

ক্যামেরাsamsung M31S
ফটোগ্রাফি ধরণমোবাইল ফটোগ্রাফি
লোকেশনধনবাড়ি হর্টিকালচার,টাংগাইল
ফটোগ্রাফি -০৪

20220126_154302.jpg

20220126_154040.jpg


ফুলটির নাম হচ্ছে জারবেরা। এই গাছটির অগ্রভাগে ফুল ফোটে।ফুল লাল,হলুদ,কমলা ও গোলাপি রঙের হয়ে থাকে।জারবেরা উজ্জ্বল সূর্য আলোযুক্ত স্থানে এই ফুল গাছ ভালো জন্মে।

জায়গাটির গুগোল অবস্থানঃ
https://w3w.co/unstoppable.minestrone.evolved

ক্যামেরাsamsung M31S
ফটোগ্রাফি ধরণমোবাইল ফটোগ্রাফি
লোকেশনধনবাড়ি হর্টিকালচার,টাংগাইল
ফটোগ্রাফি -০৫

20220126_154157.jpg

20220126_153945.jpg


ফুলটির নাম হচ্ছে সিলভিয়া।গাছটি ঝোপালো হয়ে থাকে।এই ফুল গন্ধহীন হয়ে থাকে।যে কারো নজর কেরে নিবে এই ফুল।শীতাকালীন ফুল এটি।বসন্তের পুরো সময় এই ফুলটির হয়ে থাকে।

জায়গাটির গুগোল অবস্থানঃ
https://w3w.co/unstoppable.minestrone.evolved

ক্যামেরাsamsung M31S
ফটোগ্রাফি ধরণমোবাইল ফটোগ্রাফি
লোকেশনধনবাড়ি হর্টিকালচার,টাংগাইল
ফটোগ্রাফি -০৬

20220126_153815.jpg

20220126_153758.jpg


ফুলটির নাম হচ্ছে দোপাটি। এটি বর্ষজীবী গাছ।পাতাগুলি সর্পিল এবং দাগযুক্ত। ফুলের রং গোলাপী,লাল এবং বেগুনি হয়ে থাকে।

জায়গাটির গুগোল অবস্থানঃ
https://w3w.co/reverting.protectors.vacuum

ক্যামেরাsamsung M31S
ফটোগ্রাফি ধরণমোবাইল ফটোগ্রাফি
লোকেশনধনবাড়ি হর্টিকালচার,টাংগাইল
ফটোগ্রাফি -০৭

20220126_153914.jpg


এটি একটি পুষ্পধারী ফুলগাছ।এই ফুল সারা বছর হয়ে থাকে কিন্তু বর্ষা কালে এই ফুল ফোটে না। এই ফুলের উজ্জল রঙ এর কারনে যে কারো নজর কেরে নেয়।

জায়গাটির গুগোল অবস্থানঃ
https://w3w.co/reverting.protectors.vacuum

ক্যামেরাsamsung M31S
ফটোগ্রাফি ধরণমোবাইল ফটোগ্রাফি
লোকেশনধনবাড়ি হর্টিকালচার,টাংগাইল

আশা করি আমার ফুলের ফটোগ্রাফি সকলের ভালো লেগেছে।সবাই সুস্থ ও ভালো থাকবেন।

Sort:  
 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ছিলো। ন্যাচারাল ফটোগ্রাফি আমার অনেক ভালো লাগে।আপনি প্রতিটি ফটোগ্রাফি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ধন্যবাদ ভাই।অনেক ভালো লাগলো আমার ফুলের ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে।

 3 years ago 

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUq9MfRRWjJdAmRQdRAPW9uQXgYg8mMizxYndTj4LvPXkpwjmmjFvYRV917Euur9TMCiFqN7i6Dxy3eBcfiYfiYW.jpeg

  • এ ফুলটির নাম বাসর লতা সেটি আমি আগে জানতাম না এবং আপনার পোষ্টের মাধ্যমে এই ফুলের সাথে আমার পরিচয় হলো । ফুলটি দেখতে খুব চমৎকার। আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই স্পষ্ট এবং চমৎকার হয়েছে। আপনি অনেক সুন্দর একটি ফটোগ্রাফিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমার পোস্টের মাধ্যমে আপনি একটি ফুলের নাম জানতে পারলেন এর জন্য আমি খুশি।আপনাকেও অনেক ধন্যবাদ পোস্টটি দেখার জন্য।

 3 years ago 

খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি দিয়ে নিজের পোস্টি সাজিয়েছেন দারুন হয়েছে।গুছিয়ে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইল।

ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ার জন্য।

 3 years ago 

সত্যি ভাইয়া আপনি অসাধারণ ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি ঠিকই বলেছেন গোলাপ ফুল হচ্ছে ফুলের রানী, তবে সাদা গোলাপের একটা অর্থ আছে, তা হলো নিষ্পাপ ভালবাসার। একটা ফুল সবচেয়ে বেশি ভালো লেগেছে বাসর লতা আমি এখনো দেখিনি, তবে আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখে নিলাম। এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাই।আপনার মাধ্যমে আমি সাদা গোলাপের আর একটি নাম জানলাম।খুব ভালো লাগলো আমার ফুলের ফটোগ্রাফি আপনার পছন্দ হয়েছে।

 3 years ago 

আপনি এখানে নতুন কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন দেখতে পেলাম। আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে অনেকগুলো ফুলের নাম আমি জানতাম না। আপনার পোস্ট দেখে বুঝতে পারলাম কোনটা কি ফুল। আর আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল অসাধারণ আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের মাঝে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

ধন্যবাদ আপু।আশা করি আরো ভালো এবং সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে পারবো।

 3 years ago 

অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদেরকে উপহার দিলেন। আপনার তোলা সব ফটোগ্রাফিক গুলো অসাধারণ লেগেছে। আমার কাছে তো দ্বিতীয় ফুলের ফটোগ্রাফি টা খুবই ভালো লেগেছে। এমনিতেই সব ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে উঠিয়েছেন আপনি। এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনাদের সুন্দর ফুলের ফটোগ্রাফি উপহার দিতে পারায় আমি খুশি।আশা করি আরো ভালো ও মানসম্মত কাজ শেয়ার করতে পারবো।ধন্যবাদ আপু আপনাকে

 3 years ago 

অসাধারণ কিছু ফুলের আলোকচিত্র আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে বিশেষ করে প্রথম তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ফটো আমার কাছে বেশি ভালো লেগেছে শুভেচ্ছা রইল আপনার জন্য

ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57343.17
ETH 2341.96
USDT 1.00
SBD 2.35