লেভেল ২ হতে আমার অর্জন-By @jaforshanto||10% for shy fox

হ্যালো বন্ধুরা


আশা করি মহান আল্লাহর রহমতে সকলে সুস্থ ও ভালো আছেন।আমিও মহান আল্লাহর রহমতে সুস্থ ও ভালো আছি। 'আমাদের বাংলা ব্লগ' কমিউনিটি হচ্ছে পরিবার।আর "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সম্মানিত প্রফেসররা আমাদের প্রতি ক্লাসে নতুন কিছু শেখাচ্ছেন।সবার প্রতি এর জন্য রইলো মন থেকে আন্তরিক সম্মান ও ভালোবাসা।

20220120_104101.jpg


Abb-school এর ক্লাশ করে আমরা নতুন অনেক কিছুই শিখতে পারি।যা আমাদের জন্য অনেক ভালো বিষয়।abb-level1 পরিক্ষায় পাশ করে আমি লেভেল-১ অর্জন এ সক্ষম হই।আজকে #abb-level2 এর লিখিত পরীক্ষা দিচ্ছি।


Abb-schpol এ তিনটি ক্লাশের মাধ্যমে আমাদের আমাদের লেভেল ২ এর সকল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হয়।লেভেল-২ শিক্ষার বিষয়গুলো-

১)কী নিরাপত্তা(key Security)
২)ডেলিগেশন(Delegation)
৩)পাওয়ার আপ(Power Up)
৪)ওয়ালেট নিয়ন্ত্রণ(Controlling Of Wallet)

প্রথম ক্লাসে আমরা জানি "কী নিরাপত্তা" সম্পর্কে। আমরা একাউন্ট খোলার পরে যে বিষয়ে আমাদের প্রথমে গুরুত্ব দিতে হবে তা হলো কী সংক্রান্ত বিষয়।কারণ "কী" হচ্ছে একাউন্ট এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। "কী" সংক্রান্ত সকল বিষয় Abb-school এর ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়।

কী ২ প্রকারঃ
১)পাবলিক কী
২)প্রাইভেট কী

প্রাইভেট কী ৪ প্রকারঃ

১)পোস্টিং কী
২)এক্টিভ কী
৩)মেমো কী
৪)উনার কী

দ্বিতীয় এবং তৃতীয় ক্লাশ-
এই ক্লাশে আমাদের 'ডেলিগেশন, পাওয়ার আপ,ওয়ালেট নিয়ন্ত্রণ'সম্পর্কে ধারণা দেওয়া হয়।

ডেলিগেশনঃ


ডেলিগেশন মানে হলো ধার দেওয়া বা আমার sp ব্যবহার করে কেউ তার শক্তি বৃদ্বি করবে।
পাওয়ার আপঃ


পাওয়ার আপ হলো একাউন্ট এর শক্তি বাড়ানো যার ফলে আমরা একাউন্ট এর ভ্যালু বৃদ্বি করতে পারবো।
ওয়ালেট নিয়ন্ত্রণঃ


এই মাধ্যমে আমরা ওয়ালেট সংক্রান্ত কাজ করতে পারবো।যেমনঃসেভিংস,রিওয়ার্ড ক্লেইম, ইত্যাদি।

প্রশ্ন উত্তর পর্ব
পোস্টিং কি এর কাজ
→এই কী এর মাধ্যমে আমরা পোস্ট রিলেটেড কাজ করে থাকি।স্টিমিটে লগিং করতেই এই কী আমদের প্রয়োজন হয়।এছাড়াও পোস্ট করা, কমেন্ট করা,ভোট দেওয়া,রিস্টিম করা এই কাজ গুলো করা যায়।

এক্টিভ কি এর কাজ
→ট্রান্সফারের যাবতীয় কাজগুলো করতে এই কী ব্যবহার করতে হয়।ওয়ালেট সংক্রান্ত কাজ এই কী এর মাধ্যম করা হয়।আরো কাজ করা হয়ে থাকে যেমনঃপাওয়ার আপ,পাওয়ার ডাউন,sbd to steem কনভার্স করা ইত্যাদি।

