"হাবল টেলিস্কোপ"||10% for shy-fox||

আসসালামু আলাইকুম


কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে মহান আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। আমিও মহান আল্লাহর রহমতে সুস্থ ও ভালো আছি।ছোটবেলা থেকেই মহাকাশ সম্পর্কে জানা আমার অনেক প্রবল ইচ্ছা।কারো কাছ থেকে মহাকাশ সম্পর্কে কিছু শুনলেই সেই বিষয় নিয়ে রিসার্চ করা শুরু করে দেই।আমাদের সকলের অনেক ইচ্ছা এই মহাবিশ্ব সম্পর্কে জানতে।আমরা বিভিন্ন সময় মহাকাশের বিভিন্ন ছবি দেখতে পারি যেমনঃগ্রহ,নক্ষত্র,নেবুলা,গ্যালাক্সি,ব্লেক হোল ইত্যাদি। এই সকল ছবি দেখতে পারি আমরা একমাত্র "হাবল টেলিস্কোপ" এর মাধ্যমে।বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের ছবি দেখাতে সক্ষম এই "হাবল টেলিস্কোপ"।হাবল টেলস্কোপ গ্রহ-উপগ্রহর, নক্ষত্র, ছায়াপথের দৃশ্য ধারণ করেছে। কত শত নক্ষত্রের জন্ম হতে দেখেছে মৃত্যু হতে দেখেছে, কত ধূমকেতুকে খণ্ড হতে দেখেছে। অনেক ইতিহাসের সাক্ষ্য হয়ে রেয়েছে এই" হাবল টেলিস্কোপ"তাই আজকে আমি আপনাদের " হাবল টেলিস্কোপ সম্পর্ক নিয়ে কিছু আলোচনা করব। আশা করি সকলেই "হাবল টেলিস্কোপ" সম্পর্কে কিছু জানা-অজানা তথ্য শিখতে পারবেন।

hubble-telescope-1347645__480.jpg

image source


১৯২৩ সালের প্রথম দিকে স্পেস টেলিস্কোপগুলোকে প্রস্তাবির করা হয়। ১৯৭০ সালে হাবল টেলিস্কোপ তৈরির কাজ শুরু হয়।কিন্তু প্রযুক্তিগত কিছু সমস্যা, বাজেট ব্যর্থথা আরো কিছু সমস্যার কারণে তা সম্পূর্ণ হয়নি।তবে ২৪ শে এপ্রিল, ১৯৯০ সালে 'হাবল' তার যাত্রা শুরু করে।হাবল এর ওজন প্রায় ১১,১১০ কেজি, দৈর্ঘ্য প্রায় ৪৩ ফুট। পৃথিবীর কক্ষ পথ থেকে এর উচ্চতা ৫৫৯ ক.মি. এর ব্যাস ৭.১০ ইঞ্চি।

hubble-4806485_1280 (2).jpg

image source

হাবল টেলিস্কোপের নামকরণ করা হয় বিখ্যাত বিজ্ঞানী এ্যাডউইন পি.হাবলই এর নামে।তিনি প্রমাণ করেন যে মহাবিশ্বে প্রসারণশীল প্রতিটি বস্তু সময়কাল ভেদে তার নিজস্ব স্থান পরিবর্তন করে।

হাবল টেলিস্কোপ নিয়ন্ত্রণ করা হয় পৃথিবী থেকেই।হাবল টেলিস্কোপ ঘণ্টায় ২৮,২০০ কি.মি. গতির প্রতি ৯৭ মিনিটে আমাদের পৃথিবীকে একবার করে ঘুরে আসে। হাবল টেলিস্কোপের রয়েছে দুইটি সৌরপ্যানেল যা লম্বায় প্রায় ২৫ ফুট আর রয়েছে ৬টি নিকেল-হাইড্রোজেন প্যানেল যা সূর্য থেকে শক্তি সঞ্চয়ের জন্য সাহায্য করে।হাবল প্রতি সপ্তাহে ১২০ গিগাবাইটের তথ্য সংগ্রহ করে পাঠায়। হাবল টেলিস্কোপ তার তোলা প্রথম ছবি পাঠায় ২০ মে ১৯৯০ সালে, যে ছবিটি ছিলো একটি স্টার ক্লাস্টার "NGC 3532"।হাবল টেলিস্কোপ বৃহস্পতি'র উপগ্রহ ইউরোপার বাতাসে অক্সিজেনের উপস্থিতি সংগ্রহ করেছে।হাবল টেলিস্কোপ যে সব তথ্য সংগ্রহ করেছে তার ভিত্তিতে ৬০০০ এর বেশি বৈজ্ঞানিক নিবন্ধ রচিত হয়েছে।হাবলে ব্যবহার করা হয়েছে ওয়াইড ফিল্ড ক্যামেরা ৩(WFC3)।হাবল টেলিস্কোপ 'নাসা' পাঠালেও পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যে কোনো বিজ্ঞানী এটি ব্যবহার করতে পারবেন।তবে এদের মধ্যে থেকে জ্ঞান সম্পন্ন অভিজ্ঞ বিজ্ঞানীরাই ব্যবহার করার অনুমতি বেশি পায়।হাবল কে দেখা শোনা করার জন্য রয়েছে স্পেস টেলিস্কোপ সায়েন্স ইন্সটিটিউট(STScI)।


