আমার মুঠোফোনে ধারণকৃত কিছু ফুলের ফটোগ্রাফি পর্ব-০৪||10% for shy-fox ||@jaforshanto

আসসালামু আলাইকুম

কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে মহান আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। আমিও মহান আল্লাহর রহমতে সুস্থ ও ভালো আছি। ফুল যেমন সবার ভালো লাগে ঠিক আমারও ভালো লাগে। আর ফুলের ফটোগ্রাফি কেই বা না করবে।ঠিক আমিও ফুল দেখে ফটোগ্রাফি না করে থাকতে পারিনা।ফুল হচ্ছে সোন্দর্য্যর প্রতীক, ভালোবাসার প্রতীক।ফুল ভালোবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আজকে আবারো কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো।আশা করি আপনাদের পছন্দ হবে আমার ফটোগ্রাফি।

ফটোগ্রাফি -০১

20220212_124115.jpg

20220212_124108.jpg

20220212_123956.jpg

20220212_123951.jpg

20220212_124009.jpg

চিত্রঃকসমস ফুল

Divice:samsung M31s

what's 3 word Location
ফুলের নাম হচ্ছে কসমস।কসমস ফুল আমরা কম বেশি সকলেই চিনি।কসমস ফুল প্রায় বিশ প্রজাতির হয়ে থাকে।কসমস শব্দটির গ্রিক থেকে আসে।এর মানে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ পৃথিবী।কসমসের উৎপত্তি স্থান ধরা হয় মেক্সিকো কে।

ফটোগ্রাফি -০২

72926282-27528261.jpg

192872-10737292.jpg

1937839..jpg

চিত্রঃজবা ফুল

Divice:samsung M31s

what's 3 word Location
ফুলের নাম হচ্ছে জবা। আমরা সবাই জবা ফুল চিনি।জব ফুল মারভেসি গোত্রের একটি ফুল।জবা ফুলকে চীনা গোলাপ বলেও সম্বোধন করা হয়।জবা ফুলের উৎপত্তি স্থান পূর্ব এশিয়াতে।জবা ফুলে পাঁচটি পাপড়ি থাকে।

ফটোগ্রাফি -০৩

20220202_093540.jpg

চিত্রঃলাউ ফুল

Divice:samsung M31s

what's 3 word Location
লাউ ফুল আমরা সবাই চিনি।লাউ ফুল থেকেই লাউ হয়।লাউ আমরা সবজি হিসেবে খাই।লাউ খুব পরিচিত সবজি।

ফটোগ্রাফি -০৪

20220211_091420.jpg

20220211_091430.jpg

20220212_123659.jpg

20220212_123709.jpg

20220212_124139.jpg

চিত্রঃডালিয়া ফুল

Divice:samsung M31s

what's 3 word Location

ডালিয়া ফুল আমরা সকলেই চিনি।ডালিয়া ফুল হচ্ছে শীতাকালীন ফুলের মধ্যে আকর্ষণীয়।ডালিয়া ফুলের মোট বিয়াল্লিশটি প্রজাতি রয়েছে।মেক্সিকোর জাতীয় ফুল হিসেবে ডালিয়া ফুল ঘোষিত করা হয়।

ফটোগ্রাফি -০৫

20220212_124819.jpg

চিত্রঃএস্টার ফুল

Divice:samsung M31s

what's 3 word Location

এস্টার ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে।প্রতিটি মণ্জুরির মাথায় একটি করে ফুল হয়ে থাকে। গাছ ছোট আকারের ও ঝোপ আকৃতির হয়।এটি শীতাকালীন ফুল।

ফটোগ্রাফি -০৬

1527363-83726272.jpg

চিত্রঃশাপলা ফুল

Divice:samsung M31s

what's 3 word Location

আমাদের জাতীয় ফুল সাদা শাপলা আমরা সবাই জানি।হাওড়,বিল এ সাদা শাপলা বেশি ফোটে।শাপলা ফুলের প্রায় পয়ত্রিশটি প্রজাতি রয়েছে।শাপলা ফুল দেখতে তারার মতো হয়।শাপলা ফুল খুব ভোরে ফোটে।
ফটোগ্রাফি -০৭

20220211_091348.jpg

20220211_091344.jpg

20220211_091321.jpg

চিত্রঃসূর্যমুখী ফুল

Divice:samsung M31s

what's 3 word Location

সূর্যমুখী ফুল আমরা সবাই চিনি এবং সবাই পছন্দ করি।ফুলটি দেখতে কিছুটা সূর্য মতো ও সূর্যের দিকে মুখে করে থাকে তাই এর নাম রাখা হয় সূর্যমুখী।এর বীজ দিয়ে তেল উৎপন্ন করা যায় এবং এর বীজ বাদাম হিসেবেও খাওয়া যায়।সূর্যমুখীর তেল ঘিয়ের বিকল্প হিসেবেও ব্যবহার করা হয়।

