ডিম দিয়ে পটলের স্পেশাল রেসিপি // ১০% বেনিফিশিয়ারি @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটি হলো ডিম দিয়ে পটলের রেসিপি। এই রেসিপিটি আমি প্রথমবারের মত চেষ্টা করেছি। আমার কাছে খুবই ভাল লেগেছিল এর টেস্ট। আপনারাও বাসায় চেষ্টা করে দেখতে পারেন। আশা করছি ভাল লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি।

20211106_142241199.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • পটল ৭/৮ টি
  • ডিম ১ টি
  • লবণ পরিমাণমতো
  • পেঁয়াজ ২/৩ টি
  • কাঁচা মরিচ ৪/৫ টি
  • টমেটো ১ টি
  • ধনিয়া পাতা
  • মরিচ গুঁড়ো ২ চা চামচ
  • হলুদ গুঁড়ো ১ চা চামচ
  • জিরা গুঁড়ো ১ চা চামচ
  • রসুন বাটা ১ চা চামচ

20211106_115658732.jpg

প্রথম ধাপ

  • প্রথমে পটল গুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর পটল গুলো ছিলে নিতে হবে। তারপর মাঝখান বরাবর কেটে নিতে হবে। কাটার পর সেগুলো লবণ হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে।

20211106_120045129.jpg

20211106_120219297.jpg

দ্বিতীয় ধাপ

  • এরপর একটি ডিম ভেঙ্গে সেখানে কাঁচামরিচ, পেঁয়াজ ধনিয়া পাতা হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। সবকিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে।

20211106_115916865.jpg

20211106_115957720.jpg

20211106_120207877.jpg

তৃতীয় ধাপ

  • এরপর একটি পাতিলে পরিমাণমতো তেল দিয়ে পটল গুলো সেখান দিয়ে দিতে হবে। এরপর পটলের মাঝখানে মেখে রাখা ডিম টি থেকে একটু একটু করে দিয়ে দিতে হবে।

20211106_120537763.jpg

20211106_120643397.jpg

চতুর্থ ধাপ

  • এরপর পটল গুলো ভাল করে ভেজে নিতে হবে।

20211106_120701284.jpg

20211106_121011263.jpg

20211106_121159026.jpg

20211106_121726430.jpg

পঞ্চম ধাপ

  • এরপর অন্য একটি পাতিলে তেল দিয়ে সেখানে পেঁয়াজ এবং মরিচ ভেজে নিতে হবে।

20211106_121731161.jpg

ষষ্ঠ ধাপ

  • এরপর সেখানে লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

1636375321100.png

20211106_121843749.jpg

সপ্তম ধাপ

  • এরপর সেখানে টমেটো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে।

20211106_121936893.jpg

অষ্টম ধাপ

  • এরপর সেখানে পরিমাণমতো পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এরপর সেখানে ভেজে রাখা পটল গুলো দিয়ে দিতে হবে।

20211106_122103468.jpg

20211106_122359065.jpg

সর্বশেষ ধাপ

  • এরপর ধনিয়া পাতা দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে।

20211106_123245097.jpg

20211106_142241199.jpg

Snapchat-570729005.jpg

আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের এই রেসিপিটি। পোস্টটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
 3 years ago 

😁❤️আমার ডিম খুব পছন্দ ডিম দিয়ে যা যা হয় সব মোটামুটি ভালো লাগে তবে এটা একদম নতুন আমি আগে কখনও দেখিনি। ভালো বুদ্ধি বের করেছেন

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার আজকের ডিম দিয়ে পটলের এই রেসিপি দেখে একেবারে প্রাণটা ভরে গেলো। কারণ পটল খুব একটা মজা লাগে না। তবে আমার কাছে মনে হচ্ছে পটলকে এইভাবে রান্না করলে অনেক বেশি মজা হবে। আপনার প্রতিটি রেসিপির মধ্যেই ইউনিক একটি ব্যাপার থাকে যা দেখতেই ভালো লাগে।

 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার ডিম পটলের রেসিপি টি আমার কাছে খুব ভালো লেগেছে। ডিম আর পটল এভাবে রেসিপি করা যায় আমার আগে জানা ছিল না। রেসিপি দেখতে খুবই লোভনীয় এবং খুব সুন্দর লাগছে। মজার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

ডিম আর পটল একসাথে করে অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করেছেন আপনি। যা সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে আপু। প্রত্যেকটা ধাপ দেখে মনে হচ্ছে খেতে অনেক টেস্টটি হয়েছে। ধন্যবাদ সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি ভাইয়া রেসিপি টা আসলে অনেক সুস্বাদু হয়েছিল। সুন্দর মন্তব্য করেছেন আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

খুবই চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেনতো আপু। আমার কাছে রেসিপিটি একেবারে ইউনিক লেগেছে। আগে কখনো দেখিনি ।নরমালি পটল ভাজি করা ছাড়া কিভাবে খাওয়া যায় মাঝে মাঝে চিন্তা করি আমি।আপনার কাছ থেকে নতুন একটি রেসিপি শিখলাম।দেখে মনে হচ্ছে খুবই মজা হয়েছে ডিম দিয়ে রান্না করেছেন মজাতো হবেই। অনেক ধন্যবাদ আপু ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু রেসিপি টা আসলে অনেক সুস্বাদু হয়েছিল। একবার বাসায় চেষ্টা করে দেখতে পারেন। আশা করছি ভাল লাগবে।

 3 years ago 

ডিম দিয়ে পটলের রেসিপি তৈরি দারুন হয়েছে আপু। দেখেই বুঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। আমার মনে হয় গরম ভাতের সাথে এই রেসিপিটি খেলে খুবই ভালো লাগবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি নতুন রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু এটা অনেক সুস্বাদু হয়েছিল। আমিও গরম ভাতের সাথে খেয়েছিলাম। অনেক ভালো লেগেছিল আমার কাছে। মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু আমি এই প্রথম এমন একটা রেসিপি দেখলাম । নতুন একটি আইডিয়া। আমি জীবনে কখনও খাই নি আর কারো কাছে শুনিও নি। অদ্ভুত রেসিপি শেয়ার করেছেন। শিখে রাখলাম। ভাল থাকবেন। শুভেচ্ছা।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ্ খুব সুন্দর করে ডিম দিয়ে পটলের স্পেশাল রেসিপি করেছেন।সত্যিই অসাধারণ হয়েছে আপনার রেসিপিটি আমার খুব ভালো লেগেছে আমিও ট্রাই করবো♥♥

 3 years ago 

জি আপু একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমি পটলের কয়েক রকম রেসিপি খেয়েছি তবে ডিম দিয়ে এরকমভাবে পটলের রেসিপি আমি কোনদিন খাইনি আপনার ফটোগুলো এবং বর্ণনা পড়ে বুঝতে পারলাম যে খাবার টা খেতে অনেক সুস্বাদু হবে

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ওয়াও আপু আপনি সামান্য একটি পটল কে খুবই ইউনিক ভাবে রান্না করেছেন । এভাবে কখনো পটল রান্না করে খাওয়া হয়নি। আপনার পটল রান্নার পুরো প্রস্তুত প্রণালি দেখে মনে হচ্ছে পটল রান্নাটা খুব মজা হয়েছিল। ধন্যবাদ আপনাকে অন্যরকম একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

রেসিপি টা আসলেই অনেক সুস্বাদু হয়েছিল। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57340.70
ETH 3072.28
USDT 1.00
SBD 2.37