space-5083667__480.jpg

image source


প্রথম দিকে হাবল এর তোলা ছবি স্পষ্ট দেখা যায়নি।ত্রুটি ঠিক করতে ১৯৯৩ সালে নভচারীদের পাঠানো হয় হাবল এর কাছে। তারা নতুন করে একটি লেন্স বসিয়ে আসেন যা এই সমস্যার সমাধান করে।এরপর থেকে হাবল এর কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী ছবি পাওয়া যায়।এখন পর্যন্ত মোট পাঁচবার হাবল এর ত্রুটি ঠিক করা হয়।এই পাঁচবারের মেরামত এর মাধ্যমে ক্যামেরার শক্তি বাড়ানো হয়, সেন্সর পরিবর্তন করা হয়।

space-5131546__480 (1).jpg

image source


হাবল টেলিস্কোপ পৃথিবীতে স্থাপিত টেলিস্কোপের থেকেও ৫০ গুন বেশি কার্যকারী ও ১০গুন বেশি রেসুলেশন সম্পন্ন ছবি তুলতে সক্ষম।এতে রেয়েছে সেকেন্ডারি মিরর,প্রাইমারি মিরর,কারেক্টিভ অপটিকস। মহাকাশযান হিসেবে এতে রয়েছে বিদ্যুৎ উৎপন্ন করার অংশ।প্রাইমারি ও সেকেন্ডারি মিররের ওজন ৮২৮ ও ১২.৩ কেজি।হাবল টেলিস্কোপ এখন পর্যন্ত সবথেকে দূরের যে জিনিস দেখতে পেরেছে তা হলো "GN-z11" গ্যালাক্সি। যার দূরত্ব প্রায় ১৩.৪ বিলিয়ন আলোক-বর্ষক।

হাবল টেলিস্কোপের ধারণকৃত কিছু ছবি

moon-11026__480.jpg

fractal-2867619_1280.jpg

abstract-2797576__480.jpg

image source


আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে "হাবল টেলিস্কোপ" সম্পর্কীয় তথ্য গুলি।আপনাদের উৎসাহ পেলে মহাকাশ ও মহাবিশ্ব সম্পর্কে অনেক জানা অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করবো।সবাই ভালো ও সুস্থ থাকবেন।

Sort:  
 2 years ago 

ভাই হাবল টেলিস্কোপ সম্পর্কে খুব সুন্দর একটি তথ্যবহুল পোস্ট লিখেছেন আপনি। একেবারে উৎপত্তির দিন তারিখ থেকে শুরু করে প্রায় সব কিছু তুলে ধরেছেন নির্ভুলভাবে। খুবই মানসম্মত একটি পোস্ট। এটা তৈরি করতে নিশ্চয়ই আপনাকে অনেক স্টাডি করতে হয়েছে। এ ধরনের পোস্টগুলোর পাঠক আমাদের এই কমিউনিটিতে খুবই কম আছে। তবে এ বিষয়গুলো আমাকে খুবই আকর্ষণ করে। আশা করি এখানেই থেমে যাবেন না। শুভকামনা রইল আপনার জন্য। একটি বিষয় সম্ভবত আপনি ভুল করেছেন। আপনি যে ওয়েবসাইট থেকে ছবিগুলো নিয়েছেন সম্ভবত সেটা কপিরাইট আইনের আওতায় আছে। ছবি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন তা না হলে কমিউনিটি থেকে আপনার পোস্ট মিউট করে দেয়ার সম্ভাবনা আছে।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।আপনার উৎসাহ পেয়ে ভালো লাগলো পরবর্তীতে আরো মহাকাশ সম্পর্কিত তথ্য আপনাদের সাথে শেয়ার করবো।আর ধন্যবাদ ভাইয়া আমি ভুলেই গেছিলাম যে কপিরাইট আইনের ছবি দেওয়া যাবেনা।আমি ঠিক করে নিয়েছি।অনেক ধন্যবাদ আপনাকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য।

 2 years ago 

হাবল টেলিস্কোপ এর নাম আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। কিন্তু হাবল টেলিস্কোপ সম্বন্ধে এত বিস্তারিত তথ্য জানতাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পোস্টের জন্য। তবে আপনি যেহেতু লেভেল ওয়ান পাস করেছেন সে ক্ষেত্রে আপনার জানা উচিত আপনি শুধুমাত্র কপিরাইট ফ্রি ব্যবহার করতে পারবেন। আপনার ছবিগুলো যদি কপিরাইট ফ্রি না হয়ে থাকে তাহলে এগুলো বদলে অন্য ছবি ব্যবহার করুন। আর আপনার পোস্টে কয়েকটি বানান ভুল আছে সেগুলো অনুগ্রহ করে সংশোধন করুন।

অনেক ধন্যবাদ ভাইয়া।ভাইয়া আমার ভুল শুধরে নিয়েছি।কপিরাইট ফ্রি ছবি ব্যবহার করেছি।ভুল ধরিয়ে সংশোধন করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।আশা করি পরবর্তী পোস্ট গুলোতে এমন ভুল আর হবেনা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 58630.84
ETH 2465.03
USDT 1.00
SBD 2.38