||অ্যাপল স্মুথি||10% for shy-fox

আসসালামু আলাইকুম


কেমন আছেন বন্ধুরা?আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো ও সুস্থ আছেন। আমিও মহান আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছি। আজকে আবারো হাজির হলাম আরো একটি রেসিপি নিয়ে।আজকে আপনাদের অ্যাপল স্মুথি।আশা করি আপনাদের ভালো লাগবে।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক......।

20220305_144739.jpg

চিত্রঃ অ্যাপল স্মুথি

রেসিপি তৈরির উপকরণ

উপকরণের নামউপকরণের পরিমাণ
অ্যাপল২টি
চিনিপরিমাণমতো
বাটারপরিমাণমতো
কর্ণ ফ্লাওয়ার১ চামচ
দুধ২কাপ

20220305_112811.jpg

চিত্রঃরেসিপির উপকরণ

রেসিপি তৈরির পদ্ধতি
ধাপ-০১

20220305_114137.jpg

এই ধাপে অ্যাপল দুধ ও চিনির সাথে ব্লেন্ড করে নিবো। ও একটি ফ্রাইপেনে ছাকনি দিয়ে ছেকে ঢেলে নিবো।

ধাপ-০২


এই ধাপে ব্লেন্ড করা তরল এর সাথে কর্ণ ফ্লাওয়ার দিয়ে দিবো ও নাড়াচাড়া করতে থাকবো যতক্ষন পর্যন্ত তরলটি অনেক ঘন হয়ে আসবে।

20220305_114443.jpg

20220305_115352.jpg

ধাপ-০৩


এইবার ঘন তরল ২ টি সার্ভ করার গ্লাসে ঢেলে নেই ও ঠাণ্ডা করার জন্য ফ্রিজে রাখবো এবং অল্প জমে না যাওয়া পর্যন্ত বের করবোনা।

20220305_120511.jpg

20220305_120622.jpg

ধাপ-০৪


এই ধাপে ফ্রাইপেনে ছোট ছোট টুকরো করা ধারাবাহিকভাবে অ্যাপল,পরিমাণমতো চিনি ও বাটার দিয়ে ভাজতে থাকবো যতক্ষন পর্যন্ত অ্যাপল এর কালার গোল্ডেন হয়।

20220305_121028.jpg

20220305_121110.jpg

20220305_121343.jpg

ধাপ-০৫

এই ধাপে ফ্রিজ থেকে স্মুথি বের করে নিবো ও ভেজে নেওয়া অ্যাপল স্মুথির উপরে দিয়ে পরিবেশন করে নিবো।

20220305_144523.jpg

20220305_144739.jpg



আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে আমার তৈরি করা অ্যাপল স্মুথি ভালো লেগেছে।আর দুঃখিত রেসিপির সাথে সেলফি তুলতে ভুলে যাই।আশা করি এই ভুল আর হবেনা।ভুলটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।সবাই ভালো ও সুস্থ থাকবেন।

Sort:  

অ্যাপল স্মুথি রেসিপি টি অনেক সুন্দর হয়েছে। এই ধরনের রেসিপি এই প্রথম দেখলাম। আমার কাছে অনেক ইউনিক লাগছে রেসিপি টি। সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন রেসিপি সম্পর্কে। শুভকামনা আপনার জন‍্য

ধন্যবাদ ভাই আপনার মন্তব্য প্রকাশের জন্য।

 2 years ago 

রেস্টুরেন্টে অ্যাপল স্মোথি খেয়েছি। তবে এই প্রথম এরকম নতুন ধরনের একটি রেসিপি দেখলাম।আপনি খুব সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরেছেন।খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন।এরকম নতুন ধরনের একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 2 years ago 

আনকমন একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। সত্যি বলতে কি আমি এখনো এই খাবারটি খাইনি। তবে প্রক্রিয়া দেখে বোঝা যাচ্ছে এটি খেতে অনেক মজাদার হবে। রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

ভাইয়া ট্রাই করে দেখতে পারেন অনেক মজাদার খাবার।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58613.96
ETH 3153.58
USDT 1.00
SBD 2.43