DIY (এসো নিজে করি):- খাচা থেকে বের হয়ে যাওয়া পাখির ম্যান্ডেলা আর্ট // ১০% বেনিফিশিয়ারি @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরো একটি মান্ডালা আর্ট শেয়ার করতে যাচ্ছি। তবে এই ম্যান্ডেলা আর্ট আমার অন্যান্য ম্যান্ডেলা আর্ট গুলো থেকে আলাদা। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ম্যান্ডেলা আর্ট টি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

20220116_105958514.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • A4 সাইজের কাগজ
  • পেন্সিল
  • রাবার
  • কাটার
  • জেল পেন
  • সাইন পেন
  • পেন্সিল কম্পাস

20220115_154037252.jpg

প্রথম ধাপ

  • প্রথমে আমি কাগজের একটি কোনা থেকে পেন্সিল কম্পাস ব্যবহার করে কয়েকটি অর্ধবৃত্ত অংকন করে নেই।

20220115_154508143.jpg

দ্বিতীয় ধাপ

  • এরপর আমি সাইন পেন ব্যবহার করে অর্ধবৃত্ত গুলো অংকন করে নেই।

20220115_154737289.jpg

20220115_155051212.jpg

তৃতীয় ধাপ

  • এরপর আমি অর্ধবৃত্ত গুলোর মাঝখানে মাঝখানে বিভিন্ন ধরনের ডিজাইন করে দেই। আর এই ডিজাইনগুলো করার সময় আমি জেল পেন ব্যবহার করি।

20220115_160115235.jpg

  • বিভিন্ন ধরনের ডিজাইন করার সময়ের কয়েকটি মুহূর্তের ছবি।

20220115_160532111.jpg

20220115_162248623.jpg

20220115_162812960.jpg

20220115_165237048.jpg

চতুর্থ ধাপ

  • তারপর আমি জেল পেন দিয়ে ডিজাইন করা ফুল গুলোর বিভিন্ন খালি জায়গায় সাইন পেন দিয়ে কালো রং করে দেই। কালো রং করার ফলে ডিজাইন গুলো আরো ভালোভাবে ফুটে উঠে।

20220115_165937300.jpg

পঞ্চম ধাপ

  • এভাবে আমি অর্ধবৃত্ত গুলোর মধ্যে ম্যান্ডেলা আর্ট শেষ করি।

20220115_171453560.jpg

ষষ্ঠ ধাপ

  • এরপর আমি কাগজের অন্যপাশে স্কেল ধরে সাইন পেন দিয়ে কয়েকটি দাগ দিয়ে দেই।

20220115_171703131.jpg

সাইন পেন ব্যবহার করে অনেকগুলো দাগ দিয়ে দিয়েছি।

20220115_171929382.jpg

সপ্তম ধাপ

  • এরপর আমি দাগগুলোর মধ্যে এবং নিচে হালকা কিছু ডিজাইন করি।

20220115_172845119.jpg

অষ্টম ধাপ

  • এরপর আমি একটি খাঁচা অংকন করি। যার দরজাটি খোলা রয়েছে।

20220115_173552085.jpg

সর্বশেষ ধাপ

  • তারপর আমি তিনটি পাখি অংকন করি যারা খাঁচা থেকে বের হয়ে আকাশের অন্য পাখিদের সাথে উড়ে যাচ্ছে।

20220115_174229168.jpg

20220116_105958514.jpg

20220116_105758844.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। কেমন হয়েছে জানি না। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ইতি
@isratmim

Sort:  
 3 years ago 

আপু অসাধারণ হয়েছে আপনার ম্যান্ডেলা আর্ট টি। অনেক সুন্দর করে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপু আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

খাঁচা থেকে বের হয়ে যাওয়া পাখির সুন্দর মান্ডালা প্রস্তুত করেছেন আপনি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে সত্যিই আপনার ইউনিক বুদ্ধি আর ধর্যের তারিফ করতে হয় ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

খাঁচা থেকে বের হয়ে যাওয়া পাখির ম্যান্ডেলা আর আপনি অনেক সুন্দর ভাবে ফেলেছেন। আমার অনেক ভালো লাগলো আপু। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। দেখার মত ছিল আর আপনার অঙ্কনের হাতে অনেক ভালো। ম্যান্ডেলাটি দারুন ভাবে ফুটে উঠেছে


IMG_20220106_113311.png

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 
  • আসলেই পাখিরা খাঁচায় থাকতে চায় না। তাকে যত যত্ন করে রাখা হোক না কেন তারা মুক্ত আকাশে উড়ে বেড়াতে চাই। আপনি সেই পাখির খাঁচা থেকে পাখি উড়ে যাওয়ার দৃশ্য খুবই সুন্দরভাবে ম্যান্ডেলার চিত্র হিসেবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সত্যিই অসাধারণ হয়েছে। আপনার চিত্রটা দেখে আমি মুগ্ধ। আপনার জন্য রইল শুভকামনা।
 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অসাধারণ আপু।খুব সুন্দর একটা ম্যান্ডেলা চিত্র একেছেন।খুব ভালো লাগ্ল।আর আপনার কনসেপ্ট আমার কাছে অনেক ভালো লেগেছে।শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 
  • প্রথমেই বলব আমি আপনার চিত্র দেখে একদম মুগ্ধ হয়ে গেছি। আমার কাছে এই চিত্রটি অনেক অনেক ভালো লেগেছে। আপু আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এরকম একটি সুন্দর চিত্র উপস্থাপন করার জন্য।
 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুবই সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন আপু। আপনার এই ম্যান্ডেলা আর্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি অনেক নিখুঁতভাবে এই আর্টটি করেছেন। ধন্যবাদ আপু

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

মাঝে মাঝে আপনার উপর হিংসা হয় এতো সুন্দর করে কিভাবে অংকন করেন আমি পারি না।আমার কাছে খুবই ভালো লাগে আপনার অংকন গুলো আপু বেশ গুছিয়ে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

মিলাদ দিলেন না🙈

 3 years ago 

আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
মিলাদ কেনো দিবো🤭😜

 3 years ago 

আপনি খুব সুন্দর ম্যান্ডেলা আঁকেন। দেখতে ভালো লাগে।আপনি অনেক সময় নিয়ে এই ম্যান্ডেলাটি এঁকেছেন মনে হচ্ছে, আপনি ধাপে ধাপে ও দেখিয়েছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি ম্যান্ডেলা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57868.91
ETH 2362.75
USDT 1.00
SBD 2.36