প্রয়োজনীয় বিবরণ
ক্যামেরাsamsung M31S
ফটোগ্রাফি ধরণমোবাইল ফটোগ্রাফি
লোকেশনধনবাড়ি,টাংগাইল

আশা করি আমার ফুলের ফটোগ্রাফি সকলের ভালো লেগেছে।সবাই সুস্থ ও ভালো থাকবেন।








Sort:  
 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর করে দক্ষতা সহকারে সময় নিয়ে ছবিগুলো তুলেছেন। আপনার প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি আমার খুব ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ ভালো থাকবেন ভাই।

জেনে খুশি হলাম আমার ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে।আশা করি সামনেও ভালো লাগবে।ধন্যবাদ ভাই

 2 years ago 

আমি ফুল খুব ভালোবাসি তাই ফুল দেখলেই আমার মন প্রফুল্ল হয়ে ওঠে। ফুল বাস্তবেই হোক আর ফটোগ্রাফিতেই হোক ফুল দেখলেই খুব ভালো লাগে। আপনার ফুলের ফটোগ্রাফি অত্যন্ত সুন্দর হয়েছে। আপনার তোলা ফটোগ্রাফিতে স্টার ফুলটি দেখলেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। কি অসাধারণ একটি ফুল বেগুনি রংয়ের মাঝে হলুদ সত্যিই দেখতে খুব খুব সুন্দর লাগছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাই এতো সময় নিয়ে আমার পোস্টটি দেখে মন্তব্য করার জন্য।আশা করি ভালো ভালো কাজ শেয়ার করতে পারবো

 2 years ago 

ঠিকই বলেছেন ফুল দেখলে ফটোগ্রাফি না করে পারাই যায় না। আর আপনি প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি চমৎকার তুলেছেন। লাউ ফুলটা কি সুন্দর লাগছে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা লাউ ফুল। লাউ ফুল এত সুন্দর হয় কাছ থেকে না দেখলে বোঝার কোন উপায় নেই ।একেকটা ফুল একেক রকম সুন্দর আসলে ফুল দেখলেই মনটা ভরে যায় ।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু এতো সুন্দরভাবে মন্তব্য করে পাশে থাকার জন্য।আশা করি আমার পরবর্তী কাজগুলোও ভালো লাগবে আপনার।

আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। আপনি অনেক ভালো মনের একটা ফটোগ্রাফার হওয়ার সম্ভাবনা আছে। চালিয়ে যান সামনের দিনে আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ। আপনার আগামীর জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া।আশা করি আরো ভালো ফটোগ্রাফি কাজ শেয়ার করতে পারবো যা আপনার ভালো লাগবে।উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক সুন্দর সুন্দর মনমুগ্ধকর ফুলের ফটোগ্রাফি আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে শেয়ার করেছেন। আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই আমি মুগ্ধ অনেক চমৎকার ভাবে আপনি ফটোগুলো ক্যাপচার করেছেন। এভাবে চেষ্টা করতে থাকুন একটা সময় যে আপনি একজন দক্ষ ফটোগ্রাফার হতে পারবেন বলে আশা রাখি। ধন্যবাদ আপনাকে এরকম একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আশা করি আমার পরবর্তী ফটোগ্রাফি কাজগুলো ভালো লাগবে।ধন্যবাদ ভাই এতো সুন্দরভাবে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

সবগুলোই ফটোগ্রাফি সুন্দর। অসাধারন।কসমস ফুল আমার অনেক ভলাো লাগে।আমার এই ফুলের গাছ ছিলো।এক সাথে অনেক ফুল ধরতো।বাকি ফুলের ছবি গুলোও সুন্দর হয়েছে।ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু।

 2 years ago 

হরেক রকমের বিভিন্ন ফুল দেখতে পেলাম। প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ ছিল। বিশেষ করে কসমস ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অসাধারণ লেগেছে। সেইসাথে প্রত্যেকটি ফটোগ্রাফির সাথে দারুন ক্যাপশন দিয়েছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাই।আশা করি আরো ভালো কাজ শেয়ার করতে পারবো আপনাদের সাথে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58659.71
ETH 3164.52
USDT 1.00
SBD 2.43