উনার কী এর কাজ
→এটি হচ্ছে মালিকানা সংক্রান্ত কী। এর মাধ্যমে ব্লকচেইনে আমরা আমাদের একাউন্ট এর মালিকানা দাবি করতে পারবো।কেউ যদি একাউন্ট হারিয়ে ফেলে বা কারো একাউন্ট হ্যাক হয় তাহলে একাউন্ট রিকোভার করতে উনার কী এর গুরুত্ব অপরিসীম।

মেমো কী এর কাজ
→মেমো কী এর কাজ অনেক সীমিত,আমরা যদি ট্রান্সফার করার সময় কোন বার্তা পাঠাতে চাই তাহলে এই কী এর ব্যবহার করতে হবে।

মাস্টার পাসওয়ার্ড এর কাজ
→মাস্টার পাসওয়ার্ড হচ্ছে আমাদের একাউন্ট এর সবচেয়ে সেনসিটিভ কী। মাস্টার পাসওয়ার্ড দিয়ে সবগুলো কী এর কাজ করা যাবে।একাউন্ট রিকোভার করতেও মাস্টার পাসওয়ার্ড এর প্রয়োজন ।

মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করার প্ল্যান
→আপনারা সবাই জানেন মাস্টার পাসওয়ার্ড হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তাই এর সংরক্ষণ করতে হবে খুব সাবধানতার সাথে।তাই আমি আমার পাসওয়ার্ড গুগোল ড্রাইভে রেখেছি এবং ওই ড্রাইভের জিমেইল এ টু-স্টেপ ভেরিফিকেশন চালু রেখেছি।আমি অফলাইনেও আমার মাস্টার পাসওয়ার্ড রেখেছি একটি ডায়েরি তে লেখে ওই ডায়েরি আমি একটি ড্রয়ারে তালাবদ্ধ অবস্থায় রেখে দিয়েছি।

পাওয়ার আপ কেনো জরুরী
→এটি খুব প্রয়োজনীয় ব্যাপার।পাওয়ার আপ করার মাধ্যমে আমাদের একাউন্ট এর শক্তি বৃদ্বি পায় যা একাউন্ট এর ভ্যালু বৃদ্বি করে।এর ফলে আমাদের একাউন্ট এ sp বৃদ্বি পায়।কাউকে ভোট দিলে ভোটের একটা ভালো ভ্যালু থাকে।

পাওয়ার আপ প্রসেস সম্পর্কে কি জানেন?
→পাওয়ার আপ প্রসেস আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো

প্রথমে আপনাকে এক্টিভ কী এর মাধ্যমে ওয়ালেটে লগিং করতে হবে।

Screenshot_20220120-153522_Chrome.jpg

তারপর steem অপশন থেকে power up এ ক্লিক করতে হবে।

Screenshot_20220120-153558_Chrome.jpg

এরপর একটি ফিল্ড আসবে সেখানে আপনি যত স্টিম পাওয়ার আপ করতে চান তার পরিমাণ দিতে হবে।আমি 0.005 steem পাওয়ার আপ করলাম।এরপর পাওয়ার আপ এ ক্লিক করে দিবো।

Screenshot_20220120-153650_Chrome.jpg

এরপর ok ক্লিক করার মাধ্যমে আপনার পাওয়ার আপ প্রসেসিং সসম্পূর্ণ হয়ে যাবে।

Screenshot_20220120-153717_Chrome.jpg

কনফার্ম করতে চাইলে হিস্টোরি বা বর্তমান পাওয়ার চেক করতে পারেন।

Screenshot_20220120-153828_Chrome.jpg

সেভিংস এ থাকা Steem বাSBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবেল ব্যালেন্স দেখায়
→৩দিন পর ট্রান্সফারেবেল দেখায়।
মেমো ফিল্ড এর কাজ

→ট্রান্সফার করা,মেসেজ দেওয়া ইত্যাদি কাজে ব্যবহার করা হয়।

ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পরে উক্ত sp নিজের একাউন্ট এ জমা হয়?
→৫ দিন পরে নিজের একাউন্ট এ জমা হয়
ধরুন, প্রযেক্ট @Heroism এ ২০০ sp ডেলিগেশন করেছেন।কিন্তু কিছুদিন পর আরো ১০০ sp ডেলিগেশন করবেন তাহলে পরিমাত লেখার সময় কত sp লিখতে হবে?
→তাহলে আমাকে ৩০০ sp লিখতে হবে তাহলেই আমার ৩০০ sp ডেলিগেশন কমপ্লিট হবে।

সর্বশেষে বলবো বাংলায় মনের ভাব প্রকাশ করার মতো একটি মানসম্মত "আমার বাংলা ব্লগ" এর মতো একটি বিশেষ প্লাটফর্ম পেয়ে অনেক সৌভাগ্য আমি।ভালোবাসি সকল সদস্যদের ও সম্মানিত প্রফেসরদের।

Sort:  

লেভেল ২ হতে অনেক কিছুই অর্জন করেছেন দেখছি। খুব সুন্দর উপস্থাপন করেছেন প্রতিটি স্টেপ বাই স্টেপ সম্পর্কে। সামনের দিনগুলোর জন‍্য শুভকামনা রইল।

সম্মানিত প্রফেসররা অনেক সুন্দরভাবে শিখিয়েছে যে ভালোভাবে অর্জন করেছি।ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য

 3 years ago 

বাহ ভাইয়া আপনি লেভেল-২ থেজে অর্জিত জিনিসগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধীরে ধীরে সবগুলে লেভেল এ সুন্দর ভাবে উপস্থাপন করতে পারেন সেটায় কামনা করি,,

প্রফেসররা সুন্দরভাবে শেখানোর কারণেই ভালোভাবে এক্সাম দিতে পেরেছি।অনেক ধন্যবাদ ভাই ও শুভাকামনা রইলো আপনার জন্যও।

 3 years ago 

ডেলিগেশন ক্যান্সেল করলে ৫ দিন পরে SP নিজের Account এ ফিরে আসবে। আমরা যখন বুঝিয়েছি সেটা বলা হয়েছিল।

সরি ভাইয়া ভুলে গেছিলাম।আপনারা ঠিকভাবে বুঝিয়ছেন আমি ভুল লেখেছি।ভাইয়া ঠিক করে নিবো কি এখন?

 3 years ago 

তাহলে উত্তরের জায়গায় সেটি ঠিক করে দিন।

উত্তর ঠিক করে নিয়েছি ভাইয়া।ধন্যবাদ ভুল শোধরানোর সুযোগ দেওয়ায়।

 3 years ago 

লেভেল-২ এর লিখিত পরীক্ষা আপনি ভালো ভাবেই দিয়েছেন। বোঝা যাচ্ছে লেভেল-২ থেকে অনেক বিষয় আপনি জানতে পেরেছেন। আপনার প্রতি আশা রাখবো যেসব বিষয় সম্পর্কে শিক্ষা পেয়েছেন সেসব সব সময় মাথায় রাখবেন। অনেক অনেক ভালবাসা ও শুভ কামনা রইলো আপনার জন্য

ধন্যবাদ ভাই। আমাদের প্রফেসর অনেক সুন্দরচাবে ক্লাশ করিয়েছেন যে না বুঝার উপায় নেই।আশা কএই সকল কিছু ভালোভাবে ধরে রাখতে পারবো এবং পরবর্তী ধাপে যেতে পারবো।আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

 3 years ago (edited)

ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

আপনার প্রশ্নের উত্তর আপনি ঠিক দিয়েছেন তবে প্রশ্নপত্রে অন্য কিছু ছিলো।

ভুল ধরিয়ে দেওয়ার জন্য এবং সুযোগ দেয়ার জন্য ধন্যবার ভাই।

 3 years ago 

আরে ভাই ভুল শুধরাবে কে? শুধরে দিন।

ঠিক করে নিয়েছি ভাই

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনি খুব সুন্দর ভাবে লেভেল-২ এর অর্জিত বিষয় গুলো উপস্থাপন করেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে। পরবর্তী ধাপের জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ধন্যবাদ ভাই।আপনার জন্য শুভকমনা রইলো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 59439.79
ETH 2290.08
USDT 1.00
SBD 2.48